ETV Bharat / state

পাণ্ডবেশ্বরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত 1 - তৃণমূল

তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ ৷ ঘটনার জেরে আহত হয়েছে বিজেপির এক কর্মী ৷ তাঁকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ বিজেপি তৃণমূলের দিকে আঙুল তুললেও, তৃণমূল পাল্টা অভিযোগ তুলেছে বিজেপির দিকে ৷

পান্ডবেশ্বরে বিজেপি-তৃণমূল রাজনৈতিক তরজা, আহত 1
পান্ডবেশ্বরে বিজেপি-তৃণমূল রাজনৈতিক তরজা, আহত 1
author img

By

Published : Apr 1, 2021, 7:01 PM IST

দুর্গাপুর, 1 এপ্রিল : আজ রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে ৷ তার আগে বিজেপি-তৃণমূলের তরজা শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কেন্দা অঞ্চলের ঘটনা ৷ ঘটনার জেরে আহত হয় এক বিজেপি কর্মী ৷ ঘটনাস্থানে উপস্থিত হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ৷

বিজেপির অভিযোগ, পাণ্ডবেশ্বরের কেন্দা এলাকায় বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তপশিলি মোর্চার সভাপতি ভৈরব রুইদাস ৷ সঙ্গে ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা ৷ সেই সময় আচমকাই তৃণমূল দুষ্কৃতীরা হামলা চালায় বিজেপি কর্মীদের উপর ৷ তাদের লক্ষ্য করে ইট পাথরও ছোঁড়া হয় ৷ ইটের আঘাতে মাথায় চোট পান বিজেপির তপশিলি মোর্চার মণ্ডল সভাপতি ভৈরব রুইদাস।গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ৷ আসানসোলের তপশিলি মোর্চার বিজেপি মোর্চার সভাপতি সুমন্ত মণ্ডল বলেন, " একের পর এক বিজেপি কর্মীদের মারা হচ্ছে ৷ সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করা হচ্ছে ৷ তৃণমূলের দুষ্কৃতীরা যদি মনে করে থাকে বিজেপি কর্মীদের মেরে তারা সরকার গঠন করবে তাবলে তারা খুব ভুল ভাবছে ৷ এইভাবে কখনও সরকার গঠন করা যায় না ৷ "

পাণ্ডবেশ্বরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত 1

যদিও পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘটনাটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ৷ পাশাপাশি তিনি বলেন, " বিজেপি নির্বাচন হারবে ৷ তাই তৃণমূলের উপর অমূলক অভিযোগ তুলেছে ৷ "

আরও পড়ুন : বয়ালে ক্ষুব্ধ মমতার নিশানায় মোদি-অমিত-কমিশন

দুর্গাপুর, 1 এপ্রিল : আজ রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে ৷ তার আগে বিজেপি-তৃণমূলের তরজা শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কেন্দা অঞ্চলের ঘটনা ৷ ঘটনার জেরে আহত হয় এক বিজেপি কর্মী ৷ ঘটনাস্থানে উপস্থিত হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ৷

বিজেপির অভিযোগ, পাণ্ডবেশ্বরের কেন্দা এলাকায় বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তপশিলি মোর্চার সভাপতি ভৈরব রুইদাস ৷ সঙ্গে ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা ৷ সেই সময় আচমকাই তৃণমূল দুষ্কৃতীরা হামলা চালায় বিজেপি কর্মীদের উপর ৷ তাদের লক্ষ্য করে ইট পাথরও ছোঁড়া হয় ৷ ইটের আঘাতে মাথায় চোট পান বিজেপির তপশিলি মোর্চার মণ্ডল সভাপতি ভৈরব রুইদাস।গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ৷ আসানসোলের তপশিলি মোর্চার বিজেপি মোর্চার সভাপতি সুমন্ত মণ্ডল বলেন, " একের পর এক বিজেপি কর্মীদের মারা হচ্ছে ৷ সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করা হচ্ছে ৷ তৃণমূলের দুষ্কৃতীরা যদি মনে করে থাকে বিজেপি কর্মীদের মেরে তারা সরকার গঠন করবে তাবলে তারা খুব ভুল ভাবছে ৷ এইভাবে কখনও সরকার গঠন করা যায় না ৷ "

পাণ্ডবেশ্বরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত 1

যদিও পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘটনাটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ৷ পাশাপাশি তিনি বলেন, " বিজেপি নির্বাচন হারবে ৷ তাই তৃণমূলের উপর অমূলক অভিযোগ তুলেছে ৷ "

আরও পড়ুন : বয়ালে ক্ষুব্ধ মমতার নিশানায় মোদি-অমিত-কমিশন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.