ETV Bharat / state

তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ CPI(M) নেতার ছেলের বিরুদ্ধে - দুর্গাপুর,

গতরাতে তৃণমূল কার্যালয়ে ঢুকে তছনছ চালানো হয় ৷ তৃণমূলের পক্ষে অভিযোগ উঠেছে, CPI(M) নেতার ছেলের বিরুদ্ধে ৷ থানায় লিখিত অভিযোগ দায়ের ৷

Allegations of vandalism against CPIM worker in Trinamool party office
তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে তছনছের অভিযোগ CPI(M) - এর কর্মীর বিরুদ্ধে
author img

By

Published : Jun 28, 2020, 3:58 PM IST

দুর্গাপুর, 28 জুন : রাতের অন্ধকারে তালা ভেঙে তৃণমূল কার্যালয়ে ঢুকে মুখ্যমন্ত্রীর ছবিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙার অভিযোগ উঠল স্থানীয় এক CPI(M) নেতার ছেলের বিরুদ্ধে । এনিয়ে তাঁর বিরুদ্ধে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

তৃণমূলের অভিযোগ, গতরাতে কাঁকসা থানা এলাকার পানাগড় গ্রামে দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর চালানো হয় । স্থানীয় জামাইপাড়ার বাসিন্দা CPI(M) নেতা নারায়ণ লোহারের ছেলে সন্ন্যাসী লোহারের বিরুদ্ধে এই অভিযোগ করা হয় । তৃণমূল কার্যালয়ের ভিতরে থাকা মুখ্যমন্ত্রীর ছবিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলা হয় । নষ্ট করা হয়েছে বহু গুরুত্বপূর্ণ তথ্য । এনিয়ে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সন্ন্যাসী লোহারের বিরুদ্ধে ।

স্থানীয় এক তৃণমূল কর্মী বলেন, " আমরা থানায় ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছি । আমরা চাই, অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি হোক । "

যদিও CPI(M) - এর তরফে বলা হয়েছে, সন্ন্যাসী লোহার CPI(M) এর সাথে জড়িত নন ৷ ঘটনার তদন্তে চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ ।

দুর্গাপুর, 28 জুন : রাতের অন্ধকারে তালা ভেঙে তৃণমূল কার্যালয়ে ঢুকে মুখ্যমন্ত্রীর ছবিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙার অভিযোগ উঠল স্থানীয় এক CPI(M) নেতার ছেলের বিরুদ্ধে । এনিয়ে তাঁর বিরুদ্ধে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

তৃণমূলের অভিযোগ, গতরাতে কাঁকসা থানা এলাকার পানাগড় গ্রামে দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর চালানো হয় । স্থানীয় জামাইপাড়ার বাসিন্দা CPI(M) নেতা নারায়ণ লোহারের ছেলে সন্ন্যাসী লোহারের বিরুদ্ধে এই অভিযোগ করা হয় । তৃণমূল কার্যালয়ের ভিতরে থাকা মুখ্যমন্ত্রীর ছবিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলা হয় । নষ্ট করা হয়েছে বহু গুরুত্বপূর্ণ তথ্য । এনিয়ে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সন্ন্যাসী লোহারের বিরুদ্ধে ।

স্থানীয় এক তৃণমূল কর্মী বলেন, " আমরা থানায় ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছি । আমরা চাই, অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি হোক । "

যদিও CPI(M) - এর তরফে বলা হয়েছে, সন্ন্যাসী লোহার CPI(M) এর সাথে জড়িত নন ৷ ঘটনার তদন্তে চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.