ETV Bharat / state

Asansol Businessman Murder: অরবিন্দের মতোই খুন হয়েছিলেন রাম লক্ষ্মণ ! তেইশে ফিরল এগারোর স্মৃতি - অরবিন্দ ভগত

2023 সালে ফিরল 2011 সালের ভয়াবহ স্মৃতি ! দিন কয়েক আগে আসানসোলে খুন হন হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগত (Asansol Businessman Murder) ৷ 2011 সালে একই পরিণতি হয়েছিল ব্য়বসায়ী রাম লক্ষ্মণ যাদবের (Ram Laxman Yadav Murder) ৷

Asansol Businessman Murder reminding Ram Laxman Yadav Murder in 2011
নিহত অরবিন্দ ভগত ও রাম লক্ষ্মণ যাদব
author img

By

Published : Feb 19, 2023, 8:00 PM IST

আসানসোল, 19 ফেব্রুয়ারি: 2011 সালের 2 জুন ৷ রাজ্যে তখন সবে পালাবদল হয়েছে ৷ প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গ্রীষ্মের আঁচ চোখ রাঙাচ্ছে শহর আসানসোলে ৷ লু বইছে ৷ বার্নপুর রোড আর কোর্ট রোডের সংযোগে জমজমাট কোর্ট মোড় এলাকায় নিজের নির্মীয়মাণ হোটেলের একতলায় সঙ্গীসাথীদের নিয়ে বসেছিলেন ব্যবসায়ী রাম লক্ষ্মণ যাদব ৷ গরমের জন্য আসানসোল আদালত চত্বরে পসার সাজিয়ে বসা জিতেনের কাছ থেকে তাঁর তৈরি বিখ্যাত সুগার ফ্রি লস্যি আনতে পাঠিয়েছিলেন ৷ কিন্তু, সেই লস্যি আর মুখে তোলার সুযোগ পাননি রাম লক্ষ্মণ ৷ তার আগেই সুপারি কিলারদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি ও তাঁর দুই সঙ্গী (Ram Laxman Yadav Murder) ! সেবারও কোর্ট মোড়ের মতো জমজমাট এলাকা থেকে ভাড়াটে খুনিরা কালিপটকার মতো গুলি ছুড়তে ছুড়তে বেরিয়ে যায় বীরদর্পে !

এগারোর সেই ঘটনা চমকে দিয়েছিল আসানসোলকে ৷ এখানকার মানুষ বহু অপরাধ, মাফিয়ারাজ, গ্যাংওয়ারের সাক্ষী ৷ কিন্তু, তাঁরা এসবকে তেমন আমল দিতেন না ৷ কারণ, দৈনন্দিন জীবনযাত্রায় এই ঘটনাগুলি তখনও পর্যন্ত সেভাবে প্রভাব ফেলতে পারেনি ৷ কিন্তু, রাম লক্ষ্মণের খুনের ঘটনায় ভয় পেল শহর ! প্রকাশ্যে এভাবে কাউকে বুক চিতিয়ে শেষ করে দেওয়া যায় ? সেবার প্রশ্ন তুলেছিল আসানসোল ৷ সেই ভয়াবহ স্মৃতি ফিরে এল আবার ৷ এগারোর মতোই আবারও একইভাবে হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগতকে খুন (Asansol Businessman Murder) করা হল ৷ এবারের ঘটনাস্থল রাম লক্ষ্মণের খুনের ঘটনাস্থল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ৷

আরও পড়ুন: ব্যবসায়ী খুনের তদন্তে ঘটনাস্থলে সিআইডি, কথা হোটেলকর্মীদের সঙ্গে

প্রসঙ্গত, আসানসোলের জুবিলি মোড় থেকে স্কব গেট পর্যন্ত জমজমাট রাস্তায় বারবার অপরাধমূলক ঘটনা ঘটেছে ৷ কখনও কোর্ট মোড়ে আর্থিক সংস্থায় ডাকাতি, কখনও আবার এটিএমের গাড়ি থেকে লুঠের চেষ্টা, কিংবা বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র ! একের পর এক অঘটন এই সাড়ে চার কিলোমিটার দীর্ঘ পথকে কলুষিত করেছে ৷

