দুর্গাপুর, ২৩ মার্চ: দল বদলে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থীর টিকিট পেয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। নিজের নির্বাচনী কেন্দ্রে জোরকদমে প্রচারও শুরু করেছেন তিনি। প্রচারের শুরুতে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারকে তীব্র আক্রমণ করলেন তিনি। দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারকে ভোটপাখি বলে কটাক্ষ করে দুর্গাপুর স্টিল টাউনশিপে প্রচারে নামেন বিজেপি প্রার্থী ।
আজ তিনি দুর্গাপুরের ডেভিড মোড় থেকে মহিষ্কাপুর পর্যন্ত পদযাত্রা করেন। দীপ্তাংশু চৌধুরীর সমর্থনে বহু বিজেপি কর্মী-সমর্থকরা উপস্থিতি ছিলেন পদযাত্রায়। স্থানীয় কালীমন্দিরে পুজো দেওয়ার পর প্রচার শুরু করেন। জনসংযোগ বাড়াতে ভাংরা নাচের দলকে সঙ্গে নিয়েও প্রচার চলে। বিজেপি মানুষের জন্য সবসময় উন্নয়নমূলক কাজ করবে বলে দাবি করেন বিজেপি প্রার্থী। বিজেপি সরকার হলে মানুষের কি কি লাভ হবে তা বোঝাতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন:কৃষ্ণনগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রায় 50টি পরিবার
গত দশ বছরে তৃণমূল সরকারের নানা ব্যর্থতার চিত্রও তুলে ধরেন প্রচারে। শাসকদলের বিধায়করা যে নানা দুর্নীতিতে যুক্ত তাও তথ্য সহকারে প্রচারে উল্লেখ করেন তিনি। এলাকার সাধারণ মানুষের সামনে কেন্দ্রের মোদি সরকারের নানা প্রকল্পের সুফল তুলে ধরা হয়।