দুর্গাপুর, 19 অক্টোবর: চলতি বছরে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় সর্বভারতীয় ফ্যাশন প্রতিযোগিতা 'মিসেস ইন্ডিয়া আইকন' (Mrs India ICON) ৷ সেই খেতাব জিতলেন অণ্ডালের গৃহবধূ সুস্মিতা সুনা দাস (Sushmita Suna Das) । তাঁর এই সাফল্যে এখন খুশির হাওয়া শ্বশুরবাড়িতে ।
এক সুস্মিতা(সেন) (Sushmita Sen) বিশ্বসুন্দরী হয়ে জিতে উজ্জ্বল করেছিলেন ভারতের মুখ । আর এক সুস্মিতা(সুনা দাস) 'মিসেস ইন্ডিয়া আইকন' খেতাব জিতে গর্বিত করলেন অণ্ডালবাসীকে । বছর 32-এর সুস্মিতা সুনা দাস আদতে ওড়িশার মেয়ে । এমবিএ পাশ সুস্মিতা বর্তমানে বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন । 2020 সালে তাঁর বিয়ে হয় অণ্ডালের উখড়া গ্রামের রথতলা দাসপাড়ার বাসিন্দা দিব্যেন্দু দাসের সঙ্গে । কর্মসূত্রে দুজনেই বর্তমানে থাকেন বেঙ্গালুরুতে ।
কাজের পাশাপাশি ফ্যাশন ও গ্ল্যামার জগতে সুস্মিতার আগ্রহ বহুদিনের । প্রথম ব়্যাম্পে হাঁটেন কর্পোরেট সংস্থা আয়োজিত একটি ফ্যাশন শোয়ে । সেই প্রতিযোগিতায় সুস্মিতা প্রথম হন । তবে সেখানেই থেমে থাকা নয়, আরও বড় প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করেন তিলে তিলে । অংশ নেন 'মিসেস বেঙ্গালুরু' ফ্যাশন প্রতিযোগিতায় । দেশের বিভিন্ন শহরের পাঁচ হাজার প্রতিযোগি নিয়ে বেঙ্গালুরুতে এই প্রতিযোগিতাটি আয়োজিত হয় 18 অগস্ট । সকল প্রতিযোগিকে পেছনে ফেলে 'মিসেস বেঙ্গালুরু' খেতাব জিতে নেয় সুস্মিতা ।
রাজ্য স্তরের প্রতিযোগিতা 'মিসেস কর্ণাটকা' খেতাব জেতেন তিনি । এরপর সুস্মিতা অংশ নেন 'মিসেস ইন্ডিয়া আইকন' প্রতিযোগিতায় ৷ 17 সেপ্টেম্বর 300 জন প্রতিযোগিকে নিয়ে এই প্রতিযোগিতাটির প্রথম ধাপ আয়োজিত হয় রাজস্থানের জয়পুরে । তারপর হয় চূড়ান্ত পর্যায়ের 'মিসেস ইন্ডিয়া আইকন' প্রতিযোগিতা । ওয়াইএস ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতাটি হয় চলতি মাসের 2 তারিখ বেঙ্গালুরুতে । ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন সুস্মিতা । প্রতিযোগিতায় ছিল দেশের বাছাই করা 80 জন প্রতিযোগি । সবাইকে পেছনে ফেলে 'মিসেস ইন্ডিয়া আইকন' মুকুট জিতে নেন সুস্মিতা (Sushmita Suna Das wins Mrs India ICON title) ।
আরও পড়ুন: নোরার পারফরম্যান্স বাতিল করল বাংলাদেশ, কেন ?
সুস্মিতার এই সাফল্যে এখন খুশির হওয়া অণ্ডালের উখরার দাসপাড়ায় তাঁর শ্বশুরবাড়িতে । শশুর প্রাক্তন খনি কর্মী মুরলীধর দাস বলেন, "বৌমা গুণবতী জানতাম । কিন্তু ফ্যাশনে তাঁর এই প্রতিভার কথা জানা ছিল না । তাঁর সাফল্যে আমরা খুশি ৷ বৌমার সব ইচ্ছা পূরণ হোক এটাই চাই । আমরা সবাই বৌমার বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছি ।"
সুস্মিতা সুনা দাস বলেন, "আমি সুস্মিতা সেনের ভক্ত । তাঁকে দেখেই ফ্যাশন ও গ্ল্যামার জগত সম্পর্কে আগ্রহ তৈরি হয় । তাঁকে অনুসরণ করেই এই সাফল্য এসেছে । সুস্মিতা সেনের পথ অনুসরণ করে আগামী দিনে ফ্যাশন ও গ্ল্যামার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই ।"