ETV Bharat / state

Bus Terminus: সাড়ে 6 কোটি টাকা অপচয় ! আড়াই বছর আগে তৈরি হয়েও চালু হল না আসানসোলের নতুন বাস টার্মিনাস - Asansol news

Bus Terminus in Asansol: সাড়ে 6 কোটি টাকা কি অপচয় করা হল ? আড়াই বছর আগে তৈরি হয়েও একদিনের জন্য চালু হয়নি আসানসোলের নতুন বাস টার্মিনাস ৷ এটি চালু না হলে আদিবাসীদের নিয়ে ধরনার হুমকি দিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷

Asansol Bus Terminus
আজও চালু হল না আসানসোলের নতুন বাস টার্মিনাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 6:28 PM IST

আজও চালু হল না আসানসোলের নতুন বাস টার্মিনাস

আসানসোল, 16 নভেম্বর: নতুন বিরাট আধুনিক বাস টার্মিনাস । বাস দাঁড়ানোর জায়গা, টিকিট কাউন্টার থেকে শুরু করে যাত্রীদের উন্নত বসার জায়গা, রয়েছে লাইট । রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সুবিশাল প্রশাসনিক ভবন । তবু অজানা কারণে একদিনের জন্যও চালু হল না আসানসোলে নবনির্মিত এই বাস টার্মিনাস । গত আড়াই বছর ধরে বেড়েছে আগাছা, নষ্ট হচ্ছে রঙ, রক্ষণাবেক্ষণের অভাবে নতুন এই বাস টার্মিনাস ধ্বংসের দিকে এগোচ্ছে । অপচয় সাড়ে 6 কোটি !

দিন দিন বাড়ছে শহরে যানজট । আসানসোল বাজার অঞ্চল দিয়ে যাতায়াতের পথ ক্রমশ সংকীর্ণ হওয়ায় এবং বাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস ওঠার অবস্থা শহরবাসীর । জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের মেয়র থাকাকালীন এই বিষয়টি লক্ষ্য করে রাজ্যের পরিবহণ সংস্থার কাছে আবেদন করেছিলেন, যদি শহরের বাস টার্মিনাসকে শহরের বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে দূরপাল্লার বড় বাস সেখান থেকেই চলাচল করবে এবং সেক্ষেত্রে যানজটের এই সমস্যা কমে যাবে ।

আসানসোল পৌরনিগমের এই আবেদনে সাড়া দিয়েছিল রাজ্য পরিবহণ সংস্থা । সেইমতো সাড়ে 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সিধু কানহু বাস টার্মিনাস । আসানসোল শহরে ঢোকার মুখে 19 নম্বর জাতীয় সড়কের পাশে কালিপাহাড়ি মোড়ে এই বাস টার্মিনাস নির্মিত হয় । 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাস টার্মিনাসের উদ্বোধন করেছিলেন । কিন্তু প্রায় আড়াই বছর হয়ে গেল, এই বাস টার্মিনাস সম্পূর্ণভাবে নির্মিত হয়ে গেলেও আজও পর্যন্ত এই বাস টার্মিনাস জনসাধারণের জন্য চালু হল না । আজও সেখানে কোনও বাস ঢোকে না । বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে ।

আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, "সিধু কানহুর নামে এই বাস টার্মিনাস করার জন্য আদিবাসীরা তাঁদের নিজেদের জমি দান করেছিলেন । সেই মতো রাজ্য পরিবহণ দফতর বাস টার্মিনাস তৈরি করেছিল । কিন্তু আজও কেন এই বাস টার্মিনাস শুরু হল না সেটা জানতে পারছি না । আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি, এক মাসের মধ্যে এই বাস টার্মিনাস চালু করে দিন । না হলে আগামী দিনে আদিবাসীদের নিয়ে আমরা এই বাস টার্মিনাসে ধর্নায় বসব ।"

যদিও উলটো কথা বললেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিম উল হক । তাঁর অবশ্য বক্তব্য, "ওই বাস টার্মিনাস চালুই আছে । সেখানে এসবিএসটিসি বাস দাঁড়ায় এবং আগামী দিনে যাতে আরও ভালোভাবে এই বাস টার্মিনাসকে চালু করা যায়, সে জন্য তিনি রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে কথা বলবেন ।"

বিষয়টি নিয়ে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার আসানসোল এবং দুর্গাপুরের আধিকারিকরা মুখে কুলুখে এঁটেছেন । তাঁদের বক্তব্য, যা বলার রাজ্যের আধিকারিকরাই বলবেন । অন্যদিকে, রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকদের বারবার ফোন করা হলেও তাঁরা সেই ফোন তোলেননি ।

আরও পড়ুন:

