আসানসোল, ২ নভেম্বর : কোমরের শক্তি যে কাপের মধ্যে থাকে সেটি ভেঙে গিয়েছিল এক দুর্ঘটনায়। জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তা আবারও জোড়া লাগালেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা । আসানসোল জেলা হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার প্রথমবার হল। হাসপাতালের অস্থি বিভাগের শল্য চিকিৎসক নির্ঝর মাজি এই অস্ত্রোপচার করেছেন।
জানা গেছে আসানসোলের বুধাহাঁড়িপাড়া এলাকার বাসিন্দা মন্টু হাঁড়ি সম্প্রতি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তাঁর মেরুদণ্ডের তলায় কোমরের শক্তি যে কাপের মধ্যে থাকে সেটা ভেঙে যায়। সেটারই জটিল অস্ত্রোপচার করেছেন চিকিৎসক নির্ঝর মাজি। চিকিৎসার পরিভাষায় যাকে বলে অ্যাসিটাবুলাম ফিক্সেশন । চিকিৎসক নির্ঝর মাজি জানিয়েছেন, এই ধরনের অস্ত্রোপচার এর আগে হয়নি আসানসোল জেলা হাসপাতালে।
১৬ অক্টোবর হাসপাতালে ভরতি হয়েছিলেন মন্টু হাঁড়ি। কিন্তু পরীক্ষা করে দেখা যায় তাঁর কোমরের বলের কাপ এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে। অন্য দিকে পৌরনিগমের সাফাই কর্মী মন্টু হাঁড়ির বাইরে গিয়ে কয়েক লাখ টাকা খরচ করে এই অপারেশন করানোর ক্ষমতা ছিল না। শেষ পর্যন্ত রোগীর কষ্ট দেখে আসানসোল জেলা হাসপাতালের অস্থি বিভাগের শল্য চিকিৎসক নির্ঝর মাজি সিদ্ধান্ত নেন, সেখানেই অস্ত্রোপচার করা হবে। সেই মত আজ দু'ঘন্টার বেশি সময় ধরে এই অপারেশন চলে।
চিকিৎসক জানিয়েছেন, "খুব ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ছিল। তা সফল হয়েছে। রোগীর জ্ঞান ফিরেছে। তিনি সুস্থ আছেন।" আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল দাস জানিয়েছেন, আসানসোল জেলা হাসপাতলের মুকুটে নতুন পালক জুড়েছে।