আসানসোল, ১০ মার্চ : "আসানসোলের মেয়র মিথ্যেবাদী। কেন্দ্রীয় টাকায় তৈরি জলপ্রকল্প নিজেদের নামে চালাচ্ছেন।" কুলটি জলপ্রকল্প নিয়ে আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে আক্রমণ করে একথা বলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। মেয়র পালটা বলেন, "উনি মানুষের জন্য কাজ করতে পারেননি। এজন্য বাবুলবাবুর মানুষের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। আমি সাধারণ ঘরের ছেলে হয়ে মেয়র হয়েছি। তাই আমার উপর ওনার এত রাগ। ঈশ্বর ওনাকে ক্ষমা করুন।"
কয়েকদিন আগে জিতেন্দ্র তেওয়ারি ঘোষণা করেন কুলটির জলপ্রকল্প প্রায় শেষের মুখে। জলের সংযোগের জন্য গতকাল থেকে ফর্ম দেওয়া হচ্ছে। এপ্রসঙ্গে বাবুল বলেন, "ওরা মিথ্যাকথা বলছে। চার বছর ধরে মানুষকে এতদিন তেষ্টায়, কষ্টে রেখে ভোটের আগে বলছেন যা প্রতিশ্রুতি দিয়েছি সব পূরণ করা হবে। জণগণকে আপনি বোকা ভবছেন? জলপ্রকল্পের জন্য বেশিরভাগ টাকা ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের আমরুত প্রকল্প থেকে চলে এসেছে। সব পাইপলাইনে অমরুত লেখা আছে। আর আপনি মিথ্যা কথা বলছেন! আপনার সৎ সাহস নেই। আমদের রাজ্যে কোনও প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যদি ৪০ টাকা ,এবং রাজ্য সরকার যদি ৬০ টাকা দেয় তাহলে সত্যি কথাটা মানুষকে বলুন। মিথ্যা কথা বলছেন কেন? বলতে লজ্জা করে না। একবার ফেসবুক খুলে দেখুন আমি কটা ল্যাম্প পোস্টের ছবি দিয়েছি। ওরা বলেছে ল্যম্প পোস্টে লাইট না লাগিয়ে তৃণমূলের পতাকা লাগাব। আমি যা কাজ করেছি সব রাস্তায় আছে। কোনও ইটে লিখে ঘোষণা করা হয়নি। কুলটির মানুষ এর জবাব দেবে। মিথ্যা কথা বলার একটা সীমা থাকে। এদের কোনও চক্ষু লজ্জা নেই। "
এবিষয়ে জিতেন্দ্রবাবু বলেন, "তাহলে তো রিজ়র্ভব্যাঙ্কের গর্ভনর এসে বলতে পারে কর্পোরেশনে যে নোটগুলি আছে তাতে আমার সই আছে। অতএব সেটা আমি করেছি। বাবুলবাবু কী বললেন না বললেন তাতে কিছু আসে যায় না। কুলটির মানুষকে উনি জল দিতে পারেননি এটা ঘটনা। যে প্রতিশ্রুতি উনি নির্বাচনের সময় দিয়েছিলেন সেটি উনি পূরণ করতে পারেননি। আমরা দিতে পেরেছি। তারজন্য আমরা কোনও অভিযোগ করছি না। আমরা বলছি না আমরা বিশাল কাজ করেছি। আমরা এতদিন করতে পারিনি তারজন্য আমরা কুলটির মানুষের কাছে ক্ষমা চেয়েছি। "
Conclusion: