ETV Bharat / state

আসানসোলে রেড ভলান্টিয়ার্সের লাল চে হেঁশেল খিদে মেটাচ্ছে দুঃস্থদের - লাল চে হেঁশেল

রেড ভলান্টিয়ারদের উদ্যোগে আসানসোলে শুরু হয়েছে লাল চে হেঁশেল ৷ মূলত দুঃস্থ, নিরন্ন এবং কোভিড আক্রান্ত রোগীদের খাবার পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানান রেড ভলান্টিয়ার্সরা ।

আসানসোলে রেড ভলান্টিয়ার্সের দেওয়াল লিখন
আসানসোলে রেড ভলান্টিয়ার্সের দেওয়াল লিখন
author img

By

Published : Jun 11, 2021, 8:03 PM IST

Updated : Jun 11, 2021, 8:20 PM IST

আসানসোল, 11 জুন : দেওয়াল জুড়ে ক্যালিগ্রাফি । চে গুয়েভারা, কাল মার্কস, ক্ষুদিরাম থেকে শুরু করে ভগৎ সিং ৷ আরও কত মনীষীদের ছবি । নিজেদেরই আঁকা । তার পাশে বড় বড় করে দেওয়ালে লেখা লাল চে হেঁশেল । প্রথমে একটু বুঝতে অসুবিধা হলেও 'চে' লেখার ব্যাকগ্রাউন্ডে কালো রঙের ক্যালিগ্রাফি বুঝিয়ে দেয় 'চে' মানে চে গুয়েভারা ।

অদূরে তখন গিটার হাতে গান ধরেছে একদল যুবক-যুবতী । পাশেই ছোট্ট ঘরের মধ্যে তখন প্যাক হচ্ছে ভাত, ডাল, আলুভাতে ও মাছের ঝোল । এভাবেই চলছে আসানসোলে রেড ভলান্টিয়ারদের লাল চে হেঁশেল ।

আসানসোলে রেড ভলান্টিয়ার্সের দেওয়াল লিখন
আসানসোলে রেড ভলান্টিয়ার্সের দেওয়াল লিখন
আসানসোলের ইসমাইলের এক সংকীর্ণ গলির মধ্যে একটি ছোট্ট ঘরে রেড ভলান্টিয়ারের লাল চে হেঁশেল চলছে । মূলত দুঃস্থ, নিরন্ন এবং কোভিড আক্রান্ত রোগীদের খাবার পৌঁছে দিতেই আসানসোল রেড ভলান্টিয়ার্সের এই উদ্যোগ । প্রতিদিন গড়ে প্রায় 130 জন মানুষকে খাবার পৌঁছে দেয় রেড ভলান্টিয়ার্স । কোনওদিন মেনুতে থাকে ভাত, মাছের ঝোল, আলু ভাতে, তো কোনওদিন আবার ডিমের ঝোল আর সবজি । কেউ সামর্থ্য অনুযায়ী এই খাবারের বিনিময়ে টাকা দিতে চাইলে তার মূল্য মাত্র 15 টাকা ।
রান্না করা খাবার প্যাকেট বন্দি করছেন রেড ভলান্টিয়ার্সরা
রান্না করা খাবার প্যাকেট বন্দি করছেন রেড ভলান্টিয়ার্সরা

কিন্তু এই বাজারে এত অল্প টাকায় কীভাবে সম্ভব হচ্ছে খাবার দেওয়া ? এ বিষয়ে রেড ভলান্টিয়ার্স শ্রেয়া ঘোষ বলেন, "পার্টির সিনিয়ররা কিংবা অন্যান্য মানুষজন আমাদের অনুদান দেন । সেই টাকা থেকেই আমরা এই খাবার রান্না করি এবং মানুষকে বিতরণ করি ।"

আরেক রেড ভলান্টিয়ার্স সৌভাগ্য বিশ্বাস বলেন, "আমরা মনে প্রাণে বামপন্থী এবং লাল রং আমাদের খুব প্রিয় । সেই কারণেই চে গুয়েভারাকে সামনে রেখে আমাদের এই উদ্যোগের নাম দিয়েছি লাল চে হেঁশেল । প্রতিদিন বহু মানুষকে আমরা খাবার তুলে দিচ্ছি । যাঁরা খাবার দিতে আসছেন, তাঁদের মুখে মাস্ক না থাকলে আমরা তাঁদের মাস্কও পরিয়ে দিই ।"

