আসানসোল, 16 অক্টোবর: পরিপাটি করে মাটির সুন্দর দেওয়াল । আর তাতে ফুল,পাখি, আলপনা হরেকরকমের ছবি । বাংলার আদিবাসী পাড়ায় এ ছবি বড্ড চেনা । কিন্তু এবার সেই দেওয়ালেই উঠল সচেতনতার পাঠ। সরকারি সচেতনতামূলক বিজ্ঞাপনের প্রচার যে এলাকায় পৌঁছয় না, এলাকায় দেওয়ালে ফুটে উঠল বাংলা হরফে সাঁওতালি ভাষায় অপুষ্টি দূর করার বার্তা । আঁকা হল মানুষকে সচেতন করতে নানান ছবি । বিশ্ব খাদ্য দিবসে আসানসোলের বন সরাকডিহি আদিবাসী পাড়ায় এমনই অভিনব ভাবনা আদিবাসী যুবতীদের ।
'ফুডম্যান' বলে খ্যাত আসানসোলের সমাজসেবী ও শিক্ষক চন্দ্রশেখর কুণ্ডু বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গ্রামে শিশু ও কিশোরদের অপুষ্টি দূর করতে নানান কাজ করে চলেছেন । পাশাপাশি স্কুল ছুটদের পড়াশুনোয় ফিরিয়ে আনতে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় স্কুল গড়ে তুলেছেন তিনি । তাঁর ভাবনাতেই প্রথম এসেছিল সরকারি সচেতনতামূলক বিজ্ঞাপন কেন সাঁওতালি অলচিকি ভাষায় হয় না । সেই অনুরোধ জানিয়ে তিনি কেন্দ্রীয় শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি এবং রাজ্যের শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে চিঠি দিয়েছিলেন তিনি। কিন্তু উত্তর পাননি । 'ফুডম্যান' চন্দ্রশেখর কুন্ডু জানান, আমি আদিবাসী ভাষায় সচেতনতার পোস্টার করার জন্য কেন্দ্র ও রাজ্য মন্ত্রীকে চিঠি দিয়েছিলাম । আমাদের তরফ থেকে এটা সরকারকে উপহার । এভাবে ছোট ছোট জিনিসের মাধ্যমে মানুষকে অনেক সচেতন করা যায় ।'
শিক্ষিত আদিবাসী যুবতী দিপালী মাড্ডি বলেন, "আদিবাসী সমাজে সচেতনতার বার্তা এসে পৌঁছয় না । কিংবা এখানকার মানুষজনদের মধ্যে শিক্ষা না থাকায় তারা ইংরাজি পড়ে বুঝতেও পারেন না । সেই কারণে আমরা বাংলা হরফে সাঁওতালি ভাষায় লিখে মানুষজনকে বোঝানোর চেষ্টা করেছি । যারা পড়তে পারে না, তাদের জন্য দেওয়ালে ছবিও এঁকেছি ।"
চন্দ্রশেখর কুণ্ডু খাদ্য, পুষ্টি সংক্রান্ত ইংরেজি, বাংলা লেখা সচেতনতামূলক পোস্টার আদিবাসী যুবতীদের দেখাতেই তারা সাঁওতালি ভাষায় অনুবাদ করে দেওয়াল চিত্রে ফুটিয়ে তুলেছেন সেই বার্তা । বন সরাকডিহি গ্রামে আদিবাসী পাড়ায় যেতেই দেখা গেল দেওয়ালে দেওয়ালে রঙিন নানান ছবি ৷ পাশাপাশি বাংলা হরফে সাঁওতালি ভাষায় খাদ্য সংক্রান্ত নানান সচেতনতার বার্তা । তাতে জল ফুটিয়ে খাওয়া থেকে শুরু করে, কোন কোন খাবারে বেশি প্রোটিন ও অনান্য খাদ্যগুণ রয়েছে, কীভাবে কোন খাবার খাওয়া যায়, খাদ্য পিরামিড থেকে শুরু করে আরও নানান কিছু ফুটে উঠেছে আদিবাসী পাড়ার দেওয়াল জুড়ে।
আরেক আদিবাসী যুবতী সরস্বতী মাড্ডি বলেন, "আমরা খাদ্য দিবসে পাড়ার মানুষজনদের দেওয়ালে ছবি এঁকে ও লিখে বোঝানোর চেষ্টা করেছি । মানুষজন খুব উৎসাহিত হয়েছে । তারা দেওয়ালে পড়ছে । আমাদের আশা মানুষ সচেতন হবেন ।"
আরও পড়ুন: আজ বিশ্ব খাদ্য দিবস, ইতিহাস থেকে তাৎপর্য জেনে নিন বিশদে