দুর্গাপুর, 18 অগস্ট: গ্রাহকদের বেশি ঋণ দিয়ে বড়লোক করে দেওয়ার কথা বলতেন ব্যাঙ্ককর্মী ৷ এভাবেই অভিনব কায়দায় প্রতারণার ছক ফেঁদে পুলিশের জালে বেসরকারি ব্যাংককর্মী । গ্রাহকদের অভিযোগের পর বিষয়টি নজরে আসতেই স্থানীয় কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ব্য়াঙ্ক ৷
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দেবাশিস বোস নামের ওই ব্যাঙ্ককর্মীকে গলসিতে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে কোকওভেন থানার পুলিশ । এই বিষয়ে বেসরকারি ওই ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার জানান, প্রায় আড়াই বছর ধরে তাঁদের ব্রাঞ্চে লোন ডিপার্টমেন্টে কাজ করেন ওই কর্মী ৷ সেই সুবাদে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে এক লক্ষ টাকা আবার কারও কাছে 50 হাজার করে টাকা নিয়েছেন । প্রায় 29 জন গ্রাহকদের কাছে এই অভিযোগ পেতেই বিষয়টি সরাসরি কোকওভেন থানার পুলিশকে জানান ।
তারপরই ওই ব্যাংককর্মীকে গ্রেফতার করে পুলিশ । জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, দেবাশিস বোস নামের ওই ব্যাংককর্মী বিভিন্ন মানুষকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে এখনও পর্যন্ত প্রায় 10 লক্ষ টাকা আদায় করেছিলেন ৷ যে সমস্ত গ্রাহকদের কাছ থেকে এই ব্যাঙ্ককর্মী টাকা নিয়েছিলেন তাঁদের মধ্যে অনেকেই শুক্রবার বিষয়টি জানাজানি হতেই কোকওভেন থানায় উপস্থিত হন ।
এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এসিপি (দুর্গাপুর) তথাগত পাণ্ডে বলেন, "আমরা একটা অভিযোগ পেয়েছিলাম যে ওই ব্যাংককর্মী লোককে ঋণ দেওয়ার নামে নিজের অ্যাকাউন্টে টাকা নিতেন । তদন্তে নেমে তার প্রমাণ পাওয়া গিয়েছে । তাঁকে গলসি থেকে গ্রেফতার করে নিয়ে আসি । সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাঁকে মহকুমা আদালতে তোলা হলে বিচারক তা মঞ্জুর করেন ।" এদিকে খোদ ব্যাংককর্মী এইভাবে প্রতারণার সঙ্গে যুক্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে ।