ETV Bharat / state

দুর্গাপুর পূর্বে ছাপ্পার অভিযোগ, উত্তেজনা - দূর্গাপুর পূর্বে ছাপ্পার অভিযোগ

দুর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সুভাষ মণ্ডলের অভিযোগ, বিজেপির লোকেরাই ছাপ্পা ভোট দিয়েছে । কেন্দ্রীয় বাহিনী তাদের সহায়তা করেছে ।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
দুর্গাপুর পূর্বের ভোট
author img

By

Published : Apr 26, 2021, 1:23 PM IST

Updated : Apr 26, 2021, 1:44 PM IST

দুর্গাপুর, 26 এপ্রিল : দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর স্টিল টাউনশিপের মার্কনি বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের 68 ও 69 নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ । 3 জন ভোটারের ভোট অন্য কেউ দিয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকদের । তাঁদের অভিযোগ বিজেপির বহিরাগতরা এসেই ভোট দিয়েছে ।এবং সেই সঙ্গে সাহায্য করেছে কেন্দ্রীয় বাহিনী ।

এই অভিযোগেই প্রাথমিক বিদ্যালয়ের সামনে উত্তেজনা দেখা দেয় । দূর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সুভাষ মণ্ডলের অভিযোগ, বিজেপির লোকেরাই ছাপ্পা ভোট দিয়েছে । কেন্দ্রীয় বাহিনী তাদের সহায়তা করেছে ।

বিজেপির বহিরাগতরা এসেই ভোট দিয়েছে, অভিযোগ তৃণমূলের

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর শ্বশুর-শাশুড়ির নাম যথাক্রমে পরেশ মুখোপাধ্যায় ও মায়া মুখোপাধ্যায় । তারা দু'জনেই এই এলাকার ভোটার এবং অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । তাদের দু'জনের ভোট দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ । সুমিতা ভৌমিক নামের আরও এক মহিলা জানালেন, তিনি ভোট দিতে এসে দেখেন তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে ।

এর পরেই কার্যত উত্তেজনা দেখা দেয় বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কে কাঠগড়ায় দাঁড় করায় শাসক দলের পক্ষ থেকে । পরে ঘটনাস্থলে আরও বাহিনী আনা হয় এবং বুথের সামনে থেকে সরিয়ে দেয় উত্তেজিত জনতাকে ।

দুর্গাপুর, 26 এপ্রিল : দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর স্টিল টাউনশিপের মার্কনি বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের 68 ও 69 নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ । 3 জন ভোটারের ভোট অন্য কেউ দিয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকদের । তাঁদের অভিযোগ বিজেপির বহিরাগতরা এসেই ভোট দিয়েছে ।এবং সেই সঙ্গে সাহায্য করেছে কেন্দ্রীয় বাহিনী ।

এই অভিযোগেই প্রাথমিক বিদ্যালয়ের সামনে উত্তেজনা দেখা দেয় । দূর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সুভাষ মণ্ডলের অভিযোগ, বিজেপির লোকেরাই ছাপ্পা ভোট দিয়েছে । কেন্দ্রীয় বাহিনী তাদের সহায়তা করেছে ।

বিজেপির বহিরাগতরা এসেই ভোট দিয়েছে, অভিযোগ তৃণমূলের

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর শ্বশুর-শাশুড়ির নাম যথাক্রমে পরেশ মুখোপাধ্যায় ও মায়া মুখোপাধ্যায় । তারা দু'জনেই এই এলাকার ভোটার এবং অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । তাদের দু'জনের ভোট দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ । সুমিতা ভৌমিক নামের আরও এক মহিলা জানালেন, তিনি ভোট দিতে এসে দেখেন তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে ।

এর পরেই কার্যত উত্তেজনা দেখা দেয় বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কে কাঠগড়ায় দাঁড় করায় শাসক দলের পক্ষ থেকে । পরে ঘটনাস্থলে আরও বাহিনী আনা হয় এবং বুথের সামনে থেকে সরিয়ে দেয় উত্তেজিত জনতাকে ।

Last Updated : Apr 26, 2021, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.