ETV Bharat / state

কোরোনা : দুর্গাপুরের দীন-দরিদ্র মানুষের পাশে আসানসোল-দুর্গাপুর পুলিশ - Durgapur

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছেন । আজ তার চতুর্থ দিন । পরিবহন বন্ধ , অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বাজার হাট, বন্ধ । সেক্ষেত্রে দীন-দরিদ্র মানুষেরা খেতে পাচ্ছে না ৷ আর ঠিক সেইসময় পরিত্রাতা হিসাবে আসানসোল -দুর্গাপুর পুলিশকে সেই সমস্ত দিন দরিদ্র মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দিতে দেখা যাচ্ছে ৷

durgapur
দীন-দরিদ্র মানুষের পাশে আসানসোল-দুর্গাপুর পুলিশ
author img

By

Published : Mar 28, 2020, 10:50 PM IST

দুর্গাপুর, 28 মার্চ : কোরোনা যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ সৈনিক পুলিশ । এই ভাইরাসের সংক্রমণ রুখতে একাদিকে যেমন কড়া নজরদারি চালাচ্ছে তারা ৷ তেমনি আবার দিনের শেষে সেই পুলিশকেই দীন- দরিদ্র, দুস্থ মানুষদের মুখে দু'মুঠো খাবার তুলে দিতে দেখা যাচ্ছে ।


কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছেন । আজ তার চতুর্থ দিন । পরিবহন বন্ধ , অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বাজার হাট, বন্ধ । সেক্ষেত্রে দীন-দরিদ্র মানুষেরা খেতে পাচ্ছে না ৷ আর ঠিক সেইসময় পরিত্রাতা হিসাবে আসানসোল -দুর্গাপুর পুলিশকে দেখা যাচ্ছে সেই সমস্ত দিন দরিদ্র মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দিতে ৷ হাতে পলিথিন প্যাকেটে আলু, চাল, ডাল । রাতের অন্ধকারে দুর্গাপুরের পাড়ায় পাড়ায় ঘুরে দীন-দরিদ্র, দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে দেখা যাচ্ছে তাদের ।

আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেট ACP (পূর্ব) স্বপন দত্ত, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ রাজশেখর মুখোপাধ্যায় সন্ধ্যা নামতেই ঘুরে বেড়ালেন দুর্গাপুরের কাদারোড গ্যামন কলোনি, পলাশডিহা, কমলপুর প্রভৃতি এলাকায় ৷ দীন দরিদ্র দুস্থ মানুষদের দিকে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত । তাদের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু প্রভ়তি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ।

ACP (পূর্ব)স্বপন দত্ত বলেন , "আপাতত এই ধরনের কাজ চলবে । প্রত্যেকটি এলাকায় আমরা ঘুরছি । যারা খাদ্য সামগ্রী জোগাড় করতে পারেননি ,তাদের পাশে আসানসোল-দুর্গাপুর পুলিশ আছে।" গত কয়েকদিন ধরেই দুর্গাপুরে দেখা যাচ্ছে দুঃস্থ, দরিদ্র মানুষদের কোথাও রান্না করে খাওয়ানো হচ্ছে, কোথাও বা আবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে চাল, ডাল, আলু প্রভৃতি খাদ্য সামগ্রী । আবার কোথাও রান্না করা খাবার প্যাকেট বন্দী হয়ে পৌঁছে যাচ্ছে দীন-দরিদ্র মানুষদের কাছে ৷

দুর্গাপুর, 28 মার্চ : কোরোনা যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ সৈনিক পুলিশ । এই ভাইরাসের সংক্রমণ রুখতে একাদিকে যেমন কড়া নজরদারি চালাচ্ছে তারা ৷ তেমনি আবার দিনের শেষে সেই পুলিশকেই দীন- দরিদ্র, দুস্থ মানুষদের মুখে দু'মুঠো খাবার তুলে দিতে দেখা যাচ্ছে ।


কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছেন । আজ তার চতুর্থ দিন । পরিবহন বন্ধ , অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বাজার হাট, বন্ধ । সেক্ষেত্রে দীন-দরিদ্র মানুষেরা খেতে পাচ্ছে না ৷ আর ঠিক সেইসময় পরিত্রাতা হিসাবে আসানসোল -দুর্গাপুর পুলিশকে দেখা যাচ্ছে সেই সমস্ত দিন দরিদ্র মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দিতে ৷ হাতে পলিথিন প্যাকেটে আলু, চাল, ডাল । রাতের অন্ধকারে দুর্গাপুরের পাড়ায় পাড়ায় ঘুরে দীন-দরিদ্র, দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে দেখা যাচ্ছে তাদের ।

আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেট ACP (পূর্ব) স্বপন দত্ত, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ রাজশেখর মুখোপাধ্যায় সন্ধ্যা নামতেই ঘুরে বেড়ালেন দুর্গাপুরের কাদারোড গ্যামন কলোনি, পলাশডিহা, কমলপুর প্রভৃতি এলাকায় ৷ দীন দরিদ্র দুস্থ মানুষদের দিকে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত । তাদের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু প্রভ়তি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ।

ACP (পূর্ব)স্বপন দত্ত বলেন , "আপাতত এই ধরনের কাজ চলবে । প্রত্যেকটি এলাকায় আমরা ঘুরছি । যারা খাদ্য সামগ্রী জোগাড় করতে পারেননি ,তাদের পাশে আসানসোল-দুর্গাপুর পুলিশ আছে।" গত কয়েকদিন ধরেই দুর্গাপুরে দেখা যাচ্ছে দুঃস্থ, দরিদ্র মানুষদের কোথাও রান্না করে খাওয়ানো হচ্ছে, কোথাও বা আবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে চাল, ডাল, আলু প্রভৃতি খাদ্য সামগ্রী । আবার কোথাও রান্না করা খাবার প্যাকেট বন্দী হয়ে পৌঁছে যাচ্ছে দীন-দরিদ্র মানুষদের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.