ETV Bharat / state

হীরাপুরের দৃষ্টিহীন মেধাবী ছাত্রের পাশে বাংলাপক্ষ ও প্রগতি - পশ্চিম বর্ধমান

ETV ভারতের খবরের জের । দুস্থ ছাত্রের পাশে বাংলাপক্ষ ও প্রগতি।

বাংলাপক্ষ
বাংলাপক্ষ
author img

By

Published : Jul 28, 2020, 4:43 AM IST

আসানসোল, 27 জুলাই : হীরাপুরের দৃষ্টিহীন মেধাবী ছাত্র অভিজিৎ গড়াইয়ের পাশে দাঁঁড়াল বাংলাপক্ষ ও প্রগতি। গতকাল তার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পাশপাশি সংবর্ধনাও দেন বাংলাপক্ষের সদস্যরা।

হীরাপুরের মানিকচাঁদ পল্লির বাসিন্দা অভিজিৎ গড়াই । জন্ম থেকেই সে অন্ধ । নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ় অ্যাকাডেমিতে পড়াশোনা করত। এবছর মাধ্যমিকে 632 নম্বর পেয়ে পাশ করেছে অভিজিৎ । এছাড়াও জুডোতে ন্যাশনাল ও স্টেট মিটে সোনা জয় করেছে।

অভিজিতের বাবা আলু, কাবলি চানা বিক্রি করে সংসার চালায়। আগামী দিনে অভিজিতের পড়াশোনা চালানো তাঁর পক্ষে সম্ভব নয় । তিনি সাহায্য চেয়েছিলেন । ETV ভারতেই এই খবর প্রথম প্রকাশ হয় । তা দেখে বাংলাপক্ষের পশ্চিম বর্ধমান জেলা শাখার সদস্যরা গতকাল অভিজিতের বাড়ি পৌঁছে গিয়েছিলেন । তার হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় । ভবিষ্যতেও তার পাশের থাকার আশ্বাস দেন তাঁরা ।

বাংলাপক্ষের পক্ষ থেকে অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন, "ETV ভারতকে ধন্যবাদ এমন খবর তুলে ধরে ধরার জন্য । এই মেধাবী ছাত্রের পাশে থাকতে পেরে আমরা নিজেরাই গর্বিত । শুধু বাংলাপক্ষ নয়, 15 আগস্ট আসানসোলে প্রগতি নামে একটি সংগঠন অভিজিৎকে স্কলারশিপ দেবে । "

প্রগতির পক্ষ থেকে শুক্লা চট্টোপাধ্যায় বলেন, “ETV ভারতেই প্রথম অভিজিতের কথা জানতে পারি। অভিজিতের পড়ার খরচের টাকা প্রগতির পক্ষ থেকে বহন করা হবে । যতদিন অভিজিত পড়তে চায় আমরা পাশে আছি ।”

আসানসোল, 27 জুলাই : হীরাপুরের দৃষ্টিহীন মেধাবী ছাত্র অভিজিৎ গড়াইয়ের পাশে দাঁঁড়াল বাংলাপক্ষ ও প্রগতি। গতকাল তার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পাশপাশি সংবর্ধনাও দেন বাংলাপক্ষের সদস্যরা।

হীরাপুরের মানিকচাঁদ পল্লির বাসিন্দা অভিজিৎ গড়াই । জন্ম থেকেই সে অন্ধ । নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ় অ্যাকাডেমিতে পড়াশোনা করত। এবছর মাধ্যমিকে 632 নম্বর পেয়ে পাশ করেছে অভিজিৎ । এছাড়াও জুডোতে ন্যাশনাল ও স্টেট মিটে সোনা জয় করেছে।

অভিজিতের বাবা আলু, কাবলি চানা বিক্রি করে সংসার চালায়। আগামী দিনে অভিজিতের পড়াশোনা চালানো তাঁর পক্ষে সম্ভব নয় । তিনি সাহায্য চেয়েছিলেন । ETV ভারতেই এই খবর প্রথম প্রকাশ হয় । তা দেখে বাংলাপক্ষের পশ্চিম বর্ধমান জেলা শাখার সদস্যরা গতকাল অভিজিতের বাড়ি পৌঁছে গিয়েছিলেন । তার হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় । ভবিষ্যতেও তার পাশের থাকার আশ্বাস দেন তাঁরা ।

বাংলাপক্ষের পক্ষ থেকে অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন, "ETV ভারতকে ধন্যবাদ এমন খবর তুলে ধরে ধরার জন্য । এই মেধাবী ছাত্রের পাশে থাকতে পেরে আমরা নিজেরাই গর্বিত । শুধু বাংলাপক্ষ নয়, 15 আগস্ট আসানসোলে প্রগতি নামে একটি সংগঠন অভিজিৎকে স্কলারশিপ দেবে । "

প্রগতির পক্ষ থেকে শুক্লা চট্টোপাধ্যায় বলেন, “ETV ভারতেই প্রথম অভিজিতের কথা জানতে পারি। অভিজিতের পড়ার খরচের টাকা প্রগতির পক্ষ থেকে বহন করা হবে । যতদিন অভিজিত পড়তে চায় আমরা পাশে আছি ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.