রামলক্ষ্মণ যাদবের খুনের পরই অস্থির আসানসোলে পরপর ঘটতে থাকে খুনের ঘটনা ৷ আশ্চর্যের বিষয় হল, এর অধিকাংশই ঘটে হীরাপুর থানা এলাকায় ৷ বামনেতা প্রয়াত বামাপদ মুখোপাধ্যায়ের ছেলে অর্পণ মুখোপাধ্যায় প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন বার্নপুর শহরে ৷ সেই ঘটনার একবছর পর একইভাবে সেই বার্নপুরেই প্রাতঃভ্রমণের সময় খুন হলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক দিলীপ সরকার ৷ তারপরই বার্নপুর নেহরু পার্কে পয়লা জানুয়ারির পিকনিকের ভিড়ের মাঝে খুন হন ব্যবসায়ী যিশু বিশ্বাস ৷

রাম লক্ষ্মণের খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে চার্জশিট দিয়েছিল পুলিশ ৷ কিন্তু, দিলীপ সরকার ও অর্পণ মুখোপাধ্যায় খুনের কোনও কিনারা হয়নি ৷ শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে এই দুটি খুনের তদন্তভার নিয়েছিল সিবিআই ৷ তারপরও কিছু হয়নি ৷ অন্যদিকে, যিশু বিশ্বাস খুনেও কোনও কিনারা করতে পারেনি পুলিশ ৷ তারপর আসানসোল মহকুমায় অনেক খুনের ঘটনা ঘটেছে ৷ কোনওটায় অভিযুক্তরা ধরা পড়েছে, আবার কোনওটার সুত্রই খুঁজে পায়নি পুলিশ ! তবে হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগতের খুনের ঘটনায় আবার নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ৷ যেভাবে বুক চিতিয়ে অপরাধীরা গুলি করে চলে গেল, তাতে আতঙ্কিত শহরবাসী ৷ তাঁদের আশঙ্কা, আবার নতুন করে অস্থির হল না তো শহর ?

এদিকে, অরবিন্দ ভগতের খুনের ঘটনা ও তার তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক মোদি বলেন, "নো আপডেটস" ! শোনা যাচ্ছে, সিআইডি ছবি আঁকাচ্ছে অপরাধীদের ৷ এখন দেখার পুলিশ কতটা সফল হয় অপরাধীদের চিহ্নিত করতে ! কিংবা খুনের পিছনের কারণ জানতে !

আসানসোল, 19 ফেব্রুয়ারি: 2011 সালের 2 জুন ৷ রাজ্যে তখন সবে পালাবদল হয়েছে ৷ প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গ্রীষ্মের আঁচ চোখ রাঙাচ্ছে শহর আসানসোলে ৷ লু বইছে ৷ বার্নপুর রোড আর কোর্ট রোডের সংযোগে জমজমাট কোর্ট মোড় এলাকায় নিজের নির্মীয়মাণ হোটেলের একতলায় সঙ্গীসাথীদের নিয়ে বসেছিলেন ব্যবসায়ী রাম লক্ষ্মণ যাদব ৷ গরমের জন্য আসানসোল আদালত চত্বরে পসার সাজিয়ে বসা জিতেনের কাছ থেকে তাঁর তৈরি বিখ্যাত সুগার ফ্রি লস্যি আনতে পাঠিয়েছিলেন ৷ কিন্তু, সেই লস্যি আর মুখে তোলার সুযোগ পাননি রাম লক্ষ্মণ ৷ তার আগেই সুপারি কিলারদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি ও তাঁর দুই সঙ্গী (Ram Laxman Yadav Murder) ! সেবারও কোর্ট মোড়ের মতো জমজমাট এলাকা থেকে ভাড়াটে খুনিরা কালিপটকার মতো গুলি ছুড়তে ছুড়তে বেরিয়ে যায় বীরদর্পে !

