অন্ডাল, 11 অগস্ট: দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করার অভিযোগে বহিষ্কার করা হল অন্ডাল ব্লক তৃণমূল যুবর সভাপতি গণেশ বাদ্যকরকে ৷ খাঁন্দরা গ্রাম পঞ্চায়েতে 3 জন সিপিআইএম সদস্যের সমর্থন নিয়ে 13-10 ভোটে উপপ্রধান হয়েছেন তিনি ৷ কিন্তু, জেলা তৃণমূলের তরফে আশিস ভট্টাচার্য নামে জয়ী সদস্যকে উপপ্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ সেখানে সিপিআইএম সদস্যদের মদতে উপপ্রধান হওয়ায় তৃণমূল থেকে গণেশ বাদ্যকরকে বহিষ্কার করা হয়েছে বলে জানান পশ্চিম বর্ধমানের তৃণমূল যুবর সভাপতি কৌশিক মণ্ডল ৷
বৃহস্পতিবার অন্ডাল ব্লকের খাঁন্দরা গ্রাম পঞ্চায়েতে সম্পূর্ণ হয় বোর্ড গঠন প্রক্রিয়া । সর্ব সম্মতিক্রমে প্রধান নির্বাচিত হন তৃণমূলের অপর্ণা বাদ্যকর ৷ অন্যদিকে, ভোটাভুটিতে জিতে উপপ্রধান হন অন্ডাল ব্লক তৃণমূল যুবর সভাপতি গণেশ বাদ্যকর । 13-10 ভোটে তিনি হারান দলের মনোনীত উপপ্রধান পদপ্রার্থী আশিস ভট্টাচার্যকে । বোর্ড গঠন প্রক্রিয়ার সময় উপপ্রধান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য গণেশবাবুর নাম প্রস্তাব করেন সিপিআইএম-এর তিনজন জয়ী সদস্যের একজন ।
তার পরেই ভোটাভুটি হয় ওই উপপ্রধান পদে ৷ স্বাভাবিকভাবেই সিপিআইএম-এর তিনটি ভোট গণেশ বাদ্যকরের পক্ষে যায় ৷ তাঁদের সমর্থনেই তিনি উপপ্রধান হন বলে দাবি করেন, তৃণমূলের মনোনীত পরাজিত প্রার্থী আশিস ভট্টাচার্য । বিষয়টি জানার পরেই তৎপর হয় শাসকদলের জেলা নেতৃত্ব ৷ বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং অন্ডাল ব্লকের তৃণমূল সভাপতি কালোবরণ মণ্ডলে উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের যুব জেলা সভাপতি কৌশিক মণ্ডল, গণেশ বাদ্যকরকে যুবর ব্লক সভাপতি পদ থেকে বহিষ্কারের কথা জানান ।
আরও পড়ুন: পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে অশান্ত সুতাহাটা, বিজেপি সদস্যকে অপহরণ
তৃণমূলের নির্দেশ উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোটাভুটিতে দাঁড়ানো ও সিপিআইএম-এর সমর্থনে উপপ্রধান হওয়ায় গণেশ বাদ্যকরকে বহিষ্কার করা হয়েছে বলে জানান কৌশিক মণ্ডল ৷ উপপ্রধান পদে তৃণমূলের মনোনীত প্রার্থী আশিস ভট্টাচার্য হারের পর কার্যত হতাশ হয়ে পড়েন ৷ তাঁর অভিযোগ সিপিআইএম সদস্যদের সঙ্গে চক্রান্ত করেছেন গণেশ বাদ্যকর ৷ অন্যদিকে, তৃণমূল থেকে বহিষ্কৃত তথা খাঁন্দরা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত উপপ্রধান গণেশ বাদ্যকর বলেন, "আমি 13টি ভোট পেয়েছি ৷ মোট 23টি ভোটের মধ্যে দশটি পেয়েছে আশিস ৷ নিয়ম মেনেই সদস্যরা আমাকে উপপ্রধান নির্বাচন করেছেন ৷" তাঁর এই বক্তব্যের পর তৃণমূল নেতৃত্ব মনে করছে, সিপিআইএম-এর তিনজন এবং বাকি 10 জন সদস্যের সঙ্গে ষড়যন্ত্র করেই উপপ্রধান হয়েছেন গণেশ বাদ্যকর ৷