আসানসোল, 16 মে : RPF-দের হাতে নিগৃহীত হচ্ছেন রেলের টিকিট পরীক্ষকরা । এই অভিযোগে আজ আসানসোল স্টেশনে বুকে কালো ব্যাচ পরে বিক্ষোভ দেখালেন টিকিট পরীক্ষকরা । অভিযোগ, কখনও RPF, আবার কখনও রেল পুলিশদের হাতে টিকিট পরীক্ষকদের বারবার নিগৃহীত হতে হয় । আজ টিকিট পরীক্ষকরা নিরাপত্তার দাবি তুলে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন ।
এবিষয়ে আসানসোলের টিকিট পরীক্ষক তনু দত্ত বলেন, "আমাদের নিরাপত্তা দরকার । নিরাপত্তা ছাড়া আমরা কাজ করব না । আমরা প্রশাসনকে জানিয়েছি । প্রশাসন বলেছে চেষ্টা করছি । আমরা প্রশাসনের প্রথম সারির কর্মী । আমরা শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই । তাই আমাদের নিরাপত্তার প্রয়োজন ।"
প্রসঙ্গত, কয়েকদিন আগেই দানাপুর রেল ডিভিশনের টিকিট পরীক্ষক পঙ্কজ কুমার RPF -এর হাতে নিগৃহীত হন । অভিযোগ, পঙ্কজ কুমার শ্রমজীবী এক্সপ্রেসে টিকিট পরীক্ষা করছিলেন । তখন দু'জনের কাছে টিকিট চাইলে তারা নিজেদের জওয়ান বলে পরিচয় দেয় । যদিও তারা নিজেদের কোনও পরিচয়পত্র দেখায় নি । পঙ্কজ কুমার তখন তাদের জরিমানা করতে গেলে তাঁকে দানাপুর স্টেশনে নামিয়ে ওই দুই ব্যক্তি বেধড়ক মারধর করে । বর্তমানে তিনি হাসপাতালে ভরতি ।