সালানপুর, 6 জানুয়ারি: কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের উপর হামলায় রাজ্যকে আক্রমণ করলেন কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল । তাঁর কথায়, সরকারি আধিকারিকদের উপর হামলা সংবিধানের পক্ষে বিপজ্জনক ৷ শনিবার পশ্চিম বর্ধমানের সালানপুরের রূপনারায়ণপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিতে আসেন কপিল মোরেশ্বর পাতিল । দুপুরে রূপনারায়ণপুর ডাবর মোড়ে একটি পথসভা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ৷ সেই পথসভা থেকে তিনি 100 দিনের কাজ থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর মারধরের ঘটনায় রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করান ।
100 দিনের কাজের টাকা কেন পাওয়া যাচ্ছে না, এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল বলেন, "আমরা একটি দল পাঠিয়েছিলাম ৷ এ রাজ্যে 100 দিনের কাজের খতিয়ান দেখতে । সেই দল কিছু গরমিল খুঁজে পেয়েছিল । সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে । সেই রিপোর্ট মন্ত্রকে আসার পর ভাবনা চিন্তা করা হবে । যখন এ রাজ্যে দুর্নীতিমুক্ত পরিস্থিতি তৈরি হবে, তখন সব সমাধান হয়ে যাবে ।"
শুক্রবার থেকে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলার ঘটনা ঘটেছে এ রাজ্যে । সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, "ইন্ডিয়া জোট বারবার দাবি করে, ভারতের সংবিধান বিপদে আছে । এখন প্রশ্ন উঠছে সরকারি আধিকারিকদের যদি কেউ মারধর করে তাহলে সেটা সংবিধানের বিপদ নয়? খুব খারাপ ঘটনা ঘটেছে ৷ এর উপর নিশ্চয়ই কেন্দ্র সরকার উচিত ব্যবস্থা নেবে ।"
100 দিনের কাজের মতোই রাজ্য সরকার দাবি তুলেছে আবাস যোজনার টাকাও কেন্দ্র দিচ্ছে না । সেই প্রসঙ্গে কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল বলেন, "এ রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম পালটে দিয়ে বাংলার আবাস যোজনা করে দেওয়া হল । এমন হতে পারে? প্রধানমন্ত্রী আবাস যোজনা তো কারও নামে ছিল না । স্বচ্ছভাবে কাজ হলে কেন্দ্রীয় সরকার কারোর টাকা আটকে রাখেনি । নিশ্চয়ই কোন গড়বড় আছে ।"
আরও পড়ুন: