ETV Bharat / state

নিরাপত্তার দাবিতে বিক্ষোভ আসানসোলের টিকিট পরীক্ষকদের

TTI তনু দত্ত বলেন, কয়েকদিন আগেই দানাপুর রেল ডিভিশনের TTE পঙ্কজ কুমার RPF -এর হাতে নিগৃহীত হন । আমাদের নিরাপত্তা দরকার । নিরাপত্তা ছাড়া আমরা কাজ করব না ।

টিকিট পরীক্ষকদের বিক্ষোভ
author img

By

Published : May 16, 2019, 11:28 PM IST

Updated : May 16, 2019, 11:35 PM IST

আসানসোল, 16 মে : RPF-দের হাতে নিগৃহীত হচ্ছেন রেলের টিকিট পরীক্ষকরা । এই অভিযোগে আজ আসানসোল স্টেশনে বুকে কালো ব্যাচ পরে বিক্ষোভ দেখালেন টিকিট পরীক্ষকরা । অভিযোগ, কখনও RPF, আবার কখনও রেল পুলিশদের হাতে টিকিট পরীক্ষকদের বারবার নিগৃহীত হতে হয় । আজ টিকিট পরীক্ষকরা নিরাপত্তার দাবি তুলে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন ।

এবিষয়ে আসানসোলের টিকিট পরীক্ষক তনু দত্ত বলেন, "আমাদের নিরাপত্তা দরকার । নিরাপত্তা ছাড়া আমরা কাজ করব না । আমরা প্রশাসনকে জানিয়েছি । প্রশাসন বলেছে চেষ্টা করছি । আমরা প্রশাসনের প্রথম সারির কর্মী । আমরা শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই । তাই আমাদের নিরাপত্তার প্রয়োজন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রসঙ্গত, কয়েকদিন আগেই দানাপুর রেল ডিভিশনের টিকিট পরীক্ষক পঙ্কজ কুমার RPF -এর হাতে নিগৃহীত হন । অভিযোগ, পঙ্কজ কুমার শ্রমজীবী এক্সপ্রেসে টিকিট পরীক্ষা করছিলেন । তখন দু'জনের কাছে টিকিট চাইলে তারা নিজেদের জওয়ান বলে পরিচয় দেয় । যদিও তারা নিজেদের কোনও পরিচয়পত্র দেখায় নি । পঙ্কজ কুমার তখন তাদের জরিমানা করতে গেলে তাঁকে দানাপুর স্টেশনে নামিয়ে ওই দুই ব্যক্তি বেধড়ক মারধর করে । বর্তমানে তিনি হাসপাতালে ভরতি ।

আসানসোল, 16 মে : RPF-দের হাতে নিগৃহীত হচ্ছেন রেলের টিকিট পরীক্ষকরা । এই অভিযোগে আজ আসানসোল স্টেশনে বুকে কালো ব্যাচ পরে বিক্ষোভ দেখালেন টিকিট পরীক্ষকরা । অভিযোগ, কখনও RPF, আবার কখনও রেল পুলিশদের হাতে টিকিট পরীক্ষকদের বারবার নিগৃহীত হতে হয় । আজ টিকিট পরীক্ষকরা নিরাপত্তার দাবি তুলে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন ।

এবিষয়ে আসানসোলের টিকিট পরীক্ষক তনু দত্ত বলেন, "আমাদের নিরাপত্তা দরকার । নিরাপত্তা ছাড়া আমরা কাজ করব না । আমরা প্রশাসনকে জানিয়েছি । প্রশাসন বলেছে চেষ্টা করছি । আমরা প্রশাসনের প্রথম সারির কর্মী । আমরা শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই । তাই আমাদের নিরাপত্তার প্রয়োজন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রসঙ্গত, কয়েকদিন আগেই দানাপুর রেল ডিভিশনের টিকিট পরীক্ষক পঙ্কজ কুমার RPF -এর হাতে নিগৃহীত হন । অভিযোগ, পঙ্কজ কুমার শ্রমজীবী এক্সপ্রেসে টিকিট পরীক্ষা করছিলেন । তখন দু'জনের কাছে টিকিট চাইলে তারা নিজেদের জওয়ান বলে পরিচয় দেয় । যদিও তারা নিজেদের কোনও পরিচয়পত্র দেখায় নি । পঙ্কজ কুমার তখন তাদের জরিমানা করতে গেলে তাঁকে দানাপুর স্টেশনে নামিয়ে ওই দুই ব্যক্তি বেধড়ক মারধর করে । বর্তমানে তিনি হাসপাতালে ভরতি ।

Intro:RPF দের হাতে নিগৃহীত হচ্ছে রেলের টিকিট পরীক্ষকরা। সম্প্রতি ঘটে যাওয়া এরকম একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আসানসোল স্টেশনে কালো ব্যাজ এঁটে বিক্ষোভ দেখাল রেল টিকিট পরীক্ষকরা। যদিও তারা কাজে যোগ দিয়েই, নিজের নিজের দায়িত্ব পালন করে এই বিক্ষোভে সামিল হয়।Body:জানা গেছে কয়েকদিন আগেই দানাপুর রেল ডিভিশিনের TTE পঙ্কজ কুমার RPF দ্বারা নিগৃহিত হয়েছিলেন।শ্রমজীবি এক্সপ্রেসে টিকিট পরীক্ষা করছিলেন তিনি। দুই RPF জওয়ানের কাছে টিকিট চাইলে, তারা নিজেদের জওয়ান বলে পরিচয় দেয়। কিন্তু কোন পরিচয় পত্র তারা দেখায় নি। দায়িত্বপ্রাপ্ত ওই TTE এরপর ফাইন করতে গেলে দানাপুর স্টেশনে নামিয়ে ওই দুই জওয়ান বেধড়ক মারধর করে ওই TTE কে। বর্তমানে ওই TTE হাসপাতালে চিকিৎসাধীন ৷
তবে এই ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। TTE দের অভিযোগ প্রায় এই ধরনের নিগ্রহের ঘটনা ঘটতেই থাকে। কখনও RPF কখনও বা রেল পুলিশ রেল TTE দের নিগৃহীত করে থাকে। আর তাই নিরাপত্তার দাবিতে এই আন্দোলনে যোগ দেয় আজ রেল টিকিট পরীক্ষকরা। তাদের দাবি টিকিট পরীক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবি তুলে বুকে কালো ব্যাজ এঁটে কাজে যোগ দিয়েই বিক্ষোভে সামিল হল আসানসোল রেল ডিভিশনের TTE রা।



Conclusion:
Last Updated : May 16, 2019, 11:35 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.