আসানসোল, 4 মার্চ: রাজ্যে ডেঙ্গির প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করলেও আসানসোলে ডেঙ্গি সেভাবে প্রভাব ফেলতে পারেনি, এমনটাই দাবি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের । আসানসোল পৌরনিগমের কমিশনার তথা অতিরিক্ত জেলা শাসক খুরশিদ আলি কাদরি বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে আসানসোল মডেল সিটি হিসেবে গণ্য হচ্ছে ।
গত বছর আসানসোলে তেমন ভাবে থাবা বসাতে পারেনি ডেঙ্গু কিংবা অন্য কোনও মশাবাহিত রোগ । এবছরও যাতে সেই ধারা বজায় থাকে তাই আগেভাগেই কোমর বেঁধে নামতে চাইছে মহকুমা প্রশাসন । সেই বিষয়ে আসানসোলে জেলা শাসকের দপ্তরে এই সম্পর্কিত একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় কাল । অতিরিক্ত জেলা শাসক তথা আসানসোল পুরনিগমের কমিশনার খুরশিদ আলি কাদরির এই বৈঠক হয় । উপস্থিত ছিলেন নিকাশি ও জনস্বাস্থ্য বিভাগের সমস্ত আধিকারিকরাও ।
বৈঠকের শেষে খুরশিদ আলি কাদরি জানান, গত বছর যেভাবে কাজ হয়েছে তাতে মশাবাহিত রোগ রোধে আসানসোল মডেল সিটি তৈরি হয়েছে। বিশেষ টিম আছে যারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেন । নিয়মিত খবর নেন। এলাকায় কেউ অসুস্থ হলে তার কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে । স্যানিটেশন বিভাগও দারুণ কাজ করেছে। এবছরও যাতে জল জমা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি নিকাশিতে জোর দেওয়া হচ্ছে । কাজটিকে তৃণমূল স্তরে নিয়ে যাওয়া হবে। স্যানিটেশন ইনস্পেক্টরকে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে ৷