ETV Bharat / state

Asansol Rail School: আসানসোলে বন্ধ হচ্ছে না রেলের স্কুল, জানিয়ে দিল রেল বোর্ড - Asansol Rail School

রেলের কোনও স্কুলই বন্ধ হবে না জানিয়ে রেল বোর্ড ৷ আগে রেলের স্কুল বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছিল ৷ স্কুল বন্ধ না হওয়ার নোটিশে খুশির হাওয়া আসানসোলে (Asansol Railway schools are not being closed) ।

Asansol Rail School
বন্ধ হচ্ছে না রেলের স্কুল, জানিয়ে দিল রেল বোর্ড
author img

By

Published : Jul 15, 2022, 10:53 PM IST

আসানসোল, 15 জুলাই: রেল বোর্ডের পক্ষ থেকে রেলের স্কুল বন্ধ করার যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশ প্রত্যাহার করে নেওয়া হল । নোটিশে জানানো হয়েছে রেলের কোনও স্কুলই বন্ধ হবে না এবং প্রয়োজনে রেলের স্কুলগুলির পরিকাঠামো বৃদ্ধি করা হবে (Asansol Railway schools are not being closed)। নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে । রেলের স্কুল বন্ধ হবে না এমন নোটিশে খুশির হাওয়া আসানসোলে ।

কয়েক মাস আগেই রেলবোর্ড একটি নোটিশ জারি করেছিল যে, রেলের পরিচালিত স্কুলগুলি ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে । ছাত্রছাত্রীদের অন্যত্র অন্য স্কুলে ভর্তি করার বিষয়ে তদারকি করবে রেল ৷ পাশাপাশি নতুন করে আর ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া কিংবা শিক্ষক নিয়োগ করা হবে না । প্রয়োজনে রেলের স্কুলের ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে ।

রেল বোর্ডের এই নোটিশের পরই যেন বাজ ভেঙে পড়ে অভিভাবকদের মাথায় । কারণ এত স্বল্প খরচে ইংরাজি মাধ্যম সিবিএসসি বোর্ডের স্কুল তাঁরা পাবে না । বেসরকারি স্কুলে পড়ানোর খরচ অনেক অভিভাবকরাই চালাতে পারবেন না । শুরু হয় আন্দোলন । অভিভাবকরা রাস্তায় নামে । তাঁদের আন্দোলনকে সমর্থন করে আসানসোলে ডিআরএম অফিস ঘেরাও করে তৃণমূল ।

Asansol Rail School
বন্ধ হচ্ছে না রেলের স্কুল, জানিয়ে দিল রেল বোর্ড

আরও পড়ুন: বাজল ছুটির ঘণ্টা, ঝাঁপ বন্ধ হচ্ছে শিল্পশহরের প্রথম বাংলা স্কুলের ; মনখারাপ আসানসোলবাসীর

এছাড়াও প্রতিটি রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে আন্দোলনে নামে । আসানসোলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলিও স্কুল বন্ধের বিরুদ্ধে সোচ্চার হয় । অন্যদিকে, গত 31 মে রেলমন্ত্রী অশ্বিন বৈভব বাংলায় এসেছিলেন । তখন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল রেলমন্ত্রীকে স্কুলগুলি খোলা রাখতে অনুরোধ জানিয়েছিলেন ।

শেষ পর্যন্ত সুখবর দেওয়া হল যে, রেলের স্কুলগুলি বন্ধ হচ্ছে না । রেলবোর্ড এমন নোটিশ জারি করেছে । প্রয়োজনে স্কুলগুলির পরিকাঠামো আরও উন্নত করা হবে এবং শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে সেই নোটিশে । এই নোটিশের পরেই অগ্নিমিত্রা পল টুইট করেছেন । তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ।

তবে তৃণমূল নেতা অভিজিৎ ঘটক জানিয়েছেন, আমাদের আন্দোলনের জন্যই স্কুল বন্ধের সিদ্ধান্ত থেকে বিরত থেকেছে রেল ।

আসানসোল, 15 জুলাই: রেল বোর্ডের পক্ষ থেকে রেলের স্কুল বন্ধ করার যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশ প্রত্যাহার করে নেওয়া হল । নোটিশে জানানো হয়েছে রেলের কোনও স্কুলই বন্ধ হবে না এবং প্রয়োজনে রেলের স্কুলগুলির পরিকাঠামো বৃদ্ধি করা হবে (Asansol Railway schools are not being closed)। নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে । রেলের স্কুল বন্ধ হবে না এমন নোটিশে খুশির হাওয়া আসানসোলে ।

কয়েক মাস আগেই রেলবোর্ড একটি নোটিশ জারি করেছিল যে, রেলের পরিচালিত স্কুলগুলি ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে । ছাত্রছাত্রীদের অন্যত্র অন্য স্কুলে ভর্তি করার বিষয়ে তদারকি করবে রেল ৷ পাশাপাশি নতুন করে আর ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া কিংবা শিক্ষক নিয়োগ করা হবে না । প্রয়োজনে রেলের স্কুলের ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে ।

রেল বোর্ডের এই নোটিশের পরই যেন বাজ ভেঙে পড়ে অভিভাবকদের মাথায় । কারণ এত স্বল্প খরচে ইংরাজি মাধ্যম সিবিএসসি বোর্ডের স্কুল তাঁরা পাবে না । বেসরকারি স্কুলে পড়ানোর খরচ অনেক অভিভাবকরাই চালাতে পারবেন না । শুরু হয় আন্দোলন । অভিভাবকরা রাস্তায় নামে । তাঁদের আন্দোলনকে সমর্থন করে আসানসোলে ডিআরএম অফিস ঘেরাও করে তৃণমূল ।

Asansol Rail School
বন্ধ হচ্ছে না রেলের স্কুল, জানিয়ে দিল রেল বোর্ড

আরও পড়ুন: বাজল ছুটির ঘণ্টা, ঝাঁপ বন্ধ হচ্ছে শিল্পশহরের প্রথম বাংলা স্কুলের ; মনখারাপ আসানসোলবাসীর

এছাড়াও প্রতিটি রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে আন্দোলনে নামে । আসানসোলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলিও স্কুল বন্ধের বিরুদ্ধে সোচ্চার হয় । অন্যদিকে, গত 31 মে রেলমন্ত্রী অশ্বিন বৈভব বাংলায় এসেছিলেন । তখন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল রেলমন্ত্রীকে স্কুলগুলি খোলা রাখতে অনুরোধ জানিয়েছিলেন ।

শেষ পর্যন্ত সুখবর দেওয়া হল যে, রেলের স্কুলগুলি বন্ধ হচ্ছে না । রেলবোর্ড এমন নোটিশ জারি করেছে । প্রয়োজনে স্কুলগুলির পরিকাঠামো আরও উন্নত করা হবে এবং শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে সেই নোটিশে । এই নোটিশের পরেই অগ্নিমিত্রা পল টুইট করেছেন । তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ।

তবে তৃণমূল নেতা অভিজিৎ ঘটক জানিয়েছেন, আমাদের আন্দোলনের জন্যই স্কুল বন্ধের সিদ্ধান্ত থেকে বিরত থেকেছে রেল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.