দুর্গাপুর, 14 এপ্রিল : দুর্গাপুরের কাণ্ডেশ্বর গ্রাম থেকে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করল বম স্কয়্যাডের আধিকারিকরা ৷ ওয়ারিয়া থানার পুলিশের উপস্থিতিতে সেগুলি নিষ্ক্রিয় করা হয় ৷
আগামী 26 এপ্রিল পশ্চিম বর্ধমানের ন'টি আসনের নির্বাচন। তার আগে গতকাল সকালে দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের কাণ্ডেশ্বর গ্রামের একটি পুকুরের পাড় থেকে উদ্ধার করা হয় 13টি বোমা ৷ সেগুলি একটি টিনের বাক্সের মধ্য়ে রাখা ছিল ৷ সারারাত ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ সেই বোমাগুলি আগলে রাখে। এরপর আজ সেগুলি নিষ্ক্রিয় করা হয় ৷
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বিগত বেশ কয়েকদিন ধরেই দুর্গাপুর থানা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে । সেই ভয়েই দুষ্কৃতীরা ওই বোমা গুলিকে নির্জন এলাকায় রেখেছিল। তবে কেন বোমগুলি ওখানে রাখা হল সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷
আরও পড়ুন-মোদি সারাদিন আমাকে ভ্যাংচাচ্ছে, তখন কমিশন কিছু করছে না কেন, প্রশ্ন মমতার
এবিষয়ে কেউ ক্য়ামেরার সামনে কিছু না বলতে চাইলেও যেটা জানা যাচ্ছে, নির্বাচনের দিন হয়তো কোনও সন্ত্রাসের পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা ৷ আর সেকারণেই বোমা মজুত করছিল ৷ তবে দুর্গাপুর থানার পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে আগামী 26 এপ্রিল তাদের থানা এলাকার যে বুথ গুলি রয়েছে সেগুলোতে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ও শান্তিতে ভোট দিতে পারেন।