ETV Bharat / state

Awareness on Rakhi Purnima: রাখির মাধ্যমে জল সংরক্ষণ ও অপচয় নিয়ে সচেতনতার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের - জনস্বাস্থ্য ও কারিগরি দফতর

জল অপচয় বন্ধ করতে ও বৃষ্টির জল কীভাবে ধরে রাখা যাবে তার বার্তা দিতে নিজেদের তৈরি বিশেষ রাখি পথচলতি মানুষের হাতে পড়িয়ে দিলেন জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের আধিকারিক ও কর্মীরা ৷

Etv Bharat
জল সংরক্ষণের বিশেষ বার্তা রাখিতে
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 7:11 PM IST

জল সংরক্ষণের বিশেষ বার্তা রাখিতে

আসানসোল, 30 অগস্ট: জল অপচয় রোধ এবং জল সংরক্ষণ। আর তা নিয়েই সচেতনতা বৃদ্ধি করতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে অভিনব রাখি উৎসব পালন করা হল আসানসোলে। পথচলতি মানুষের হাতে পরিয়ে দেওয়া হল রাখি। যাতে বার্তা রয়েছে জল অপচয় বন্ধ করার এবং জল সংরক্ষণ করার। পাশাপাশি বিশেষ কার্ড দিয়ে মানুষজনকে বোঝানো হল কীভাবে বৃষ্টির জলকে ধরে রাখা যাবে।

বুধবার রাখি পূর্ণিমা ঘিরে অভিনব সচেতনতামূলক অভিযান চালালেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিক ও কর্মীরা । আসানসোল রবীন্দ্রভবনের সামনে পথচলতি মানুষজনকে তারা একটি বিশেষ রাখি পরিয়ে দিলেন । এই রাখি জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকেই তৈরি করা হয়েছে বলে সেখানকার আধিকারিকরা জানান । মানুষজনকে সেই রাখির মাধ্যমে বার্তা দেওয়া হল, জল অপচয় একেবারেই করবেন না । পাশাপাশি জল সঞ্চয় করতে হবে।

আরও পড়ুন : পরিবেশবান্ধব রাখি বানিয়ে গাছ বাঁচানোর বার্তা প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের

একদিকে রাখিতে যেমন জল অপচয় বন্ধ করতে বার্তা দেওয়া হল তেমনি জল সংরক্ষণের জন্য বৃষ্টির জলকে কীভাবে ধরে রাখা যায় তা নিয়ে একটি কার্ড চলতি মানুষের হাতে তুলে দেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মী ও আধিকারিকরা । আসানসোলের জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিক ভানু কর্মকার বলেন, "আমরা এই অভিনব ভাবনাটি জেলা প্রশাসনকে জানিয়েছিলাম এবং সরকারি প্রায় প্রত্যেকটি দফতরই আমাদের সঙ্গে সহযোগিতা করেছে । পশ্চিমবঙ্গ সরকারের জল জীবন মিশন প্রকল্পকে বাস্তবায়িত করতে প্রতি ঘরে জল পৌঁছে দিতে ও জল সংরক্ষণের বার্তা দিতে রাখির দিনে এই বিশেষ অনুষ্ঠান করা হল ।"

পথচলতি মানুষকে রাখি পরিয়ে সচেতন করা হয়েছে । এই সচেতনতা অভিযানে মানুষজন অনেকটাই সচেতন হবে বলে মনে করছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা ।

আরও পড়ুন : রাখির দিনে ভুরিভোজ ? শহরেই রয়েছে দু’টি সেরা ঠিকানা

জল সংরক্ষণের বিশেষ বার্তা রাখিতে

আসানসোল, 30 অগস্ট: জল অপচয় রোধ এবং জল সংরক্ষণ। আর তা নিয়েই সচেতনতা বৃদ্ধি করতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে অভিনব রাখি উৎসব পালন করা হল আসানসোলে। পথচলতি মানুষের হাতে পরিয়ে দেওয়া হল রাখি। যাতে বার্তা রয়েছে জল অপচয় বন্ধ করার এবং জল সংরক্ষণ করার। পাশাপাশি বিশেষ কার্ড দিয়ে মানুষজনকে বোঝানো হল কীভাবে বৃষ্টির জলকে ধরে রাখা যাবে।

বুধবার রাখি পূর্ণিমা ঘিরে অভিনব সচেতনতামূলক অভিযান চালালেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিক ও কর্মীরা । আসানসোল রবীন্দ্রভবনের সামনে পথচলতি মানুষজনকে তারা একটি বিশেষ রাখি পরিয়ে দিলেন । এই রাখি জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকেই তৈরি করা হয়েছে বলে সেখানকার আধিকারিকরা জানান । মানুষজনকে সেই রাখির মাধ্যমে বার্তা দেওয়া হল, জল অপচয় একেবারেই করবেন না । পাশাপাশি জল সঞ্চয় করতে হবে।

আরও পড়ুন : পরিবেশবান্ধব রাখি বানিয়ে গাছ বাঁচানোর বার্তা প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের

একদিকে রাখিতে যেমন জল অপচয় বন্ধ করতে বার্তা দেওয়া হল তেমনি জল সংরক্ষণের জন্য বৃষ্টির জলকে কীভাবে ধরে রাখা যায় তা নিয়ে একটি কার্ড চলতি মানুষের হাতে তুলে দেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মী ও আধিকারিকরা । আসানসোলের জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিক ভানু কর্মকার বলেন, "আমরা এই অভিনব ভাবনাটি জেলা প্রশাসনকে জানিয়েছিলাম এবং সরকারি প্রায় প্রত্যেকটি দফতরই আমাদের সঙ্গে সহযোগিতা করেছে । পশ্চিমবঙ্গ সরকারের জল জীবন মিশন প্রকল্পকে বাস্তবায়িত করতে প্রতি ঘরে জল পৌঁছে দিতে ও জল সংরক্ষণের বার্তা দিতে রাখির দিনে এই বিশেষ অনুষ্ঠান করা হল ।"

পথচলতি মানুষকে রাখি পরিয়ে সচেতন করা হয়েছে । এই সচেতনতা অভিযানে মানুষজন অনেকটাই সচেতন হবে বলে মনে করছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা ।

আরও পড়ুন : রাখির দিনে ভুরিভোজ ? শহরেই রয়েছে দু’টি সেরা ঠিকানা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.