ETV Bharat / state

অন্ডাল থেকে আপাতত দু'টি রুটে চলবে বিমান, শুরু প্রস্তুতি - flight service

গতকাল সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে জীবাণুমুক্ত করা হয় বিমানবন্দর চত্বর । এখান থেকে আপাতত চেন্নাই ও মুম্বইয়ে বিমান চলাচল করবে বলে জানা গেছে ।

ছবি
ছবি
author img

By

Published : May 25, 2020, 10:02 AM IST

অন্ডাল, 25 মে : 28 মে থেকে রাজ্যে চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । তার প্রস্তুতি নিচ্ছে অন্ডাল বিমানবন্দর । গতকাল গোটা বিমানবন্দরকে জীবাণুমুক্ত করা হয় । এখান থেকে আপাতত চেন্নাই ও মুম্বইয়ে বিমান চলাচল করবে ।

আজ থেকেই চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । কিন্তু, এরাজ্যে পরিষেবা চালু হচ্ছে 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে । আপাতত বাগডোগরা ও কলকাতা বিমানবন্দর থেকে প্রতিদিন মোট 20 টি করে বিমান চলাচল করবে । অন্ডাল থেকে আপাতত দু'টি রুটে বিমান চলাচল করবে । পরিষেবা চালু হওয়ার আগে সাজছে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর । গতকাল সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে জীবাণুমুক্ত করা হয় বিমানবন্দর চত্বর । কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এমন পরিস্থিতিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে, কোরোনা সংক্রান্ত নির্দেশিকা মেনে তবেই বিমান পরিষেবা চালু হবে । প্রস্তুত রয়েছে থার্মাল স্ক্যানার । যাত্রীদের জিনিসপত্র স্যানিটাইজ় করারও ব্যবস্থা করা হয়েছে । স্বাস্থ্য পরীক্ষার পর যাত্রীদের বিমানে উঠতে দেওয়া হবে ।

আপাতত চেন্নাই -দুর্গাপুর এবং মুম্বই -দুর্গাপুর বিমান পরিষেবা চালু হতে চলেছে । চেন্নাই থেকে দুর্গাপুর আসা এবং দুর্গাপুর থেকে চেন্নাই উড়ে যাওয়া এবং একইভাবে মুম্বই থেকে দুর্গাপুর ও দুর্গাপুর থেকে মুম্বই স্পাইসজেটের বিমান এই বিমানবন্দর থেকে ওঠানামা করবে । জানা গেছে, চেন্নাই থেকে দুর্গাপুর আসার বিমান চেন্নাই এয়ারপোর্ট থেকে উড়বে বিকেল 5 টা10 মিনিটে। দুর্গাপুরে এসে পৌঁছাবে সন্ধে সাড়ে 7 টায় । স্পাইসজেটের সেই বিমানটিই ফের অন্ডাল থেকে চেন্নাইয়ের উদ্দেশে উড়ে যাবে রাত 8 টায় । স্পাইসজেটের মুম্বই থেকে দুর্গাপুর আসার বিমান মুম্বই বিমানবন্দর থেকে রওনা দেবে সকাল 11টা 45- এ । দুর্গাপুরে এসে পৌঁছাবে দুপুর 2টো 45-এ । দুর্গাপুর থেকে সেই বিমানই মুম্বইয়ের উদ্দেশে উড়বে বিকেল 3 টে 10 -এ এবং তা মুম্বইয়ে পৌঁছাবে বিকেল 4 টে 45- এ ।

লকডাউনের আগে এই বিমানবন্দর থেকে বেঙ্গালুরু এবং দিল্লির উদ্দেশেও বিমান চলত । তবে, এই দুই রুটে পরিষেবা চালু হওয়ার ব্যাপারে এখনও কিছু জানাননি বিমানবন্দর কর্তৃপক্ষ ।

