ETV Bharat / state

Food Bank for Hungry: 1500 দিন ধরে অভুক্ত ভবঘুরেদের মুখে খাবার তুলে দিচ্ছেন বুম্বা ও তাঁর অনুগামীরা - ফুডব্যাংক

নিজের উদ্যোগে তৈরি করেছিলেন ফুডব্যাংক (Food Bank for Hungry)৷ তার মাধ্যমেই গত 1500 দিন ধরে ফুটপাথের অভুক্তদের মুখে খাবার তুলে দিচ্ছেন আসানসোলের (Asansol News) বুম্বা মুখোপাধ্যায় ৷

ETV Bharat
অভুক্তদের হাতে খাবার তুলে দেওয়ার ছবি
author img

By

Published : Dec 20, 2022, 7:30 PM IST

ভবঘুরেদের মুখে খাবার তুলে দিচ্ছেন বুম্বা ও তাঁর অনুগামীরা

আসানসোল, 20 ডিসেম্বর: স্টেশন, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রচুর ভবঘুরে ফুটপাথে বসে থাকেন (Asansol News)। যাঁরা প্রায়শই রাতে ঘুমিয়ে পড়েন অভুক্ত পেটে । এঁদের কেউ সহায়-সম্বলহীন, আবার কেউ অসমর্থ । এঁদের কথা কে-ই বা ভাবেন ! তবে অনেকে এমন রয়েছেন যাঁরা নিজেদের আনন্দ, বিনোদন সব প্রায় ছুটি দিয়ে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়তে ভালোবাসেন । সে রকমই একজন আসানসোলের বিশিষ্ট সমাজসেবী বুম্বা মুখোপাধ্যায় । 1500 দিনের বেশি সময় ধরে অভুক্ত ফুটপাথবাসী ও ভবঘুরেদের মুখে রাতের খাবার তুলে দিচ্ছেন তিনি ৷ তাঁর সংগঠনের সহযোদ্ধারা শীত, গ্রীষ্ম, বর্ষা, উৎসব, আনন্দ-শোকে একদিনের জন্যও বন্ধ করেননি এই ফুডব্যাংক ।

বুম্বা মুখোপাধ্যায় অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিল নামে একটি মানবধিকার সংগঠন চালান বেশ কয়েকবছর ধরে । মানুষের অধিকার আদায়ে গোটা দেশজুড়েই বুম্বা মুখোপাধ্যায়ের এই সংগঠন কাজ করে । সংগঠনের কাজে প্রায়শই সফর করতে হয় তাঁকে । সেভাবে রাতে সফরকালে তিনি দেখেছিলেন স্টেশন চত্বরে কত ক্ষুধার্ত মানুষ শুয়ে আছেন । সেই থেকে মনে ভাবনা শুরু হয় । 2018 সালে সংগঠনের ছেলেমেয়েদের নিয়ে বুম্বা মুখোপাধ্যায় শুরু করেন ফুডব্যাংক (Food Bank for Hungry)। প্রথম প্রথম সংগঠনের মহিলারা সবাই এসে এক জায়গায় রুটি-সবজি বানাতেন । আর তা প্যাকেটে করে বাইক নিয়ে ঘুরে ঘুরে ভবঘুরেদের মধ্যে বিতরণ করতেন অন্যান্য সদস্যরা । ধীরে ধীরে ব্যাপ্তি পায় বিষয়টি । এখন প্রতিদিন প্রায় 250 মানুষকে রাতের খাবার দেওয়া হয় ।

ETV Bharat
লাইন দিয়ে খাবার নিচ্ছেন ভবঘুরেরা

কিন্তু কীভাবে চলে এই খরচ ?

বুম্বা মুখোপাধ্যায় জানান, "ফুডব্যাংকের সদস্য এখন বহু মানুষ । যাঁদের সহায়তায় প্রতিদিন চলছে ভবঘুরেদের খাওয়ানো । তবে আমরা কারও কাছে অর্থ সাহায্য নিই না । আমরা বলি, সহায়তা করতে চাইলে সামর্থ অনুযায়ী খাবার দান করুন ।"

আরও পড়ুন: রায়গঞ্জে দুঃস্থদের নতুন পোশাক বিলি বৃহন্নলাদের

শুধু তাই নয়, সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্মদিন, বিবাহবার্ষিকী বা অনান্য বিশেষ দিনগুলোতে অনেকেই এগিয়ে আসেন ভালো কিছু খাওয়াতে । সে দিন ভবঘুরে বা বস্তিবাসী মানুষদের মুখের স্বাদ বদলায় । তবে নিয়মিত যে ফুডব্যাংক চলে, তার অন্যথা হয় না ।

ETV Bharat
বুম্বা মুখোপাধ্যায় ও তাঁর সংগঠন

বুম্বা জানালেন, "নিজের বা প্রিয়জনের জন্মদিন, বিবাহবার্ষিকী বা বাবা-মায়ের স্মৃতিতে অনেকেই বিশেষ আয়োজন করেন বিভিন্ন জায়গায় । কিন্তু রোজ রাতে খাবার বিতরণ প্রতিদিন রুটিন মাফিক চলতে থাকে । সেখানে বিরাম নেই ।"

