আসানসোল, 28 অগস্ট : বদলি হলেন জেলাশাসক আর পুলিশ কমিশনার ৷ পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল (Bivu Goyal) ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুরকে (Ajay Kumar Thakur) একসঙ্গে বদল করা হল । পশ্চিম বর্ধমানের নতুন জেলাশাসকের দায়িত্বে এস অরুণ প্রসাদ (S Arun Prasad) এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার হচ্ছেন সুধীর কুমার নীলকান্তম (Sudheer Kumar Neelakantam) ৷
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুরকে বদলি করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নিয়ে যাওয়া হল । অন্যদিকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি এসবি (নিরাপত্তা) সুধীর কুমার নীলকান্তমকে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার করা হয়েছে ।
আরও পড়ুন : Dilip Ghosh : ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা-দেবকে কটাক্ষ দিলীপের
ভোটের মাত্র তিন মাস আগে পুলিশ কমিশনার এবং জেলাশাসকের বদলি হয়েছিল । এরই মধ্যে ফের বদলির খবরে চাঞ্চল্য ছড়িয়েছে । অজয় কুমার ঠাকুর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার হিসেবে শিল্পাঞ্চলের অপরাধ দমনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন । মাদকপাচার চক্র নিয়ে তাঁর বিশেষ উদ্যোগে বহু পাচারকারী বর্তমানে শ্রীঘরে । এছাড়া কুলটির লছিপুর নিষিদ্ধপল্লিতে পুলিশ কমিশনার এবং জেলাশাসক বিভু গোয়েলের নেতৃত্বে নাবালিকা উদ্ধারে যে অভিযান চালান হয়েছে, তা এ যাবৎ হয়নি বলে মনে করে স্থানীয়রা । তাই দু'জনের বদলি নিয়ে আসানসোল, দুর্গাপুরে চাঞ্চল্য ছড়িয়েছে ।
নতুন জেলাশাসক হিসেবে যিনি দায়িত্ব নিচ্ছেন এস অরুণ প্রসাদ, তিনি এর আগে জিএসটি কমিশনার ছিলেন । তারও আগে তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চিফ এগজিকিউটিভ অফিসার ছিলেন । তাই এই জেলা তাঁর পরিচিত ।