দুর্গাপুর, 18 এপ্রিল : বাম আমলে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী ছিলেন ৷ একসময় তাঁর ভয়ে জঙ্গলমহলে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত বলে প্রবাদ ৷ দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষ গতকাল নির্বাচনী প্রচারে দুর্গাপুরে এসেছিলেন । বললেন, ‘‘শাসকদল, প্রতিক্রিয়াশীল শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি, সবার আক্রমণের নিশানায় বামপন্থীরা ৷ রাজ্যের শাসকদল হোক বা দিল্লির শাসকদল, উভয় দলই মনে করে বামপন্থীরাই তাদের সবথেকে বড় বাধা ৷
আরও পড়ুন : জোড়াফুল-পদ্মফুলের বোঝাপড়ার রাজনীতি বন্ধ করতেই লড়াই, অকপট সুশান্ত
বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড-সহ 11টি মামলায় তাঁর নাম জড়িয়েছিল । দীর্ঘ ন'বছর নিজের গড়ের বাইরে থাকতে হয়েছিল তাঁকে । অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে গড়বেতায় প্রবেশ করেছেন ৷ এবারের ভোটে জঙ্গলমহলের মন জিততে বামেরা বাজি রাখছে সুশান্ত ঘোষের উপরেই ৷ রাজ্য রাজনীতির একাধিক ইস্যুতে আজ ফের একবার মুখ খুললেন সুশান্ত ঘোষ ৷ নন্দীগ্রাম থেকে শুরু করে নেতাই... প্রতিটি ইস্যুতে বিদ্ধ করলেন রাজ্যে ক্ষমতাসীন দলকে ৷