ETV Bharat / state

U19 Asian Shooting Championships: অনুর্ধ্ব-19 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ আসানসোলের অভিনবের - অনুর্ধ্ব 19 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ

Avhinav Shaw Wins Bronze Medal at U19 Asian Shooting Championships: অনুর্ধ্ব-19 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতল আসানসোলের অভিনব সাউ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 7:51 PM IST

অনুর্ধ্ব-19 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে আসানসোলে ফিরল অভিনব সাউ

আসানসোল, 31 অক্টোবর: অনুর্ধ্ব-19 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ফিরল আসানসোলের অভিনব সাউ ৷ দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে গত 27 অক্টোবর অনুর্ধ্ব-19 বিভাগে 10 মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছে 15 বছরের অভিনব ৷ সোনা ও রুপোর পদক জিতেছে চিনের দুই প্রতিযোগী ৷ আজ সকালে দিল্লি থেকে ট্রেনে বাবা-মায়ের সঙ্গে আসানসোলে ফিরেছে অভিনব ৷ অনুর্ধ্ব-19 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতা 21 অক্টোবর থেকে শুরু হয়েছে ৷ চলবে 1 নভেম্বর পর্যন্ত ৷

রূপেশ সাউ, পেশায় গৃহ শিক্ষক ৷ তাঁর স্বপ্ন ছিল আন্তর্জাতিক মানের শুটার হওয়া ৷ কিন্তু, পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকায়, সেই স্বপ্নপূরণ হয়নি রূপেশ সাউয়ের ৷ তবে, ছেলে অভিনবের মধ্যে দিয়ে সেই স্বপ্নকে বাঁচছেন তিনি ৷ ‘অভিনব’, এই নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের গর্ব ৷ প্রথম কোনও ভারতীয় যিনি অলিম্পিকসের মঞ্চে সিঙ্গল ইভেন্টে প্রথমবার ভারতকে সোনা জিতিয়েছিলেন ৷ সেই অভিনব বিন্দ্রার নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই, রূপেশ তাঁর ছেলের নাম রেখেছিলেন অভিনব ৷

সেখানেও একটি কাহিনী রয়েছে ৷ 2008 বেজিং অলিম্পিকসে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা ৷ ঠিক সেই সময়ই রূপেশ সাউয়ের ছেলের জন্ম হয় ৷ আর ঠিক সেই কারণেই রূপেশ ছেলের নাম রাখেন অভিনব ৷ স্বপ্ন ছিল তাঁর ছেলেও বড় হয়ে ভারতকে পদক এনে দেবেন আন্তর্জাতিক মঞ্চে ৷ মাত্র 15 বছর বয়সেই রূপেশের সেই স্বপ্নপূরণ শুরু করেছে ছেলে অভিনব সাউ ৷ অনুর্ধ্ব-19 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের 10 মিটার এয়ার রাইফেল বিভাগে ব্রোঞ্জ অভিনবের শুটিং কেরিয়ারের 50 তম পদক ৷

আরও পড়ুন: হাত নেই, পা দিয়েই লক্ষ্যভেদ! ফিরে দেখা 'আজকের একলব্য' শীতল দেবীর জীবনের গল্প

2023 সালে জার্মানিতে আয়োজিত জুনিয়র শুটিং বিশ্বকাপে অভিনব একটি সোনা ও 1টি রুপোর পদক জিতেছে ৷ আর দক্ষিণ কোরিয়াতে আয়োজিত জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে 2টি সোনার পদক জিতেছে একাদশ শ্রেণির এই পড়ুয়া ৷ আসানসোল রাইফেল ক্লাবে ছোটবেলা থেকে প্রশিক্ষণ নিচ্ছে অভিনব ৷ বাবার হাত ধরেই সেখানে প্রথম গিয়েছিল সে ৷ বর্তমানে সেখানেই নিয়মিত অনুশীলন করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পুরস্কার জয়ী এই শুটার ৷

অভিনব পদক জিতে আসানসোলে ফিরতেই উৎসবের চেহারা নিয়েছে, তাঁর পাড়া ও বাড়িতে ৷ রূপেশ সাউ বলেন, ‘‘এশিয়ান চ্যাম্পিয়নশিপ খুব বড়মানের প্রতিযোগিতা ৷ চার বছর পরপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ ঠিক অলিম্পিকসের আগেই প্রতিযোগিতা হয় ৷ খুব কঠিন প্রতিযোগিতা ছিল ৷ সেখান থেকে অভিনব ব্রোঞ্জ জিতেছে ৷’’

আরও পড়ুন: প্যারা এশিয়াডে সোনাজয়ী শীতল দেবীকে গাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার

ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভিকে ঢল জানিয়েছেন, ‘‘আসানসোল রাইফেল ক্লাব এবং পুরো রাজ্যের জন্য খুব গর্বের মুহূর্ত ৷ অভিনব আরও উন্নতি করুক, এটাই আমরা চাইব ৷’’ আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলের ছাত্র অভিনব ৷ স্কুলের প্রিন্সিপাল রবি ভিক্টর অভিনবকে অভিনন্দন ও আগামীর শুভেচ্ছা জানিয়েছেন ৷

