ETV Bharat / state

কুলটিতে বিজেপি প্রার্থীর প্রচারে চকলেট বিলির অভিযোগ

কুলটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচারে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল ৷ গতকাল কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি ৷ সেখানে এক বিজেপি কর্মীকে চকলেট বিলি করতে দেখা যায় ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে ৷

চকলেট বিলি
চকলেট বিলি
author img

By

Published : Apr 4, 2021, 10:36 AM IST

কুলটি, 4 এপ্রিল : সপ্তম দফায় কুলটিতে নির্বাচন ৷ তার আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করলেন কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী অজয় পোদ্দার ৷ প্রচারে তাঁকে সঙ্গ দেন কুলটি মণ্ডল 3-এর সভাপতি অমিত গরাই ৷ কিন্তু এই প্রচারকে কেন্দ্র করেই নির্বাচনী বিধিভঙ্গের বিতর্ক তৈরি হল ৷

গতকাল বিজেপি কর্মীদের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী অজয় পোদ্দার ৷ এক ভিডিয়োয় দেখা যাচ্ছে (যার সত্যতা যাচাই করেনি ইটিভি) প্রচারের ফাঁকে এক বিজেপি কর্মী সাধারণ মানুষকে চকলেট দিচ্ছেন ৷ ভিডিয়োটি সামনে আসতেই হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে ৷ যদিও এই নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

কুলটিতে বিজেপি প্রার্থীর প্রচারে চকলেট বিলির অভিযোগ

তবে চকলেট বিলির অভিযোগ মানতে চাননি বিজেপি নেতা অমিত গরাই ৷ তিনি বলেন, "আমাদের কোনও কর্মী চকলেট বিলি করেননি ৷ সাধারণ মানুষ ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবেই আমাদের চকলেট দিচ্ছিলেন ৷ এই অভিযোগ ভিত্তিহীন ৷ "

আরও পড়ুন : রাজনৈতিক সভার জন্য কি মোদির ভিভিআইপি বিমান ব্যবহার করা উচিৎ? কমিশনে চিঠি অধীরের

কুলটি, 4 এপ্রিল : সপ্তম দফায় কুলটিতে নির্বাচন ৷ তার আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করলেন কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী অজয় পোদ্দার ৷ প্রচারে তাঁকে সঙ্গ দেন কুলটি মণ্ডল 3-এর সভাপতি অমিত গরাই ৷ কিন্তু এই প্রচারকে কেন্দ্র করেই নির্বাচনী বিধিভঙ্গের বিতর্ক তৈরি হল ৷

গতকাল বিজেপি কর্মীদের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী অজয় পোদ্দার ৷ এক ভিডিয়োয় দেখা যাচ্ছে (যার সত্যতা যাচাই করেনি ইটিভি) প্রচারের ফাঁকে এক বিজেপি কর্মী সাধারণ মানুষকে চকলেট দিচ্ছেন ৷ ভিডিয়োটি সামনে আসতেই হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে ৷ যদিও এই নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

কুলটিতে বিজেপি প্রার্থীর প্রচারে চকলেট বিলির অভিযোগ

তবে চকলেট বিলির অভিযোগ মানতে চাননি বিজেপি নেতা অমিত গরাই ৷ তিনি বলেন, "আমাদের কোনও কর্মী চকলেট বিলি করেননি ৷ সাধারণ মানুষ ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবেই আমাদের চকলেট দিচ্ছিলেন ৷ এই অভিযোগ ভিত্তিহীন ৷ "

আরও পড়ুন : রাজনৈতিক সভার জন্য কি মোদির ভিভিআইপি বিমান ব্যবহার করা উচিৎ? কমিশনে চিঠি অধীরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.