আসানসোল, 24 ফেব্রুয়ারি : জামাইবাবুর বাড়ি থেকে উদ্ধার শ্যালকের গুলিবিদ্ধ মৃতদেহ (Dead Body Found in Asansol) । আসানসোল দক্ষিণ থানার দোমোহানি রেল কলোনি এলাকার ঘটনা । মৃতের নাম অমিত বাল্মিকী (33) । বেশ কয়েকদিন ধরে তিনি জামাইবাবুর বাড়িতে থাকছিলেন । বুধবার সন্ধেয় জামাইবাবুর আবাসনের উঠোনেই গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় অমিত বাল্মিকীর দেহ । জামাইবাবু সুরেশ কুমার চান্ডিলে পুলিশকে জানিয়েছেন, নিজেই বন্দুক চালিয়ে আত্মহত্যা করেছে অমিত । প্রতিবেশীরাও তেমন কথাই জানিয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
জানা গিয়েছে, পান্ডবেশ্বরের বাসিন্দা ছিলেন অমিত বাল্মিকী । আসানসোলের ইসমাইল এলাকায় তাঁর শ্বশুরবাড়ি । অমিত বাল্মিকীর জামাইবাবু সুরেশ কুমার চান্ডিলে আসানসোল কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক । তিনি দোমোহানি রেল কলোনি আবাসনে থাকতেন । অমিত বাল্মিকী গত কয়েকমাস ধরে জামাইবাবুর বাড়িতে থাকছিলেন বলে প্রতিবেশীরা জানাচ্ছে । বুধবার সন্ধেয় প্রতিবেশীরা গুলির শব্দ পান । এরপর সবাই ছুটে এসে দেখেন সুরেশ কুমার চান্ডিলের আবাসনের বাইরের উঠোনে পরে রয়েছে অমিত । বুকের বাম দিকে গুলি চালানো হয়েছে তাঁর। অল্পক্ষণেই নিস্তেজ হয়ে যায় অমিত বাল্মিকী । তাঁর পাশে একটি ওয়ান শাটার বন্দুক পড়েছিল ।
আরও পড়ুন: ফিল্মি কায়দায় পুলিশকে লক্ষ্য করে গুলি ডাকাতদের
খবর পেয়ে রেল পুলিশ ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসে । অমিত বাল্মিকীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । পুলিশ অমিত বাল্মিকীর জামাইবাবু সুরেশ কুমার চান্ডিলেকে জিজ্ঞাসাবাদের জন্য আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যায়। তিনি পুলিশকে বলেন, "স্ত্রীর সঙ্গে পারিবারিক অশান্তি ছিল অমিতের । তাই আমাদের বাড়িতে থাকছিল অমিত। অশান্তির অবসাদ থেকেই নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে সে ।" ঘটনার তদন্তে আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি মানবেন্দ্র দাস । তিনি বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে । বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে । ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ।"