অনুর্ধ্ব-19 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে আসানসোলে ফিরল অভিনব সাউ

আসানসোল, 31 অক্টোবর: অনুর্ধ্ব-19 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ফিরল আসানসোলের অভিনব সাউ ৷ দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে গত 27 অক্টোবর অনুর্ধ্ব-19 বিভাগে 10 মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছে 15 বছরের অভিনব ৷ সোনা ও রুপোর পদক জিতেছে চিনের দুই প্রতিযোগী ৷ আজ সকালে দিল্লি থেকে ট্রেনে বাবা-মায়ের সঙ্গে আসানসোলে ফিরেছে অভিনব ৷ অনুর্ধ্ব-19 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতা 21 অক্টোবর থেকে শুরু হয়েছে ৷ চলবে 1 নভেম্বর পর্যন্ত ৷

রূপেশ সাউ, পেশায় গৃহ শিক্ষক ৷ তাঁর স্বপ্ন ছিল আন্তর্জাতিক মানের শুটার হওয়া ৷ কিন্তু, পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকায়, সেই স্বপ্নপূরণ হয়নি রূপেশ সাউয়ের ৷ তবে, ছেলে অভিনবের মধ্যে দিয়ে সেই স্বপ্নকে বাঁচছেন তিনি ৷ ‘অভিনব’, এই নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের গর্ব ৷ প্রথম কোনও ভারতীয় যিনি অলিম্পিকসের মঞ্চে সিঙ্গল ইভেন্টে প্রথমবার ভারতকে সোনা জিতিয়েছিলেন ৷ সেই অভিনব বিন্দ্রার নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই, রূপেশ তাঁর ছেলের নাম রেখেছিলেন অভিনব ৷

সেখানেও একটি কাহিনী রয়েছে ৷ 2008 বেজিং অলিম্পিকসে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা ৷ ঠিক সেই সময়ই রূপেশ সাউয়ের ছেলের জন্ম হয় ৷ আর ঠিক সেই কারণেই রূপেশ ছেলের নাম রাখেন অভিনব ৷ স্বপ্ন ছিল তাঁর ছেলেও বড় হয়ে ভারতকে পদক এনে দেবেন আন্তর্জাতিক মঞ্চে ৷ মাত্র 15 বছর বয়সেই রূপেশের সেই স্বপ্নপূরণ শুরু করেছে ছেলে অভিনব সাউ ৷ অনুর্ধ্ব-19 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের 10 মিটার এয়ার রাইফেল বিভাগে ব্রোঞ্জ অভিনবের শুটিং কেরিয়ারের 50 তম পদক ৷

আরও পড়ুন: হাত নেই, পা দিয়েই লক্ষ্যভেদ! ফিরে দেখা 'আজকের একলব্য' শীতল দেবীর জীবনের গল্প

2023 সালে জার্মানিতে আয়োজিত জুনিয়র শুটিং বিশ্বকাপে অভিনব একটি সোনা ও 1টি রুপোর পদক জিতেছে ৷ আর দক্ষিণ কোরিয়াতে আয়োজিত জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে 2টি সোনার পদক জিতেছে একাদশ শ্রেণির এই পড়ুয়া ৷ আসানসোল রাইফেল ক্লাবে ছোটবেলা থেকে প্রশিক্ষণ নিচ্ছে অভিনব ৷ বাবার হাত ধরেই সেখানে প্রথম গিয়েছিল সে ৷ বর্তমানে সেখানেই নিয়মিত অনুশীলন করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পুরস্কার জয়ী এই শুটার ৷

অভিনব পদক জিতে আসানসোলে ফিরতেই উৎসবের চেহারা নিয়েছে, তাঁর পাড়া ও বাড়িতে ৷ রূপেশ সাউ বলেন, ‘‘এশিয়ান চ্যাম্পিয়নশিপ খুব বড়মানের প্রতিযোগিতা ৷ চার বছর পরপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ ঠিক অলিম্পিকসের আগেই প্রতিযোগিতা হয় ৷ খুব কঠিন প্রতিযোগিতা ছিল ৷ সেখান থেকে অভিনব ব্রোঞ্জ জিতেছে ৷’’

আরও পড়ুন: প্যারা এশিয়াডে সোনাজয়ী শীতল দেবীকে গাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার

ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভিকে ঢল জানিয়েছেন, ‘‘আসানসোল রাইফেল ক্লাব এবং পুরো রাজ্যের জন্য খুব গর্বের মুহূর্ত ৷ অভিনব আরও উন্নতি করুক, এটাই আমরা চাইব ৷’’ আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলের ছাত্র অভিনব ৷ স্কুলের প্রিন্সিপাল রবি ভিক্টর অভিনবকে অভিনন্দন ও আগামীর শুভেচ্ছা জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.