ETV Bharat / state

Leaf Art: লিফ আর্টে প্রিয় ফুটবলারদের সম্মান জ্ঞাপন আসানসোলের শিক্ষকের - আসানসোলের খবর

বিশ্বকাপ (FIFA World Cup Qatar 2022) চলাকালীন গাছের পাতায় প্রিয় ফুটবলারদের মুখাবয়ব ফুটিয়ে তুলছেন (Leaf Art) আসানসোলের (Asansol) শিক্ষক রূপম মুখোপাধ্যায় ৷ কীভাবে শুরু হল তাঁর এই 'জার্নি' ?

Asansol school teacher doing Leaf Art to show respect for Football Players during FIFA World Cup Qatar 2022
Leaf Art: লিফ আর্টে প্রিয় ফুটবলারদের সম্মান জ্ঞাপন আসানসোলের শিক্ষকের
author img

By

Published : Nov 30, 2022, 5:28 PM IST

আসানসোল, 30 নভেম্বর: বিশ্বকাপ (FIFA World Cup Qatar 2022) জ্বরে মেতে উঠেছে সারা পৃথিবী ৷ একের পর এক খেলার ফলাফল যেভাবে ঘেঁটে দিচ্ছে 'হিসাবের' চেনা ছক, তাতে শেষমেশ সেরার সেরা কোন দেশ হবে, তা নিয়ে বিভ্রান্ত ফুটবলপ্রেমীরা ৷ তবে, প্রিয় ফুটবলারদের জন্য আবেগে ভাসা, রাত জেগে ফুটবল দেখা চলছেই ৷ প্রতিবার বিশ্বকাপ এলেই দেখা যায় প্রিয় ফুটবলারের আদলে অনেকে চুলে রং করেন ৷ বদলে ফেলেন 'হেয়ার স্টাইল' ৷ কেউ আবার বিশ্বকাপ মরশুমে প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে রাখেন ৷ আরও নানাভাবে প্রিয় দল ও খেলোয়ারদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানান ফুটবলপ্রেমীরা ৷

পশ্চিম বর্ধমানে আসানসোলের (Asansol) বার্নপুর রোডের ডলিলজ এলাকার বাসিন্দা রূপম মুখোপাধ্যায় ৷ তিনি তাঁর প্রিয় ফুটবলারদের শ্রদ্ধা জানাচ্ছেন এক ব্যতিক্রমী শিল্পের মাধ্যমে ৷ 'লিফ আর্ট' (Leaf Art) বা গাছের পাতা 'খোদাই' করে প্রিয় ফুটবলারদের মুখ ফুটিয়ে তুলছেন রূপম ৷ তারপর সেই ছবি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে পোষ্ট করছেন তিনি ৷ ট্যাগ করছেন সেইসব আইকনদের ৷ তাঁদের কাছ থেকে মিলছে প্রত্যুত্তরও ৷

আরও পড়ুন: আর্জেন্তিনার হারে কান্না, কেরলের খুদে এবার কাতার যাচ্ছে আইডল মেসির ম্যাচ দেখতে

রূপম মুখোপাধ্যায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক ৷ ছোট থেকেই ছবি আঁকা, কবিতা লেখা, কুইজে অংশ নেওয়া-সহ বিভিন্ন বিষয়ে তাঁর প্রবল উৎসাহ। করোনাকালে ঘরবন্দি থাকাকালীন 'লিফ আর্ট' রপ্ত করেন রূপম ৷ আর প্রথম চেষ্টাতেই হয় বাজিমাত ! অভিনেতা সোনু সুদের একটি 'লিফ আর্ট' তৈরি তাঁকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন শিল্পী ৷ টুইটারে সোনু সুদ নিজে সেই শিল্প দেখে খুব খুশি হয়েছিলেন ৷ রূপমকে পালটা ধন্যবাদও জানিয়েছিলেন তিনি ৷ সেই থেকে শুরু ৷ আর এখন বিশ্বকাপের মরশুমে রূপম ব্যস্ত রয়েছেন প্রিয় ফুটবলারদের 'লিফ আর্ট' তৈরি করতে ৷ অবসর সময় প্রায় প্রতিদিনই গাছের পাতা সংগ্রহ করতে বের হন এই তরুণ ৷ তারপর সেই পাতায় ফুটিয়ে তোলেন মেসি, নেইমারদের মুখ ৷

লিফ আর্টে প্রিয় ফুটবলারদের সম্মান

ইটিভি ভারতের প্রতিনিধিকে রূপম বলেন, "আমার প্রিয় দল পর্তুগাল ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমার প্রিয় ফুটবলার ৷ গাছের পাতায় তাঁর ছবিও বানিয়েছি ৷ এছাড়া মহম্মদ সালহা, লিওনেল মেসি, সাদিও মানা-সহ বিভিন্ন ফুটবলারের লিফ আর্ট করেছি ৷ লিফ আর্ট বানিয়ে তাঁদের ট্যাগ করে আমি টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছি ৷ তাঁরা অনেকেই আমাকে 'লাইক' করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন ৷ এভাবেই আমি আমার প্রিয় ফুটবলারদের ভালোবাসা আর সম্মান জানাচ্ছি ৷"

