ETV Bharat / state

চে গুয়েভারার জন্মদিনে দুঃস্থদের পাশে রেড ভলান্টিয়ার্সরা - asansol lal che heshel

চে গুয়েভরার জন্মদিন উপলক্ষে দিনমজুর, দুঃস্থ নিম্নবিত্ত মানুষদের অল্প মূল্যে খাবার বিতরণের ব্যবস্থা করলেন রেড ভলান্টিয়ার্সরা ৷ ব্যবস্থা করলেন চিলি চিকেন ও ফ্রায়েড রাইসের ৷

চে গুয়েভারার জন্মদিনে আসানসোলে দুঃস্থদের ক্ষিদে মেটাল রেড ভলান্টিয়ার্সরা
চে গুয়েভারার জন্মদিনে আসানসোলে দুঃস্থদের ক্ষিদে মেটাল রেড ভলান্টিয়ার্সরা
author img

By

Published : Jun 16, 2021, 6:54 AM IST

আসানসোল , 15 জুন : দিন কয়েক আগেই ছিল চে গুয়েভারার জন্মদিন। সে দিনই আসানসোলের চে-গুয়েভরার নামাঙ্কিত লাল চে হেঁশেল থেকে দুঃস্থদের জন্য ব্যবস্থা করা হল চিলি চিকেন , ফ্রায়েড রাইসের ৷

লকডাউনের জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ ৷ তাঁদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য বেশ কয়েক দিন ধরে দিনমজুর, দুঃস্থ নিম্নবিত্ত মানুষদের অল্প মূল্যে খাবার বিতরণ করছে রেড ভলান্টিয়ার্সরা ৷ কিন্তু এ দিন স্পেশাল আয়োজন ৷ ভাত - তরকারির বদলে হল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ৷ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মানুষের মুখে উঠল খাবার ৷ তবে তাঁরা যে কেবল খাবার প্যকিংয়েই ব্যস্ত থাকলেন তা নয় ৷ বরং গিটারের কর্ডে সুর তুললেন ৷ গাইলেন বিপ্লবী গান ৷

চে গুয়েভারার জন্মদিনে আসানসোলে দুঃস্থদের ক্ষিদে মেটাল রেড ভলান্টিয়ার্সরা

এ বিষয়ে লাল স্বেচ্ছাসেবকদের অন্যতম অনুভব ঘোষ বললেন , " কেউ খাবে আর কেউ খাবে না , তা হতে পারে না ৷ তাই সবার মুখে খাবার তুলে দেওয়ার জন্যই এই আয়োজন ৷ " নেত্রা চট্টোপাধ্যায় নামে আর এক জন বললেন, " অন্যান্য দিনের মতোই সব থাকছে ৷ শুধু মেনুতে পরিবর্তন আনা হয়েছে ৷ "

আরও পড়ুন :ঊর্ধ্বমুখী বাজার দর ! জামাই ষষ্ঠীর কেনাকাটায় মাথায় হাত বাঁকুড়াবাসীর

আসানসোল , 15 জুন : দিন কয়েক আগেই ছিল চে গুয়েভারার জন্মদিন। সে দিনই আসানসোলের চে-গুয়েভরার নামাঙ্কিত লাল চে হেঁশেল থেকে দুঃস্থদের জন্য ব্যবস্থা করা হল চিলি চিকেন , ফ্রায়েড রাইসের ৷

লকডাউনের জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ ৷ তাঁদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য বেশ কয়েক দিন ধরে দিনমজুর, দুঃস্থ নিম্নবিত্ত মানুষদের অল্প মূল্যে খাবার বিতরণ করছে রেড ভলান্টিয়ার্সরা ৷ কিন্তু এ দিন স্পেশাল আয়োজন ৷ ভাত - তরকারির বদলে হল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ৷ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মানুষের মুখে উঠল খাবার ৷ তবে তাঁরা যে কেবল খাবার প্যকিংয়েই ব্যস্ত থাকলেন তা নয় ৷ বরং গিটারের কর্ডে সুর তুললেন ৷ গাইলেন বিপ্লবী গান ৷

চে গুয়েভারার জন্মদিনে আসানসোলে দুঃস্থদের ক্ষিদে মেটাল রেড ভলান্টিয়ার্সরা

এ বিষয়ে লাল স্বেচ্ছাসেবকদের অন্যতম অনুভব ঘোষ বললেন , " কেউ খাবে আর কেউ খাবে না , তা হতে পারে না ৷ তাই সবার মুখে খাবার তুলে দেওয়ার জন্যই এই আয়োজন ৷ " নেত্রা চট্টোপাধ্যায় নামে আর এক জন বললেন, " অন্যান্য দিনের মতোই সব থাকছে ৷ শুধু মেনুতে পরিবর্তন আনা হয়েছে ৷ "

আরও পড়ুন :ঊর্ধ্বমুখী বাজার দর ! জামাই ষষ্ঠীর কেনাকাটায় মাথায় হাত বাঁকুড়াবাসীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.