ETV Bharat / state

Body Recovered in Durgapur: সত্যি হল জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ! কাঁকসায় রহস্যমৃত্যু টালিগঞ্জের তরুণের - জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী সত্যি হল (Astrologer Predictions Become True) ৷ দুর্গাপুরে মামার বাড়িতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল কলকাতার টালিগঞ্জের বাসিন্দা তরুণের (Youth Body Recovers in Durgapur) ৷ হাইড্রেনের মধ্যে থেকে ধীরাজ রায় নামে 19 বছরের তরুণের দেহ উদ্ধার হয়েছে ৷

astrologer-predictions-become-true-a-youth-body-recovers-in-durgapur
Astrologer Predictions Become True A Youth Body Recovers in Durgapur
author img

By

Published : Oct 19, 2022, 7:06 PM IST

দুর্গাপুর, 19 অক্টোবর: জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ছিল, মৃত্যুযোগ রয়েছে (Astrologer Predictions Become True) ৷ তাই নিদান হিসাবে বাড়ি থেকে দূরে পাঠানোর কথা বলেছিলেন জ্যোতিষী ৷ কিন্তু, শেষরক্ষা হল না ৷ বুধবার 19 বছরের তরুণ ধীরাজ রায়ের রহস্যময়ভাবে পঁচাগলা দেহ উদ্ধার হল দুর্গাপুরের কাঁকসার খাটপুুকুরে হাইড্রেনের নীচ থেকে (Youth Body Recovers in Durgapur) ৷ ধীরাজ কলকাতার টালিগঞ্জের বাসিন্দা ৷ জ্যোতিষের কথা শুনে তাঁকে দুর্গাপুরে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পরিবারের সদস্যরা ৷

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে ধীরাজের মামার বাড়ির কাছে 19 নম্বর জাতীয় সড়কের পাশে বাঁশকোপার এলএনটি মোড়ে একটি হাইড্রেনের মধ্যে থেকে পঁচা গন্ধ পান স্থানীয়রা ৷ নীচে নেমে দেখা যায়, জলের মধ্যে একটি দেহ ভাসছে ৷ সঙ্গে সঙ্গে কাঁকসা থানায় খবর দেন স্থানীয়রাই ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে (Body Recovered in Durgapur) ৷ হাইড্রেনের নীচ থেকেই উদ্ধার হয় ধীরাজের সাইকেল ৷ পুলিশ ওই তরুণের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশের অনুমান কোনওভাবে সাইকেল নিয়ে হাইড্রেনের ভিতরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তরুণের ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট না-এলে নিশ্চিতভাবে কিছু বলতে চায়নি পুলিশ ৷

কাঁকসায় রহস্যমৃত্যু টালিগঞ্জের তরুণের

আরও পড়ুন: ভদ্রেশ্বরে তরুণের রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক 2 বন্ধু

এই ঘটনায় মৃত ধীরাজের পরিবার জানিয়েছে, রবিবার সাইকেল নিয়ে মামার বাড়ির এলাকায় এক বন্ধুর বাড়িতে যাবেন বলে বেরিয়েছিলেন তিনি ৷ কিন্তু, তার পর থেকে আর ধীরাজের খোঁজ পাওয়া যায়নি ৷ বাড়ির লোকজন বহু খোঁজাখুজি করলেও ধীরাজের কোনও দেখা পাওয়া যায়নি ৷ এ দিন সকালে ধীরাজ রায়ের পঁচাগলা দেহ উদ্ধার হয়েছে ৷ কাঁকসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পুলিশ জ্যোতিষের বিষয়টিও খতিয়ে দেখছে ৷ পাশাপাশি, কোনও অন্তর্ঘাত রয়েছে কি না, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷

দুর্গাপুর, 19 অক্টোবর: জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ছিল, মৃত্যুযোগ রয়েছে (Astrologer Predictions Become True) ৷ তাই নিদান হিসাবে বাড়ি থেকে দূরে পাঠানোর কথা বলেছিলেন জ্যোতিষী ৷ কিন্তু, শেষরক্ষা হল না ৷ বুধবার 19 বছরের তরুণ ধীরাজ রায়ের রহস্যময়ভাবে পঁচাগলা দেহ উদ্ধার হল দুর্গাপুরের কাঁকসার খাটপুুকুরে হাইড্রেনের নীচ থেকে (Youth Body Recovers in Durgapur) ৷ ধীরাজ কলকাতার টালিগঞ্জের বাসিন্দা ৷ জ্যোতিষের কথা শুনে তাঁকে দুর্গাপুরে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পরিবারের সদস্যরা ৷

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে ধীরাজের মামার বাড়ির কাছে 19 নম্বর জাতীয় সড়কের পাশে বাঁশকোপার এলএনটি মোড়ে একটি হাইড্রেনের মধ্যে থেকে পঁচা গন্ধ পান স্থানীয়রা ৷ নীচে নেমে দেখা যায়, জলের মধ্যে একটি দেহ ভাসছে ৷ সঙ্গে সঙ্গে কাঁকসা থানায় খবর দেন স্থানীয়রাই ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে (Body Recovered in Durgapur) ৷ হাইড্রেনের নীচ থেকেই উদ্ধার হয় ধীরাজের সাইকেল ৷ পুলিশ ওই তরুণের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশের অনুমান কোনওভাবে সাইকেল নিয়ে হাইড্রেনের ভিতরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তরুণের ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট না-এলে নিশ্চিতভাবে কিছু বলতে চায়নি পুলিশ ৷

কাঁকসায় রহস্যমৃত্যু টালিগঞ্জের তরুণের

আরও পড়ুন: ভদ্রেশ্বরে তরুণের রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক 2 বন্ধু

এই ঘটনায় মৃত ধীরাজের পরিবার জানিয়েছে, রবিবার সাইকেল নিয়ে মামার বাড়ির এলাকায় এক বন্ধুর বাড়িতে যাবেন বলে বেরিয়েছিলেন তিনি ৷ কিন্তু, তার পর থেকে আর ধীরাজের খোঁজ পাওয়া যায়নি ৷ বাড়ির লোকজন বহু খোঁজাখুজি করলেও ধীরাজের কোনও দেখা পাওয়া যায়নি ৷ এ দিন সকালে ধীরাজ রায়ের পঁচাগলা দেহ উদ্ধার হয়েছে ৷ কাঁকসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পুলিশ জ্যোতিষের বিষয়টিও খতিয়ে দেখছে ৷ পাশাপাশি, কোনও অন্তর্ঘাত রয়েছে কি না, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.