আসানসোলে রেড ভলান্টিয়ার্সের লাল চে হেঁশেল খিদে মেটাচ্ছে দুঃস্থদের

আরও পড়ুন : শুভেন্দুর নাম উঠতেই সাংবাদিক বৈঠকে ইতি টানলেন মমতা

আসানসোল, 11 জুন : দেওয়াল জুড়ে ক্যালিগ্রাফি । চে গুয়েভারা, কাল মার্কস, ক্ষুদিরাম থেকে শুরু করে ভগৎ সিং ৷ আরও কত মনীষীদের ছবি । নিজেদেরই আঁকা । তার পাশে বড় বড় করে দেওয়ালে লেখা লাল চে হেঁশেল । প্রথমে একটু বুঝতে অসুবিধা হলেও 'চে' লেখার ব্যাকগ্রাউন্ডে কালো রঙের ক্যালিগ্রাফি বুঝিয়ে দেয় 'চে' মানে চে গুয়েভারা ।

অদূরে তখন গিটার হাতে গান ধরেছে একদল যুবক-যুবতী । পাশেই ছোট্ট ঘরের মধ্যে তখন প্যাক হচ্ছে ভাত, ডাল, আলুভাতে ও মাছের ঝোল । এভাবেই চলছে আসানসোলে রেড ভলান্টিয়ারদের লাল চে হেঁশেল ।

আসানসোলে রেড ভলান্টিয়ার্সের দেওয়াল লিখন
আসানসোলে রেড ভলান্টিয়ার্সের দেওয়াল লিখন
আসানসোলের ইসমাইলের এক সংকীর্ণ গলির মধ্যে একটি ছোট্ট ঘরে রেড ভলান্টিয়ারের লাল চে হেঁশেল চলছে । মূলত দুঃস্থ, নিরন্ন এবং কোভিড আক্রান্ত রোগীদের খাবার পৌঁছে দিতেই আসানসোল রেড ভলান্টিয়ার্সের এই উদ্যোগ । প্রতিদিন গড়ে প্রায় 130 জন মানুষকে খাবার পৌঁছে দেয় রেড ভলান্টিয়ার্স । কোনওদিন মেনুতে থাকে ভাত, মাছের ঝোল, আলু ভাতে, তো কোনওদিন আবার ডিমের ঝোল আর সবজি । কেউ সামর্থ্য অনুযায়ী এই খাবারের বিনিময়ে টাকা দিতে চাইলে তার মূল্য মাত্র 15 টাকা ।
রান্না করা খাবার প্যাকেট বন্দি করছেন রেড ভলান্টিয়ার্সরা
রান্না করা খাবার প্যাকেট বন্দি করছেন রেড ভলান্টিয়ার্সরা

কিন্তু এই বাজারে এত অল্প টাকায় কীভাবে সম্ভব হচ্ছে খাবার দেওয়া ? এ বিষয়ে রেড ভলান্টিয়ার্স শ্রেয়া ঘোষ বলেন, "পার্টির সিনিয়ররা কিংবা অন্যান্য মানুষজন আমাদের অনুদান দেন । সেই টাকা থেকেই আমরা এই খাবার রান্না করি এবং মানুষকে বিতরণ করি ।"

আরেক রেড ভলান্টিয়ার্স সৌভাগ্য বিশ্বাস বলেন, "আমরা মনে প্রাণে বামপন্থী এবং লাল রং আমাদের খুব প্রিয় । সেই কারণেই চে গুয়েভারাকে সামনে রেখে আমাদের এই উদ্যোগের নাম দিয়েছি লাল চে হেঁশেল । প্রতিদিন বহু মানুষকে আমরা খাবার তুলে দিচ্ছি । যাঁরা খাবার দিতে আসছেন, তাঁদের মুখে মাস্ক না থাকলে আমরা তাঁদের মাস্কও পরিয়ে দিই ।"

আসানসোলে রেড ভলান্টিয়ার্সের লাল চে হেঁশেল খিদে মেটাচ্ছে দুঃস্থদের

আরও পড়ুন : শুভেন্দুর নাম উঠতেই সাংবাদিক বৈঠকে ইতি টানলেন মমতা

Last Updated : Jun 11, 2021, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.