এগারোর সেই ঘটনা চমকে দিয়েছিল আসানসোলকে ৷ এখানকার মানুষ বহু অপরাধ, মাফিয়ারাজ, গ্যাংওয়ারের সাক্ষী ৷ কিন্তু, তাঁরা এসবকে তেমন আমল দিতেন না ৷ কারণ, দৈনন্দিন জীবনযাত্রায় এই ঘটনাগুলি তখনও পর্যন্ত সেভাবে প্রভাব ফেলতে পারেনি ৷ কিন্তু, রাম লক্ষ্মণের খুনের ঘটনায় ভয় পেল শহর ! প্রকাশ্যে এভাবে কাউকে বুক চিতিয়ে শেষ করে দেওয়া যায় ? সেবার প্রশ্ন তুলেছিল আসানসোল ৷ সেই ভয়াবহ স্মৃতি ফিরে এল আবার ৷ এগারোর মতোই আবারও একইভাবে হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগতকে খুন (Asansol Businessman Murder) করা হল ৷ এবারের ঘটনাস্থল রাম লক্ষ্মণের খুনের ঘটনাস্থল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ৷

আরও পড়ুন: ব্যবসায়ী খুনের তদন্তে ঘটনাস্থলে সিআইডি, কথা হোটেলকর্মীদের সঙ্গে

প্রসঙ্গত, আসানসোলের জুবিলি মোড় থেকে স্কব গেট পর্যন্ত জমজমাট রাস্তায় বারবার অপরাধমূলক ঘটনা ঘটেছে ৷ কখনও কোর্ট মোড়ে আর্থিক সংস্থায় ডাকাতি, কখনও আবার এটিএমের গাড়ি থেকে লুঠের চেষ্টা, কিংবা বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র ! একের পর এক অঘটন এই সাড়ে চার কিলোমিটার দীর্ঘ পথকে কলুষিত করেছে ৷

রামলক্ষ্মণ যাদবের খুনের পরই অস্থির আসানসোলে পরপর ঘটতে থাকে খুনের ঘটনা ৷ আশ্চর্যের বিষয় হল, এর অধিকাংশই ঘটে হীরাপুর থানা এলাকায় ৷ বামনেতা প্রয়াত বামাপদ মুখোপাধ্যায়ের ছেলে অর্পণ মুখোপাধ্যায় প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন বার্নপুর শহরে ৷ সেই ঘটনার একবছর পর একইভাবে সেই বার্নপুরেই প্রাতঃভ্রমণের সময় খুন হলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক দিলীপ সরকার ৷ তারপরই বার্নপুর নেহরু পার্কে পয়লা জানুয়ারির পিকনিকের ভিড়ের মাঝে খুন হন ব্যবসায়ী যিশু বিশ্বাস ৷

রাম লক্ষ্মণের খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে চার্জশিট দিয়েছিল পুলিশ ৷ কিন্তু, দিলীপ সরকার ও অর্পণ মুখোপাধ্যায় খুনের কোনও কিনারা হয়নি ৷ শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে এই দুটি খুনের তদন্তভার নিয়েছিল সিবিআই ৷ তারপরও কিছু হয়নি ৷ অন্যদিকে, যিশু বিশ্বাস খুনেও কোনও কিনারা করতে পারেনি পুলিশ ৷ তারপর আসানসোল মহকুমায় অনেক খুনের ঘটনা ঘটেছে ৷ কোনওটায় অভিযুক্তরা ধরা পড়েছে, আবার কোনওটার সুত্রই খুঁজে পায়নি পুলিশ ! তবে হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগতের খুনের ঘটনায় আবার নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ৷ যেভাবে বুক চিতিয়ে অপরাধীরা গুলি করে চলে গেল, তাতে আতঙ্কিত শহরবাসী ৷ তাঁদের আশঙ্কা, আবার নতুন করে অস্থির হল না তো শহর ?

এদিকে, অরবিন্দ ভগতের খুনের ঘটনা ও তার তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক মোদি বলেন, "নো আপডেটস" ! শোনা যাচ্ছে, সিআইডি ছবি আঁকাচ্ছে অপরাধীদের ৷ এখন দেখার পুলিশ কতটা সফল হয় অপরাধীদের চিহ্নিত করতে ! কিংবা খুনের পিছনের কারণ জানতে !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.