ETV Bharat / state

ISC Result 2023: আইএসসি'তে রাজ্যে পঞ্চম স্থান আসানসোলের সুমন্ত'র - আইএসসিইতে রাজ্যে পঞ্চম স্থান আসানসোলের পড়ুয়া

রবিবার প্রকাশিত হয়েছে আইসিএসই-আইএসসি পরীক্ষার ফল ৷ আইসিএসই'তে রাজ্যে পঞ্চম হয়েছে আসানসোল সেন্ট প্যাট্রিক্স স্কুলের সুমন্তসারথী রায় ।

Etv Bharat
সুমন্তসারথী রায়
author img

By

Published : May 14, 2023, 11:01 PM IST

Updated : May 15, 2023, 9:46 AM IST

আসানসোল, 14 মে: আইসএসসি পরীক্ষায় রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করল আসানসোল সেন্ট প্যাট্রিক্স স্কুলের ছাত্র সুমন্তসারথী রায় । সুমন্ত'র প্রাপ্ত নম্বর 395 । সে 98.75 শতাংশ নম্বর পেয়ে আইএসসি পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে । সুমন্ত'র এই সাফল্যে গর্বিত তার পরিবার থেকে শুরু করে স্কুলের প্রিন্সিপাল নাইজেল মাইকেল ডিসুজা ।

আসানসোলের কোর্ট মোড় এলাকার বাসিন্দা সুমন্তসারথী রায় । সুমন্ত'র বাবা তীর্থনাথ রায় ব্যবসায়ী । সিমেন্টের ডিলারশিপ রয়েছে তাঁর । সুমন্তর মা সীমা রায় বার্নপুরের সাঁতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা । আইএসসি সুমন্ত অঙ্কে 100 এর মধ্যে 100 পেয়েছে । ফিজিক্সে 99, বায়োলজি এবং ইংরেজিতে পেয়েছে 98 করে পেয়েছে ৷ কেমিস্ট্রিতে কৃতী এই ছাত্র পেয়েছে 97 নম্বর ।

আগামী দিনের ডাক্তারি পড়তে চায় সুমন্তসারথী । সুমন্তর বাবা তীর্থনাথ রায় বলেন,"ছোট থেকেই ছেলে মেধাবী । আমরা আশা করেছিলাম কিছু একটা র‍্যাঙ্ক সুমন্তসারথী করবেই । ও আমাদের মুখ রেখেছে ।" সুমন্ত সারথীর মা সীমা রায় বলেন,"আমি যতটা সম্ভব পেরেছি ওর পাশে থেকেছি । তবে পড়াশোনায় ওর প্রচন্ড উৎসাহ । ও নিজে নিজেই পড়তে খুব ভালোবাসে । এছাড়াও ওর স্কুলের একটা বিরাট সমর্থন ছিল ওর সঙ্গে ।"

4 জন গৃহশিক্ষক রয়েছে এই কৃতী ছাত্রের ৷ পরীক্ষার আগে তাঁদের সহায়তাও পেয়েছে শিক্ষকদেরও সহায়তা পেয়েছে সুমন্ত সারথী । সুমন্ত সারথী নিজেও জানিয়েছে, স্কুলের প্রত্যেকটি শিক্ষক-শিক্ষিকা তাকে সবরকমভাবে সাহায্য করেছে ৷ পঠন-পাঠন থেকে শুরু করে সব বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তার পাশে ছিল । প্রিন্সিপাল স্যারের অনুপ্রেরণা তাকে ভালো ফলাফল করতে এবং লক্ষ্য স্থির থাকতে সাহায্য করেছে বলে জানিয়েছে এই কৃতী ছাত্র । অবসর সময়ে ছবি আঁকতে ভালোবাসে সুমন্তসারথী । গান শুনতে ভালোবাসে সে । তার প্রিয় গায়ক অরিজিৎ সিং । অবসর সময় প্রায় অরিজিৎ সিংয়ের গান শুনে তার সময় কাটে । এছাড়াও হলিউডের সিনেমা দেখতে ভালোবাসে সে ৷

