আসানসোল, 31 অক্টোবর : কয়েকদিন আগেই হতাশা থেকে আসানসোলের কিশোরকুমার দুর্গা রাণা গেয়েছিলেন "নিরাশায় বসে আছি এই নিরালায়''। আর আজ সেই নিরাশা কেটে উৎসবের চেহারা । দুর্গা রাণার ঘর বাড়ি সংস্কারের কাজ শুরু হল আজ থেকেই । আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি, কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর অভিজিৎ আচার্য-সহ অনেকেই ছিলেন আজকের বাড়ি সংস্কারের কাজ শুরুর সময় । নারকেল ফাটিয়ে শুরু হয় দুর্গা রাণার বাড়ি সংস্কারের কাজ ।
ETV ভারতে উঠে এসেছিল আসানসোলের বিশিষ্ট গায়ক দুর্গা রাণার দুর্দশার কথা । এর পর আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি ঘোষণা করেছিলেন পৌরনিগমের থেকেই দুর্গা রাণার বাড়ি সংস্কার করে দেওয়া হবে । আজ সেই বাড়ি সংস্কারের কাজ শুরু করে দিলেন তিনি ।
আরও পড়ুন : "নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়...", অসহায় অবস্থা আসানসোলের কিশোর কুমারের
জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, "ETV ভারতের খবর দেখেই দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলাম দুর্গা রাণার বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে দেওয়া হবে । আগামীদিনেও তাঁর যা যা প্রয়োজন, সেগুলিও আমরা সামগ্রিকভাবে পূরণ করার চেষ্টা করব ।"
পৌরনিগমের এই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়েছেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ও । খুশি দুর্গা রাণার স্ত্রী বীণা রাণা। তিনি স্বামীকে মঞ্চেই দেখতে চেয়েছিলেন । আজ বাড়ির সামনে একটি ছোটো-খাটো অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানেই ছোটো মঞ্চে দুর্গা রাণা আবার সেই পুরানো দিনের মতো গান গাইলেন । ধন্যবাদ জানালেন ETV ভারতকে ।