তবে শুধু ফুটবলাররাই নন, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির মুখ লিফ আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রুপম ৷ বর্তমানে 100 জন বিদেশি পপ আর্টিস্টের লিফ আর্ট তৈরি করছেন তিনি ৷ একটি বিদেশি প্রজেক্টের আওতায় এই কাজ করছেন রূপম ৷ তিনি জানিয়েছেন, এই লিফ আর্টগুলি দিয়ে একটি বই হবে ৷ যা লন্ডন বা নিউইয়র্ক থেকে প্রকাশ করা হবে ৷

আসানসোল, 30 নভেম্বর: বিশ্বকাপ (FIFA World Cup Qatar 2022) জ্বরে মেতে উঠেছে সারা পৃথিবী ৷ একের পর এক খেলার ফলাফল যেভাবে ঘেঁটে দিচ্ছে 'হিসাবের' চেনা ছক, তাতে শেষমেশ সেরার সেরা কোন দেশ হবে, তা নিয়ে বিভ্রান্ত ফুটবলপ্রেমীরা ৷ তবে, প্রিয় ফুটবলারদের জন্য আবেগে ভাসা, রাত জেগে ফুটবল দেখা চলছেই ৷ প্রতিবার বিশ্বকাপ এলেই দেখা যায় প্রিয় ফুটবলারের আদলে অনেকে চুলে রং করেন ৷ বদলে ফেলেন 'হেয়ার স্টাইল' ৷ কেউ আবার বিশ্বকাপ মরশুমে প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে রাখেন ৷ আরও নানাভাবে প্রিয় দল ও খেলোয়ারদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানান ফুটবলপ্রেমীরা ৷

পশ্চিম বর্ধমানে আসানসোলের (Asansol) বার্নপুর রোডের ডলিলজ এলাকার বাসিন্দা রূপম মুখোপাধ্যায় ৷ তিনি তাঁর প্রিয় ফুটবলারদের শ্রদ্ধা জানাচ্ছেন এক ব্যতিক্রমী শিল্পের মাধ্যমে ৷ 'লিফ আর্ট' (Leaf Art) বা গাছের পাতা 'খোদাই' করে প্রিয় ফুটবলারদের মুখ ফুটিয়ে তুলছেন রূপম ৷ তারপর সেই ছবি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে পোষ্ট করছেন তিনি ৷ ট্যাগ করছেন সেইসব আইকনদের ৷ তাঁদের কাছ থেকে মিলছে প্রত্যুত্তরও ৷

আরও পড়ুন: আর্জেন্তিনার হারে কান্না, কেরলের খুদে এবার কাতার যাচ্ছে আইডল মেসির ম্যাচ দেখতে

রূপম মুখোপাধ্যায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক ৷ ছোট থেকেই ছবি আঁকা, কবিতা লেখা, কুইজে অংশ নেওয়া-সহ বিভিন্ন বিষয়ে তাঁর প্রবল উৎসাহ। করোনাকালে ঘরবন্দি থাকাকালীন 'লিফ আর্ট' রপ্ত করেন রূপম ৷ আর প্রথম চেষ্টাতেই হয় বাজিমাত ! অভিনেতা সোনু সুদের একটি 'লিফ আর্ট' তৈরি তাঁকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন শিল্পী ৷ টুইটারে সোনু সুদ নিজে সেই শিল্প দেখে খুব খুশি হয়েছিলেন ৷ রূপমকে পালটা ধন্যবাদও জানিয়েছিলেন তিনি ৷ সেই থেকে শুরু ৷ আর এখন বিশ্বকাপের মরশুমে রূপম ব্যস্ত রয়েছেন প্রিয় ফুটবলারদের 'লিফ আর্ট' তৈরি করতে ৷ অবসর সময় প্রায় প্রতিদিনই গাছের পাতা সংগ্রহ করতে বের হন এই তরুণ ৷ তারপর সেই পাতায় ফুটিয়ে তোলেন মেসি, নেইমারদের মুখ ৷

লিফ আর্টে প্রিয় ফুটবলারদের সম্মান

ইটিভি ভারতের প্রতিনিধিকে রূপম বলেন, "আমার প্রিয় দল পর্তুগাল ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমার প্রিয় ফুটবলার ৷ গাছের পাতায় তাঁর ছবিও বানিয়েছি ৷ এছাড়া মহম্মদ সালহা, লিওনেল মেসি, সাদিও মানা-সহ বিভিন্ন ফুটবলারের লিফ আর্ট করেছি ৷ লিফ আর্ট বানিয়ে তাঁদের ট্যাগ করে আমি টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছি ৷ তাঁরা অনেকেই আমাকে 'লাইক' করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন ৷ এভাবেই আমি আমার প্রিয় ফুটবলারদের ভালোবাসা আর সম্মান জানাচ্ছি ৷"

তবে শুধু ফুটবলাররাই নন, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির মুখ লিফ আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রুপম ৷ বর্তমানে 100 জন বিদেশি পপ আর্টিস্টের লিফ আর্ট তৈরি করছেন তিনি ৷ একটি বিদেশি প্রজেক্টের আওতায় এই কাজ করছেন রূপম ৷ তিনি জানিয়েছেন, এই লিফ আর্টগুলি দিয়ে একটি বই হবে ৷ যা লন্ডন বা নিউইয়র্ক থেকে প্রকাশ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.