  1. ধর্মতলা বাস টার্মিনাসের জায়গায় 10 তলার বাসস্ট্যান্ড হতে পারে কি ? জানতে চাইল হাইকোর্ট
  2. নিউটাউনে হচ্ছে বহুতল বাস টার্মিনাস, একই ছাদের তলায় থাকবে অফিস-হোটেল-সহ নানা সুবিধা

আজও চালু হল না আসানসোলের নতুন বাস টার্মিনাস

আসানসোল, 16 নভেম্বর: নতুন বিরাট আধুনিক বাস টার্মিনাস । বাস দাঁড়ানোর জায়গা, টিকিট কাউন্টার থেকে শুরু করে যাত্রীদের উন্নত বসার জায়গা, রয়েছে লাইট । রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সুবিশাল প্রশাসনিক ভবন । তবু অজানা কারণে একদিনের জন্যও চালু হল না আসানসোলে নবনির্মিত এই বাস টার্মিনাস । গত আড়াই বছর ধরে বেড়েছে আগাছা, নষ্ট হচ্ছে রঙ, রক্ষণাবেক্ষণের অভাবে নতুন এই বাস টার্মিনাস ধ্বংসের দিকে এগোচ্ছে । অপচয় সাড়ে 6 কোটি !

দিন দিন বাড়ছে শহরে যানজট । আসানসোল বাজার অঞ্চল দিয়ে যাতায়াতের পথ ক্রমশ সংকীর্ণ হওয়ায় এবং বাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস ওঠার অবস্থা শহরবাসীর । জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের মেয়র থাকাকালীন এই বিষয়টি লক্ষ্য করে রাজ্যের পরিবহণ সংস্থার কাছে আবেদন করেছিলেন, যদি শহরের বাস টার্মিনাসকে শহরের বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে দূরপাল্লার বড় বাস সেখান থেকেই চলাচল করবে এবং সেক্ষেত্রে যানজটের এই সমস্যা কমে যাবে ।

আসানসোল পৌরনিগমের এই আবেদনে সাড়া দিয়েছিল রাজ্য পরিবহণ সংস্থা । সেইমতো সাড়ে 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সিধু কানহু বাস টার্মিনাস । আসানসোল শহরে ঢোকার মুখে 19 নম্বর জাতীয় সড়কের পাশে কালিপাহাড়ি মোড়ে এই বাস টার্মিনাস নির্মিত হয় । 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাস টার্মিনাসের উদ্বোধন করেছিলেন । কিন্তু প্রায় আড়াই বছর হয়ে গেল, এই বাস টার্মিনাস সম্পূর্ণভাবে নির্মিত হয়ে গেলেও আজও পর্যন্ত এই বাস টার্মিনাস জনসাধারণের জন্য চালু হল না । আজও সেখানে কোনও বাস ঢোকে না । বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে ।

আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, "সিধু কানহুর নামে এই বাস টার্মিনাস করার জন্য আদিবাসীরা তাঁদের নিজেদের জমি দান করেছিলেন । সেই মতো রাজ্য পরিবহণ দফতর বাস টার্মিনাস তৈরি করেছিল । কিন্তু আজও কেন এই বাস টার্মিনাস শুরু হল না সেটা জানতে পারছি না । আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি, এক মাসের মধ্যে এই বাস টার্মিনাস চালু করে দিন । না হলে আগামী দিনে আদিবাসীদের নিয়ে আমরা এই বাস টার্মিনাসে ধর্নায় বসব ।"

যদিও উলটো কথা বললেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিম উল হক । তাঁর অবশ্য বক্তব্য, "ওই বাস টার্মিনাস চালুই আছে । সেখানে এসবিএসটিসি বাস দাঁড়ায় এবং আগামী দিনে যাতে আরও ভালোভাবে এই বাস টার্মিনাসকে চালু করা যায়, সে জন্য তিনি রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে কথা বলবেন ।"

বিষয়টি নিয়ে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার আসানসোল এবং দুর্গাপুরের আধিকারিকরা মুখে কুলুখে এঁটেছেন । তাঁদের বক্তব্য, যা বলার রাজ্যের আধিকারিকরাই বলবেন । অন্যদিকে, রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকদের বারবার ফোন করা হলেও তাঁরা সেই ফোন তোলেননি ।

আরও পড়ুন:

  1. ধর্মতলা বাস টার্মিনাসের জায়গায় 10 তলার বাসস্ট্যান্ড হতে পারে কি ? জানতে চাইল হাইকোর্ট
  2. নিউটাউনে হচ্ছে বহুতল বাস টার্মিনাস, একই ছাদের তলায় থাকবে অফিস-হোটেল-সহ নানা সুবিধা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.