ETV Bharat / state

Asansol Municipal Corporation : বায়ুদূষণ রুখতে সেরা উদ্যোগ আসানসোল পৌরনিগম, পেল দেশের সেরা তকমা - Asansol Municipality is the best initiative to prevent air pollution

আসানসোল পৌরনিগম য়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রকল্পে কেন্দ্র সরকারের প্রদেয় অর্থ সঠিকভাবে ব্যবহার করার জন্য সারা দেশের মধ্যে সেরার তকমা পেল ৷ তারপরেই খুশির হাওয়া আসানসোল পৌরনিগমে (Asansol Municipal Corporation)।

Asansol Municipality news
বায়ুদুষণ রুখতে সেরা উদ্যোগ আসানসোল পৌরনিগম
author img

By

Published : Jun 9, 2022, 9:20 PM IST

Updated : Jun 9, 2022, 9:45 PM IST

আসানসোল, 9 জুন : এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রকল্পে কেন্দ্র সরকারের প্রদেয় অর্থ সঠিকভাবে ব্যবহার করার জন্য সারা দেশের মধ্যে সেরার তকমা পেল আসানসোল পৌরনিগম । সেই কারণে অতিরিক্ত সাড়ে 7 কোটি টাকার একটি ফান্ডও পাচ্ছে আসানসোল পৌরনিগম (Asansol Municipal Corporation) ।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রকল্পে দেশের এমন পৌরসভা এবং পৌরনিগমগুলিকে বেছে নেওয়া হয়েছিল যাদের জনসংখ্যা দশ লক্ষের অধিক । সেই এলাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেককে 34 কোটি টাকা করে ফান্ড দেওয়া হয়েছিল । সারা দেশের মধ্যে আসানসোল পৌরনিগম সেই ফান্ড যথাযথভাবে খরচ করার জন্য সেরার তকমা পেয়েছে । এই খবর আসানসোল পৌরনিগমে এসে পৌঁছেছে । তারপরেই খুশির হাওয়া আসানসোল পৌরনিগমে । আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সমস্ত পৌরকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।

বায়ুদূষণ রুখতে সেরা উদ্যোগের পুরস্কার পেল আসানসোল পৌরনিগম

বিধান উপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় সরকারের সেরার তকমা আমাদের গর্বিত করেছে । সমস্তটাই সম্পন্ন হয়েছে আসানসোল পৌরনিগমের পৌরকর্মীদের জন্য । এই সেরার তকমা পাওয়ার পর আগামিদিনে আরও ভাল কাজ করবে আমাদের কর্মীরা ।"

আরও পড়ুন : শপথ গ্রহণের দু’মাস পার, পারিষদ বাছাই না করায় আসানসোলের মেয়রকে আইনি নোটিস

জানা গিয়েছে, সেরার তকমা পাওয়ার জন্য অতিরিক্ত 7 কোটি 35 লক্ষ টাকার আরও একটি ফান্ড পাওয়া যাবে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য ৷ বায়ুদূষণ রুখতে যা অনেকটাই কাজে লাগাতে পারবে আসানসোল পৌরনিগম ।

আসানসোল, 9 জুন : এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রকল্পে কেন্দ্র সরকারের প্রদেয় অর্থ সঠিকভাবে ব্যবহার করার জন্য সারা দেশের মধ্যে সেরার তকমা পেল আসানসোল পৌরনিগম । সেই কারণে অতিরিক্ত সাড়ে 7 কোটি টাকার একটি ফান্ডও পাচ্ছে আসানসোল পৌরনিগম (Asansol Municipal Corporation) ।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রকল্পে দেশের এমন পৌরসভা এবং পৌরনিগমগুলিকে বেছে নেওয়া হয়েছিল যাদের জনসংখ্যা দশ লক্ষের অধিক । সেই এলাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেককে 34 কোটি টাকা করে ফান্ড দেওয়া হয়েছিল । সারা দেশের মধ্যে আসানসোল পৌরনিগম সেই ফান্ড যথাযথভাবে খরচ করার জন্য সেরার তকমা পেয়েছে । এই খবর আসানসোল পৌরনিগমে এসে পৌঁছেছে । তারপরেই খুশির হাওয়া আসানসোল পৌরনিগমে । আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সমস্ত পৌরকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।

বায়ুদূষণ রুখতে সেরা উদ্যোগের পুরস্কার পেল আসানসোল পৌরনিগম

বিধান উপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় সরকারের সেরার তকমা আমাদের গর্বিত করেছে । সমস্তটাই সম্পন্ন হয়েছে আসানসোল পৌরনিগমের পৌরকর্মীদের জন্য । এই সেরার তকমা পাওয়ার পর আগামিদিনে আরও ভাল কাজ করবে আমাদের কর্মীরা ।"

আরও পড়ুন : শপথ গ্রহণের দু’মাস পার, পারিষদ বাছাই না করায় আসানসোলের মেয়রকে আইনি নোটিস

জানা গিয়েছে, সেরার তকমা পাওয়ার জন্য অতিরিক্ত 7 কোটি 35 লক্ষ টাকার আরও একটি ফান্ড পাওয়া যাবে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য ৷ বায়ুদূষণ রুখতে যা অনেকটাই কাজে লাগাতে পারবে আসানসোল পৌরনিগম ।

Last Updated : Jun 9, 2022, 9:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.