এবিষয়ে অন্ডাল বিমানবন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা বলেন , "যাত্রীদের বলা হয়েছে অন্ততপক্ষে দু'ঘণ্টা আগে বিমানবন্দরে আসার জন্য । স্বাস্থ্যবিধি মেনে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদের সঙ্গে থাকা সমস্ত কিছু জীবাণুমুক্ত করা হবে । এবং তারপরই তাঁদের বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে । বিমানের ভিতরেও সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের বসানো হবে ।"

অন্ডাল, 25 মে : 28 মে থেকে রাজ্যে চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । তার প্রস্তুতি নিচ্ছে অন্ডাল বিমানবন্দর । গতকাল গোটা বিমানবন্দরকে জীবাণুমুক্ত করা হয় । এখান থেকে আপাতত চেন্নাই ও মুম্বইয়ে বিমান চলাচল করবে ।

আজ থেকেই চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । কিন্তু, এরাজ্যে পরিষেবা চালু হচ্ছে 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে । আপাতত বাগডোগরা ও কলকাতা বিমানবন্দর থেকে প্রতিদিন মোট 20 টি করে বিমান চলাচল করবে । অন্ডাল থেকে আপাতত দু'টি রুটে বিমান চলাচল করবে । পরিষেবা চালু হওয়ার আগে সাজছে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর । গতকাল সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে জীবাণুমুক্ত করা হয় বিমানবন্দর চত্বর । কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এমন পরিস্থিতিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে, কোরোনা সংক্রান্ত নির্দেশিকা মেনে তবেই বিমান পরিষেবা চালু হবে । প্রস্তুত রয়েছে থার্মাল স্ক্যানার । যাত্রীদের জিনিসপত্র স্যানিটাইজ় করারও ব্যবস্থা করা হয়েছে । স্বাস্থ্য পরীক্ষার পর যাত্রীদের বিমানে উঠতে দেওয়া হবে ।

আপাতত চেন্নাই -দুর্গাপুর এবং মুম্বই -দুর্গাপুর বিমান পরিষেবা চালু হতে চলেছে । চেন্নাই থেকে দুর্গাপুর আসা এবং দুর্গাপুর থেকে চেন্নাই উড়ে যাওয়া এবং একইভাবে মুম্বই থেকে দুর্গাপুর ও দুর্গাপুর থেকে মুম্বই স্পাইসজেটের বিমান এই বিমানবন্দর থেকে ওঠানামা করবে । জানা গেছে, চেন্নাই থেকে দুর্গাপুর আসার বিমান চেন্নাই এয়ারপোর্ট থেকে উড়বে বিকেল 5 টা10 মিনিটে। দুর্গাপুরে এসে পৌঁছাবে সন্ধে সাড়ে 7 টায় । স্পাইসজেটের সেই বিমানটিই ফের অন্ডাল থেকে চেন্নাইয়ের উদ্দেশে উড়ে যাবে রাত 8 টায় । স্পাইসজেটের মুম্বই থেকে দুর্গাপুর আসার বিমান মুম্বই বিমানবন্দর থেকে রওনা দেবে সকাল 11টা 45- এ । দুর্গাপুরে এসে পৌঁছাবে দুপুর 2টো 45-এ । দুর্গাপুর থেকে সেই বিমানই মুম্বইয়ের উদ্দেশে উড়বে বিকেল 3 টে 10 -এ এবং তা মুম্বইয়ে পৌঁছাবে বিকেল 4 টে 45- এ ।

লকডাউনের আগে এই বিমানবন্দর থেকে বেঙ্গালুরু এবং দিল্লির উদ্দেশেও বিমান চলত । তবে, এই দুই রুটে পরিষেবা চালু হওয়ার ব্যাপারে এখনও কিছু জানাননি বিমানবন্দর কর্তৃপক্ষ ।

এবিষয়ে অন্ডাল বিমানবন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা বলেন , "যাত্রীদের বলা হয়েছে অন্ততপক্ষে দু'ঘণ্টা আগে বিমানবন্দরে আসার জন্য । স্বাস্থ্যবিধি মেনে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদের সঙ্গে থাকা সমস্ত কিছু জীবাণুমুক্ত করা হবে । এবং তারপরই তাঁদের বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে । বিমানের ভিতরেও সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের বসানো হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.