আসানসোল, 6 মে : লকডাউনের জেরে লোকসান হয়েছে ব্যবসায়ীদের । তাই ট্রেড লাইসেন্স ফি কমানোর কথা ঘোষণা করল আসানসোল পৌরনিগম । আজ মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং পৌর কমিশনার খুরশিদ আলি কাদরি সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন । ট্রেড লাইসেন্স ফি বাবদ প্রায় 80 লাখ টাকা কম করতে চলেছে আসানসোল পৌরনিগম ৷
দেশজুড়ে লকডাউনের জেরে বন্ধ দোকানপাট । ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা । এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের পাশে দাঁড়াল আসানসোল পৌরনিগম ।
মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান "আসানসোলে যেমন অনেক ছোটো ব্যবসায়ী আছেন তেমনই বড় ব্যবসায়ীও রয়েছেন । বিভিন্ন স্ল্যাব অনুযায়ী ট্রেড লাইসেন্সের ফি মকুব করা হচ্ছে । যেমন- যাদের 500 টাকা ট্রেড লাইসেন্স ফি আছে তাদের 50 শতাংশ মকুব করা হবে । 500 টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত যাদের ট্রেড লাইসেন্স ফি আছে তাদের 40 শতাংশ মকুব করা হবে । দেড় থেকে তিন হাজার টাকা পর্যন্ত যাদের ফি রয়েছে তাদের 30 শতাংশ, 3 হাজার থেকে 6 হাজার টাকা পর্যন্ত যাদের ফি তাদের 25 শতাংশ , 6 হাজার থেকে 10 হাজার টাকা পর্যন্ত যাদের ফি তাদের 20% এবং 10 হাজার টাকার উপর যাদের ট্রেড লাইসেন্স ফি তাদের 15 শতাংশ মকুব করা হবে ।"
ব্যবসায়ীদের পাশে থেকে পরোক্ষভাবে বিরাট অঙ্কের টাকা ছাড় দিচ্ছে পৌরনিগম । এই সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা ।