আসানসোল, 29 অক্টোবর: রাজনৈতিক প্রহসনের শিকার অনুব্রত মণ্ডল । তিনি শিবির বদল করলে কিংবা রাজনৈতিক সন্ন্যাস নিলে তবেই কি তিনি জামিন পাবেন ? আদালতে দাঁড়িয়ে জোর সওয়াল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দুই আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত এবং অনির্বাণ গুহঠাকুরতার ।
পাশাপাশি প্রশ্ন উঠল, "কতদিন আর তদন্ত চলবে ? চার্জশিট জমা হওয়ার পরেও আদি অনন্তকাল ধরে তদন্ত চলবে, আর অনুব্রত মণ্ডল জেলে থাকবেন ?" এমন প্রশ্নে বিচারকও সিবিআই (CBI) আইনজীবীর কাছে জানতে চান, কতদিন আর তদন্ত ? সিবিআই আইনজীবী নির্দিষ্ট তারিখ জানাতে না পারলেও জানিয়েছেন দ্রুত শেষ হবে ।
37 দিন ধরে টানা আসানসোল সংশোধনাগারে থাকার পর পরবর্তী শুনানির জন্য শনিবার অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হয় । এদিন একদিকে প্রভাবশালী তত্ত্ব, অন্যদিকে রাজনৈতিক প্রহসন এই দুই বিষয় নিয়ে সরগরম হয়ে ওঠে সওয়াল জবাব ।
গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল সংশোধনাগারে থাকাকালীনই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা করেছে সিবিআই ৷ এদিন চার্জশিট প্রসঙ্গ শুনানিতে উঠলে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা প্রশ্ন তোলেন, চার্জশিটে অনুব্রত মণ্ডলকে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে কেন ?
অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জানান, সিবিআই মূলত দু’টি বিষয়ের উপর সওয়াল করেছে ৷ এক, তিনি প্রভাবশালী, আর দুই তিনি তদন্তে কোনও সহযোগিতা করছেন না । ওঁকে সিবিআই প্রশ্ন করেছিল যে উনি এই মামলায় নির্দোষ কি না, অনুব্রত মণ্ডল সে ক্ষেত্রেও নিশ্চুপ থেকেছেন । পাশাপাশি চার্জশিটে সরাসরি তাঁকে প্রভাবশালী দেখানোর জন্য শাসক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে । তাই নাকি তিনি প্রভাবশালী । তবে কি সিবিআই বলতে চেয়েছে, কেউ প্রভাবশালী তকমা হটাতে তাঁকে শিবির বদল করতে হবে, নাকি রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে ? তবে তিনি আর প্রভাবশালী থাকবেন না, এবং জামিন পাবেন ।"
পাশাপাশি এদিন আদালতের সওয়াল জবাবে এই প্রশ্ন ওঠে যে এই তদন্ত আর কতদিন ? যেখানে চার্জশিট জমা পড়েছে সেখানে আবার তদন্ত চলছে, এমনটা হতে পারে না । তদন্ত শেষ হওয়ার পরেই চার্জশিট জমা হয় । অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন, "সারদা মামলায় (Saradha Chit Fund Scam) যেমন আমরা দেখেছি আদি অনন্তকাল ধরে তদন্ত চলছে । অভিযুক্তরা জেলে । তেমনি এক্ষেত্রে কি তদন্ত চলে যাবে আর অনুব্রত মণ্ডল জেলে থাকবেন ?" বিচারকের সামনে এমন প্রশ্ন ওঠায় বিচারক পাল্টা প্রশ্ন করেন সিবিআই আইনজীবীকে, তদন্ত কত দিন চলবে ? সিবিআই আইনজীবী নির্দিষ্ট তারিখ না বলতে না পারলেও, তিনি জানিয়েছেন খুব দ্রুত এই তদন্ত শেষ হবে ।
অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা শুনানির শেষে বলেন, "অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে চার্জশিট জমা পড়েছে, সেখানে গরুপাচার মামলায় মূল অভিযুক্তদের সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগাযোগের কোনও প্রমাণ স্থাপন করতে পারেনি সিবিআই । আমরা এ বিষয়ে যখন আদালতে প্রশ্ন তুলি এবং আদালত ঘুরিয়ে যখন ওদের প্রশ্ন করে, তারও যথাযথ উত্তর দিতে পারেননি সিবিআই আইনজীবী ।"
অনির্বাণ আরও বলেন, ‘‘চার্জশিটে মৃত ব্যক্তিকে (মাধব কৈবর্ত, 84 নম্বর সাক্ষী) কেন সাক্ষী করা হয়েছে, এই বিষয়ে প্রশ্ন উঠলে সিবিআই আইনজীবী কোনও যথাযথ উত্তর দিতে পারেননি । চার্জশিট হওয়ার পরেও 79 দিন ধরে একজন মানুষ কাস্টডিতে রয়েছেন, অথচ এখনও সিবিআই আইনজীবী এসব প্রশ্নের কোনও উত্তর দিতে পারছেন না, এটাকে সৌভাগ্য বলব মানে দুর্ভাগ্য বলবো তা জানি না ।"
বিচারক দুপক্ষের সওয়াল জবাবের শেষে আগামী 11 নভেম্বর পুনরায় শুনানির দিন ধার্য করেছেন । ততদিন অনুব্রত মণ্ডলকে বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে ।
আরও পড়ুন: ভাইফোঁটা না পেলেও জেলেই ফ্রায়েড রাইস-চিলি চিকেনে মজলেন কেষ্ট