দুর্গাপুর, 5 এপ্রিল : "365 দিন আমরা মাঠে নেমে খেলি ৷ তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকি ৷ তাই এই খেলা জনগণ খেলবে ৷" মনোনয়ন জমা দিয়ে বললেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের টিএমসি প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল ।
আজ দুর্গাপুরের সিটি সেন্টারে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন বিশ্বনাথ পাড়িয়াল ৷ তাঁর সঙ্গে ছিলেন কয়েকশো কর্মী-সমর্থক ৷ মনোনয়ন জমা দিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দুর্গাপুরের মূল ইস্যু রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বাঁচানো । কেন্দ্রীয় সরকার এগুলিকে বিলগ্নিকরণ করতে চাইছে ৷ বেসরকারি মালিকানাকে উৎসাহিত করতে চাইছে ৷ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হল এই শহরের হৃদযন্ত্র ৷ সেটাকে যদি বেসরকারিকরণ করা হয়, কয়লা, ব্যাঙ্কিং সেক্টরকে যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে আর কিছুই থাকবে না ৷ এগুলোর বিরুদ্ধে লড়াই চলবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই চালাব ৷"
আরও পড়ুন : মঙ্গলে মহাযুদ্ধ, দফা তিনে নজরে হেভিওয়েট থেকে তারকা
তিনি আরও বলেন, "আমরা খেলার জন্য প্রস্তুত ৷ বছরের 365 দিন মাঠে নেমে খেলি ৷ সাধারণ মানুষের পাশে থাকি ৷ তা হারি বা জিতি ৷ জিতলেও 365 দিন মানুষের সঙ্গে ছিলাম ৷ আছি আর থাকব । গণতন্ত্রে মানুষই শেষ কথা । তাই এবারের বিধানসভা নির্বাচনে খেলবে জনগণ ৷"