আসানসোল, বার্নপুর থেকে শুরু হয়ে আজ এই ফুডব্যাংক মুর্শিদাবাদ, ডোমকল, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে । এমনকী বারাণসীর দশাশ্বমেধ ঘাট বা পঞ্জাবেও ছড়িয়ে পড়েছে বুম্বা মুখোপাধ্যায়ের এই অভিনব প্রয়াস । তাঁর সংগঠনের ব্যাপ্তির সঙ্গে সঙ্গেই আরও বহু দুঃস্থ মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা বাড়ছে প্রতিদিন ৷

ভবঘুরেদের মুখে খাবার তুলে দিচ্ছেন বুম্বা ও তাঁর অনুগামীরা

আসানসোল, 20 ডিসেম্বর: স্টেশন, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রচুর ভবঘুরে ফুটপাথে বসে থাকেন (Asansol News)। যাঁরা প্রায়শই রাতে ঘুমিয়ে পড়েন অভুক্ত পেটে । এঁদের কেউ সহায়-সম্বলহীন, আবার কেউ অসমর্থ । এঁদের কথা কে-ই বা ভাবেন ! তবে অনেকে এমন রয়েছেন যাঁরা নিজেদের আনন্দ, বিনোদন সব প্রায় ছুটি দিয়ে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়তে ভালোবাসেন । সে রকমই একজন আসানসোলের বিশিষ্ট সমাজসেবী বুম্বা মুখোপাধ্যায় । 1500 দিনের বেশি সময় ধরে অভুক্ত ফুটপাথবাসী ও ভবঘুরেদের মুখে রাতের খাবার তুলে দিচ্ছেন তিনি ৷ তাঁর সংগঠনের সহযোদ্ধারা শীত, গ্রীষ্ম, বর্ষা, উৎসব, আনন্দ-শোকে একদিনের জন্যও বন্ধ করেননি এই ফুডব্যাংক ।

বুম্বা মুখোপাধ্যায় অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিল নামে একটি মানবধিকার সংগঠন চালান বেশ কয়েকবছর ধরে । মানুষের অধিকার আদায়ে গোটা দেশজুড়েই বুম্বা মুখোপাধ্যায়ের এই সংগঠন কাজ করে । সংগঠনের কাজে প্রায়শই সফর করতে হয় তাঁকে । সেভাবে রাতে সফরকালে তিনি দেখেছিলেন স্টেশন চত্বরে কত ক্ষুধার্ত মানুষ শুয়ে আছেন । সেই থেকে মনে ভাবনা শুরু হয় । 2018 সালে সংগঠনের ছেলেমেয়েদের নিয়ে বুম্বা মুখোপাধ্যায় শুরু করেন ফুডব্যাংক (Food Bank for Hungry)। প্রথম প্রথম সংগঠনের মহিলারা সবাই এসে এক জায়গায় রুটি-সবজি বানাতেন । আর তা প্যাকেটে করে বাইক নিয়ে ঘুরে ঘুরে ভবঘুরেদের মধ্যে বিতরণ করতেন অন্যান্য সদস্যরা । ধীরে ধীরে ব্যাপ্তি পায় বিষয়টি । এখন প্রতিদিন প্রায় 250 মানুষকে রাতের খাবার দেওয়া হয় ।

ETV Bharat
লাইন দিয়ে খাবার নিচ্ছেন ভবঘুরেরা

কিন্তু কীভাবে চলে এই খরচ ?

বুম্বা মুখোপাধ্যায় জানান, "ফুডব্যাংকের সদস্য এখন বহু মানুষ । যাঁদের সহায়তায় প্রতিদিন চলছে ভবঘুরেদের খাওয়ানো । তবে আমরা কারও কাছে অর্থ সাহায্য নিই না । আমরা বলি, সহায়তা করতে চাইলে সামর্থ অনুযায়ী খাবার দান করুন ।"

আরও পড়ুন: রায়গঞ্জে দুঃস্থদের নতুন পোশাক বিলি বৃহন্নলাদের

শুধু তাই নয়, সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্মদিন, বিবাহবার্ষিকী বা অনান্য বিশেষ দিনগুলোতে অনেকেই এগিয়ে আসেন ভালো কিছু খাওয়াতে । সে দিন ভবঘুরে বা বস্তিবাসী মানুষদের মুখের স্বাদ বদলায় । তবে নিয়মিত যে ফুডব্যাংক চলে, তার অন্যথা হয় না ।

ETV Bharat
বুম্বা মুখোপাধ্যায় ও তাঁর সংগঠন

বুম্বা জানালেন, "নিজের বা প্রিয়জনের জন্মদিন, বিবাহবার্ষিকী বা বাবা-মায়ের স্মৃতিতে অনেকেই বিশেষ আয়োজন করেন বিভিন্ন জায়গায় । কিন্তু রোজ রাতে খাবার বিতরণ প্রতিদিন রুটিন মাফিক চলতে থাকে । সেখানে বিরাম নেই ।"

আসানসোল, বার্নপুর থেকে শুরু হয়ে আজ এই ফুডব্যাংক মুর্শিদাবাদ, ডোমকল, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে । এমনকী বারাণসীর দশাশ্বমেধ ঘাট বা পঞ্জাবেও ছড়িয়ে পড়েছে বুম্বা মুখোপাধ্যায়ের এই অভিনব প্রয়াস । তাঁর সংগঠনের ব্যাপ্তির সঙ্গে সঙ্গেই আরও বহু দুঃস্থ মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা বাড়ছে প্রতিদিন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.