আরও পড়ুন: আইসিএসই-তে দেশে প্রথম পূর্ব বর্ধমানের সম্বিত, সাফল্যে গর্বিত স্কুলের প্রধান

আসানসোল, 14 মে: আইসএসসি পরীক্ষায় রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করল আসানসোল সেন্ট প্যাট্রিক্স স্কুলের ছাত্র সুমন্তসারথী রায় । সুমন্ত'র প্রাপ্ত নম্বর 395 । সে 98.75 শতাংশ নম্বর পেয়ে আইএসসি পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে । সুমন্ত'র এই সাফল্যে গর্বিত তার পরিবার থেকে শুরু করে স্কুলের প্রিন্সিপাল নাইজেল মাইকেল ডিসুজা ।

আসানসোলের কোর্ট মোড় এলাকার বাসিন্দা সুমন্তসারথী রায় । সুমন্ত'র বাবা তীর্থনাথ রায় ব্যবসায়ী । সিমেন্টের ডিলারশিপ রয়েছে তাঁর । সুমন্তর মা সীমা রায় বার্নপুরের সাঁতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা । আইএসসি সুমন্ত অঙ্কে 100 এর মধ্যে 100 পেয়েছে । ফিজিক্সে 99, বায়োলজি এবং ইংরেজিতে পেয়েছে 98 করে পেয়েছে ৷ কেমিস্ট্রিতে কৃতী এই ছাত্র পেয়েছে 97 নম্বর ।

আগামী দিনের ডাক্তারি পড়তে চায় সুমন্তসারথী । সুমন্তর বাবা তীর্থনাথ রায় বলেন,"ছোট থেকেই ছেলে মেধাবী । আমরা আশা করেছিলাম কিছু একটা র‍্যাঙ্ক সুমন্তসারথী করবেই । ও আমাদের মুখ রেখেছে ।" সুমন্ত সারথীর মা সীমা রায় বলেন,"আমি যতটা সম্ভব পেরেছি ওর পাশে থেকেছি । তবে পড়াশোনায় ওর প্রচন্ড উৎসাহ । ও নিজে নিজেই পড়তে খুব ভালোবাসে । এছাড়াও ওর স্কুলের একটা বিরাট সমর্থন ছিল ওর সঙ্গে ।"

4 জন গৃহশিক্ষক রয়েছে এই কৃতী ছাত্রের ৷ পরীক্ষার আগে তাঁদের সহায়তাও পেয়েছে শিক্ষকদেরও সহায়তা পেয়েছে সুমন্ত সারথী । সুমন্ত সারথী নিজেও জানিয়েছে, স্কুলের প্রত্যেকটি শিক্ষক-শিক্ষিকা তাকে সবরকমভাবে সাহায্য করেছে ৷ পঠন-পাঠন থেকে শুরু করে সব বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তার পাশে ছিল । প্রিন্সিপাল স্যারের অনুপ্রেরণা তাকে ভালো ফলাফল করতে এবং লক্ষ্য স্থির থাকতে সাহায্য করেছে বলে জানিয়েছে এই কৃতী ছাত্র । অবসর সময়ে ছবি আঁকতে ভালোবাসে সুমন্তসারথী । গান শুনতে ভালোবাসে সে । তার প্রিয় গায়ক অরিজিৎ সিং । অবসর সময় প্রায় অরিজিৎ সিংয়ের গান শুনে তার সময় কাটে । এছাড়াও হলিউডের সিনেমা দেখতে ভালোবাসে সে ৷

আরও পড়ুন: আইসিএসই-তে দেশে প্রথম পূর্ব বর্ধমানের সম্বিত, সাফল্যে গর্বিত স্কুলের প্রধান

Last Updated : May 15, 2023, 9:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.