ETV Bharat / state

HS Result 2022 : সম্বল অদম্য জেদ, থ্যালাসেমিয়াকে হারিয়ে উচ্চমাধ্যমিকে সফল আসানসোলের অনীশ - Anish Maji succeed in Higher Secondary Exam

কঠিন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত অনীশ মাজি । শত প্রতিকূলতা পেরিয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছে। রাষ্ট্রবিজ্ঞানে এসেছে লেটার মার্কস (Anish Maji succeed in Higher Secondary Exam) ।

Anish Maji
Anish Maji
author img

By

Published : Jun 14, 2022, 4:41 PM IST

আসানসোল, 14 জুন : অনীশ মাজি। বাড়ি আসানসোলের বড়তোড়িয়া গ্রামে। বাবা মনোজ মাজি বাড়ি-বাড়ি গ্যাস পৌঁছনোর কাজ করেন। মা টুটুল মাজি গৃহবধূ । জন্ম থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত অনীশ । মাঝেমধ্যেই ঝিমিয়ে পড়ে সে। শরীরে কোনও বল পায় না । দিনের বেশিরভাগ সময় শুয়েই থাকতে হয় । শরীরে নিয়মিত ব্যবধানে প্রয়োজন হয় রক্তের। মাসে দু'বোতল করে রক্ত লাগে। কোনও কোনও মাসে আবার সেটা তিন বোতলও হয়ে যায় (Anish Maji succeed in Higher Secondary Exam)।

এত প্রতিকূলতার মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল অনীশ । অদম্য জেদকে সম্বল করে 2022 উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছে। রাষ্ট্রবিজ্ঞানে এসেছে লেটার মার্কস । কিন্তু ভবিষ্যৎ কী ? তা ভেবে আকুল দিন আনা দিন খাওয়া অনীশের পরিবার । চিকিৎসার খরচ ওঠাতেই যেখানে হিমশিম খেতে হয় , উচ্চশিক্ষা তো সেখানে বিলাসিতা ।

থ্যালাসেমিয়াকে হারিয়ে উচ্চমাধ্যমিকে সফল আসানসোলের অনীশ

আরও পড়ুন : 493 নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে ষষ্ঠ রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র

উচ্চমাধ্যমিকের পর উচ্চশিক্ষার জন্য এবার অনেক খরচ । অনীশের বাবা, মায়ের তাই কাতর আবেদন, যদি সরকার বা কোনও সহৃদয় মানুষ অথবা সংস্থা অনীশের পাশে দাঁড়ায়, তবেই তাঁর পড়াশুনা সম্ভব। না হলে ভবিষ্যত অনিশ্চিত ।

আসানসোল, 14 জুন : অনীশ মাজি। বাড়ি আসানসোলের বড়তোড়িয়া গ্রামে। বাবা মনোজ মাজি বাড়ি-বাড়ি গ্যাস পৌঁছনোর কাজ করেন। মা টুটুল মাজি গৃহবধূ । জন্ম থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত অনীশ । মাঝেমধ্যেই ঝিমিয়ে পড়ে সে। শরীরে কোনও বল পায় না । দিনের বেশিরভাগ সময় শুয়েই থাকতে হয় । শরীরে নিয়মিত ব্যবধানে প্রয়োজন হয় রক্তের। মাসে দু'বোতল করে রক্ত লাগে। কোনও কোনও মাসে আবার সেটা তিন বোতলও হয়ে যায় (Anish Maji succeed in Higher Secondary Exam)।

এত প্রতিকূলতার মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল অনীশ । অদম্য জেদকে সম্বল করে 2022 উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছে। রাষ্ট্রবিজ্ঞানে এসেছে লেটার মার্কস । কিন্তু ভবিষ্যৎ কী ? তা ভেবে আকুল দিন আনা দিন খাওয়া অনীশের পরিবার । চিকিৎসার খরচ ওঠাতেই যেখানে হিমশিম খেতে হয় , উচ্চশিক্ষা তো সেখানে বিলাসিতা ।

থ্যালাসেমিয়াকে হারিয়ে উচ্চমাধ্যমিকে সফল আসানসোলের অনীশ

আরও পড়ুন : 493 নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে ষষ্ঠ রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র

উচ্চমাধ্যমিকের পর উচ্চশিক্ষার জন্য এবার অনেক খরচ । অনীশের বাবা, মায়ের তাই কাতর আবেদন, যদি সরকার বা কোনও সহৃদয় মানুষ অথবা সংস্থা অনীশের পাশে দাঁড়ায়, তবেই তাঁর পড়াশুনা সম্ভব। না হলে ভবিষ্যত অনিশ্চিত ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.