আসানসোল, 25 নভেম্বর: আসানসোল বিশেষ সংশোধনাগারে (Asansol Special Correctional Home) রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ সেখানেই নাকি তিনি বজরংবলীর পুজো করবেন (Hanuman Puja) ৷ তাই তাঁর জন্য আসানসোল সিবিআই আদালত চত্বরে 300 টাকার ফুল ও লাড্ডু নিয়ে পৌঁছলেন এক তৃণমূল কর্মী (TMC Worker) । শুনানির শেষে সুযোগ বুঝে অনুব্রতর হাতে সামগ্রী তুলে দিলেন সুখেশ শর্মা নামে ওই সমর্থক ।
একদিকে সিবিআই, অন্যদিকে ইডি । গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) প্রায় সাঁড়াশি চাপে পড়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল । মুখ্যমন্ত্রী যতই তাঁকে 'বীর' বলুন কিংবা ফিরহাদ হাকিম তাঁকে 'বাঘ' বলে সম্বোধন করুন, যেভাবে তাঁর হিসাব বহির্ভূত সম্পত্তি বেরিয়ে আসছে, লটারির ঘোটালা প্রকাশ পাচ্ছে, তাতে এই মুহূর্তে অনুব্রত সম্ভবত ভাবছেন কোন মিরাকেলে তিনি জামিন পেতে পারেন । আর তাই তিনি কী ঈশ্বরের শরণাপন্ন হচ্ছেন ? সংশোধনাগারেই চলছে অনুব্রতর পূজা-অর্চনা ! এতদিন বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও, এবার তাঁর সংশোধনাগারে বসে পুজো করার বিষয়টি সামনে এল ।
শুক্রবার আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court) অনুব্রত মণ্ডলের শুনানি ছিল । এজলাসের বাইরে ভিড় জমিয়েছিলেন বীরভূমের নেতারা । উৎসাহে এজলাসে ঢুকেছিলেন কুলটির বরাকরের তৃণমূল কর্মী সুখেশ শর্মা । গত লোকসভা ভোটে অনুব্রত মণ্ডল যখন আসানসোলের দায়িত্বে ছিলেন তখনই সুখেশ তাঁর সঙ্গে আলাপচারিতার সুযোগ পেয়েছিলেন । দু-একবার কথা বলেই সুখেশ তাঁর ফ্যান হয়ে যান । আর তাই শুনানির সময় আদালত কক্ষের বাইরে দাঁড়িয়েছিলেন সুখেশ । শুনানি শেষ হলে অনুব্রত তাঁকে কাছে ডাকেন । এরপর ফিসফিস করে কিছু বলেন । তারপরেই দ্রুত এজলাস থেকে বেরিয়ে যান সুখেশ শর্মা ।
আরও পড়ুন: হঠাৎই বুকে ব্যথা ! হেঁটে জরুরি বিভাগে ঢুকলেন কেষ্ট
তিনি ফিরে আসেন 10 মিনিটের মধ্যেই । হাতে ফুল ও লাড্ডুর প্যাকেট নিয়ে । অনুব্রতর নির্দেশ পেয়েই সামনেই কোর্ট বাজার থেকে সুখেশ প্রিয় দাদার জন্য নিয়ে আসেন লাড্ডু ও ফুল । দাম হয়েছিল 300 টাকা । অনুব্রতর নির্দেশে বীরভুমের এক নেতা সুখেশকে সেই টাকা মিটিয়ে দেন । সুখেশ শর্মা বলেন, "দাদা বজরংবলীর পুজো করবেন । আমাকে ফুল ও লাড্ডু আনতে বলেছেন । আমি তা কিনে পৌঁছে দিলাম ।"