ETV Bharat / state

Asansol Stampede: পদপিষ্ট হয়ে মৃত্যুতে জিতেন্দ্র-চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের, নাম নেই শুভেন্দুর - Asansol News

পদপিষ্ট হয়ে মৃত্যুর (Asansol Stampede) ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) ও চৈতালি তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ দায়ের হল আসানসোল উত্তর থানায় ৷ সেই অভিযোগ পত্রে নাম নেই শুভেন্দু অধিকারীর ৷

asansol-stampede-complaint-filed-against-jitendra-tiwari-and-chaitali-tiwari
পদপিষ্ট হয়ে মৃত্যুতে জিতেন্দ্র-চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের, নাম নেই শুভেন্দুর
author img

By

Published : Dec 16, 2022, 12:51 PM IST

Updated : Dec 16, 2022, 6:17 PM IST

পদপিষ্ট হয়ে মৃত্যুতে জিতেন্দ্র-চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের, নাম নেই শুভেন্দুর

আসানসোল, 16 ডিসেম্বর: কম্বল বিতরণকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে (Asansol Stampede) তিনজনের মৃত্যুর ঘটনায় আসানসোল উত্তর থানায় জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari), চৈতালি তিওয়ারি (Chaitali Tiwari)-সহ বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল ৷ অভিযোগ করেছেন এই ঘটনায় মৃত ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি । যদিও এই অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নেই । পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম ।

গত বুধবার আসানসোলের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল অঞ্চলে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হয় বলে জানা গিয়েছে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু অধিকারী কয়েকটি কম্বল বিতরণ করে অনুষ্ঠানস্থল ছাড়ার পরেই কম্বল নিতে হুড়োহুড়ি লেগে যায় মানুষের । আর তার ফলেই পদপিষ্ট হন 9 জন । তাঁদের মধ্যে একজন কিশোরী-সহ দুই মহিলার মৃত্যু হয়েছে । আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 6 জন । এই ঘটনার পরেই রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় হয় । অভিযোগ ওঠে ছোট জায়গার মধ্যে এতজন মানুষকে নিয়ে আসার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে ।

আরও পড়ুন: কম্বল নিতে গিয়ে পদপিষ্ট প্রীতির দেহ এল গ্রামে, কান্নায় ভেঙে পড়ল এলাকা

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পশ্চিম অভিষেক মোদির নেতৃত্বে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে । গতকাল সেই তদন্তের রিপোর্ট জমা পড়েছে । অন্যদিকে, আসানসোল উত্তর থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন মৃত ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি । তাঁর অভিযোগ পত্রে অভিযুক্ত হিসেবে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী ও বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি এবং বেশ কয়েকজন বিজেপি কর্মীর নাম আছে । যদিও এই অভিযোগ পত্রে শুভেন্দু অধিকারীর নাম নেই । এ বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, "গরিবদের কম্বল বিতরণের অনুষ্ঠানে একটা দুর্ঘটনা ঘটেছে ৷ আর সেই মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে ৷ আমি বিরোধী দলের বলে এই অভিযোগ করা হয়েছে ৷ রাজনৈতিক ভাবে পেরে উঠছে না বলেই এ ভাবে আমাকে জব্দ করতে চাইছে ৷ এর মুখোমুখি হতে হবে ৷"

অন্যদিকে, এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম । শুক্রবার তাঁদের আদালতে তোলা হবে ।

পদপিষ্ট হয়ে মৃত্যুতে জিতেন্দ্র-চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের, নাম নেই শুভেন্দুর

আসানসোল, 16 ডিসেম্বর: কম্বল বিতরণকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে (Asansol Stampede) তিনজনের মৃত্যুর ঘটনায় আসানসোল উত্তর থানায় জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari), চৈতালি তিওয়ারি (Chaitali Tiwari)-সহ বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল ৷ অভিযোগ করেছেন এই ঘটনায় মৃত ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি । যদিও এই অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নেই । পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম ।

গত বুধবার আসানসোলের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল অঞ্চলে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হয় বলে জানা গিয়েছে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু অধিকারী কয়েকটি কম্বল বিতরণ করে অনুষ্ঠানস্থল ছাড়ার পরেই কম্বল নিতে হুড়োহুড়ি লেগে যায় মানুষের । আর তার ফলেই পদপিষ্ট হন 9 জন । তাঁদের মধ্যে একজন কিশোরী-সহ দুই মহিলার মৃত্যু হয়েছে । আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 6 জন । এই ঘটনার পরেই রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় হয় । অভিযোগ ওঠে ছোট জায়গার মধ্যে এতজন মানুষকে নিয়ে আসার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে ।

আরও পড়ুন: কম্বল নিতে গিয়ে পদপিষ্ট প্রীতির দেহ এল গ্রামে, কান্নায় ভেঙে পড়ল এলাকা

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পশ্চিম অভিষেক মোদির নেতৃত্বে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে । গতকাল সেই তদন্তের রিপোর্ট জমা পড়েছে । অন্যদিকে, আসানসোল উত্তর থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন মৃত ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি । তাঁর অভিযোগ পত্রে অভিযুক্ত হিসেবে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী ও বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি এবং বেশ কয়েকজন বিজেপি কর্মীর নাম আছে । যদিও এই অভিযোগ পত্রে শুভেন্দু অধিকারীর নাম নেই । এ বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, "গরিবদের কম্বল বিতরণের অনুষ্ঠানে একটা দুর্ঘটনা ঘটেছে ৷ আর সেই মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে ৷ আমি বিরোধী দলের বলে এই অভিযোগ করা হয়েছে ৷ রাজনৈতিক ভাবে পেরে উঠছে না বলেই এ ভাবে আমাকে জব্দ করতে চাইছে ৷ এর মুখোমুখি হতে হবে ৷"

অন্যদিকে, এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম । শুক্রবার তাঁদের আদালতে তোলা হবে ।

Last Updated : Dec 16, 2022, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.