ETV Bharat / state

সরকারি আধিকারিকদের উপর হামলা সংবিধানের পক্ষে বিপজ্জনক, দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর - কপিল মোরেশ্বর পাতিল

Kapil Moreshwar Patil: সরকারি আধিকারিকদের উপর হামলা সংবিধানের পক্ষে বিপজ্জনক বলে দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল ৷ 100 দিনের কাজ থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলার ঘটনায় রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি ৷

Kapil Moreshwar Patil
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 9:49 PM IST

আসানসোলে কর্মসূচিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল

সালানপুর, 6 জানুয়ারি: কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের উপর হামলায় রাজ্যকে আক্রমণ করলেন কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল । তাঁর কথায়, সরকারি আধিকারিকদের উপর হামলা সংবিধানের পক্ষে বিপজ্জনক ৷ শনিবার পশ্চিম বর্ধমানের সালানপুরের রূপনারায়ণপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিতে আসেন কপিল মোরেশ্বর পাতিল । দুপুরে রূপনারায়ণপুর ডাবর মোড়ে একটি পথসভা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ৷ সেই পথসভা থেকে তিনি 100 দিনের কাজ থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর মারধরের ঘটনায় রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করান ।

100 দিনের কাজের টাকা কেন পাওয়া যাচ্ছে না, এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল বলেন, "আমরা একটি দল পাঠিয়েছিলাম ৷ এ রাজ্যে 100 দিনের কাজের খতিয়ান দেখতে । সেই দল কিছু গরমিল খুঁজে পেয়েছিল । সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে । সেই রিপোর্ট মন্ত্রকে আসার পর ভাবনা চিন্তা করা হবে । যখন এ রাজ্যে দুর্নীতিমুক্ত পরিস্থিতি তৈরি হবে, তখন সব সমাধান হয়ে যাবে ।"

শুক্রবার থেকে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলার ঘটনা ঘটেছে এ রাজ্যে । সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, "ইন্ডিয়া জোট বারবার দাবি করে, ভারতের সংবিধান বিপদে আছে । এখন প্রশ্ন উঠছে সরকারি আধিকারিকদের যদি কেউ মারধর করে তাহলে সেটা সংবিধানের বিপদ নয়? খুব খারাপ ঘটনা ঘটেছে ৷ এর উপর নিশ্চয়ই কেন্দ্র সরকার উচিত ব্যবস্থা নেবে ।"

100 দিনের কাজের মতোই রাজ্য সরকার দাবি তুলেছে আবাস যোজনার টাকাও কেন্দ্র দিচ্ছে না । সেই প্রসঙ্গে কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল বলেন, "এ রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম পালটে দিয়ে বাংলার আবাস যোজনা করে দেওয়া হল । এমন হতে পারে? প্রধানমন্ত্রী আবাস যোজনা তো কারও নামে ছিল না । স্বচ্ছভাবে কাজ হলে কেন্দ্রীয় সরকার কারোর টাকা আটকে রাখেনি । নিশ্চয়ই কোন গড়বড় আছে ।"

আরও পড়ুন:

  1. রেশন দুর্নীতিতে গ্রেফতার বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শংকর, ইডির গাড়ি লক্ষ্য করে ইট
  2. তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
  3. শাহজাহানকে 48 ঘণ্টার মধ্যে তাদের হাতে তুলে দিতে হবে, রাজ্যকে নির্দেশ ইডি'র ! দাবি করলেন কুণাল

আসানসোলে কর্মসূচিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল

সালানপুর, 6 জানুয়ারি: কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের উপর হামলায় রাজ্যকে আক্রমণ করলেন কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল । তাঁর কথায়, সরকারি আধিকারিকদের উপর হামলা সংবিধানের পক্ষে বিপজ্জনক ৷ শনিবার পশ্চিম বর্ধমানের সালানপুরের রূপনারায়ণপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিতে আসেন কপিল মোরেশ্বর পাতিল । দুপুরে রূপনারায়ণপুর ডাবর মোড়ে একটি পথসভা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ৷ সেই পথসভা থেকে তিনি 100 দিনের কাজ থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর মারধরের ঘটনায় রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করান ।

100 দিনের কাজের টাকা কেন পাওয়া যাচ্ছে না, এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল বলেন, "আমরা একটি দল পাঠিয়েছিলাম ৷ এ রাজ্যে 100 দিনের কাজের খতিয়ান দেখতে । সেই দল কিছু গরমিল খুঁজে পেয়েছিল । সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে । সেই রিপোর্ট মন্ত্রকে আসার পর ভাবনা চিন্তা করা হবে । যখন এ রাজ্যে দুর্নীতিমুক্ত পরিস্থিতি তৈরি হবে, তখন সব সমাধান হয়ে যাবে ।"

শুক্রবার থেকে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলার ঘটনা ঘটেছে এ রাজ্যে । সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, "ইন্ডিয়া জোট বারবার দাবি করে, ভারতের সংবিধান বিপদে আছে । এখন প্রশ্ন উঠছে সরকারি আধিকারিকদের যদি কেউ মারধর করে তাহলে সেটা সংবিধানের বিপদ নয়? খুব খারাপ ঘটনা ঘটেছে ৷ এর উপর নিশ্চয়ই কেন্দ্র সরকার উচিত ব্যবস্থা নেবে ।"

100 দিনের কাজের মতোই রাজ্য সরকার দাবি তুলেছে আবাস যোজনার টাকাও কেন্দ্র দিচ্ছে না । সেই প্রসঙ্গে কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল বলেন, "এ রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম পালটে দিয়ে বাংলার আবাস যোজনা করে দেওয়া হল । এমন হতে পারে? প্রধানমন্ত্রী আবাস যোজনা তো কারও নামে ছিল না । স্বচ্ছভাবে কাজ হলে কেন্দ্রীয় সরকার কারোর টাকা আটকে রাখেনি । নিশ্চয়ই কোন গড়বড় আছে ।"

আরও পড়ুন:

  1. রেশন দুর্নীতিতে গ্রেফতার বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শংকর, ইডির গাড়ি লক্ষ্য করে ইট
  2. তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
  3. শাহজাহানকে 48 ঘণ্টার মধ্যে তাদের হাতে তুলে দিতে হবে, রাজ্যকে নির্দেশ ইডি'র ! দাবি করলেন কুণাল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.