ETV Bharat / state

দুর্গাপুরে শিশুউদ্যানে ভাঙচুর, চলল গুলি ; অভিযুক্ত তৃণমূল - tmc

শিশুউদ্যানে অনুষ্ঠানে বাধা দিয়েছিলেন বেসরকারি সংস্থার কর্ণধার দেবাশিস রায় ৷ অভিযোগ, সেই কারণে তৃণমূলের কাউন্সিলরের নেতৃত্বে প্রায় 100জন এসে শিশুউদ্যান ভাঙচুর করে ও দেবাশিসসহ আরও কয়েকজনকে মারধর করে ৷

দুর্গাপুর
দুর্গাপুর
author img

By

Published : Feb 22, 2020, 5:03 PM IST

দুর্গাপুর, 22 ফেব্রুয়ারি : দুর্গাপুর ইস্পাত কারখানার কুমারমঙ্গলম নামে এক শিশুউদ্যানে হামলা চালানোর অভিযোগ উঠল দুর্গাপুর নগর নিগমের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ৷ এই শিশুউদ্যান লিজ়ে নেওয়া একটি বেসরকারি সংস্থার কর্ণধার দেবাশিস রায়সহ আরও কয়েকজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ৷ ঘটনায় আক্রান্ত হয়েছেন BJP কর্মী অতুল বাগদি ৷ তাঁর অভিযোগ, কাউন্সিলর রাজীব ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মী শেখর রাম তিন রাউন্ড গুলি চালায় ৷ সঙ্গে পার্কের ভিতর দেবাশিস রায়ের রেস্তরাঁ ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে ৷ ভেঙে ফেলা হয়েছে রেস্তরাঁর ভিতরে থাকা CCTV, ল্যাপটপ, কম্পিউটার ও সমস্ত আসবাবপত্র ৷ সেই সময় পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থানে উপস্থিত হয়েছে দুর্গাপুর থানার পুলিশসহ কমব্যাট ফোর্স ৷

ঘটনার সূত্রপাত পার্কের ভিতর হিন্দি ভাষাভাষীদের একটি অনুষ্ঠানকে ঘিরে ৷ আগামীকাল সেই অনুষ্ঠান হওয়ার কথা ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা ও শান্তিরাম মাহাত ও তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারির ৷ স্থানীয় তৃণমূল নেতারা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ৷ তৃণমূলের অভিযোগ, সেই অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পার্কের লিজ় নেওয়া সংস্থার কর্ণধার দেবাশিস রায়ের বিরুদ্ধে ৷ তিনি সক্রিয়ভাবে BJP-র সঙ্গে যুক্ত ৷

কুমারমঙ্গলম শিশুউদ্যানে ভাঙচুর

স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুর ইস্পাত কারখানার সঙ্গে দেবাশিস রায়ের আইনি লড়াই চলছে ৷ তাই আগামীকালের এই অনুষ্ঠানে অনুমতি দেননি দেবাশিস রায় ৷ দেবাশিসবাবুর দাবি, তিনি যে অনুষ্ঠান করতে দেবেন না তা আগে থেকেই পুলিশকে জানিয়েছিলেন ৷ দেবাশিসবাবুর অভিযোগ, অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় আজ সকালে এই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ এতে তাঁরা তিন থেকে চারজন জখম হন ৷

ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন পশ্চিম জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই ৷ তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ বলেন, "এর সঙ্গে রাজনৈতিক যোগ নেই ৷ পার্ক কর্তৃপক্ষের মদতে অশালীন কাজকর্ম চলে ৷ আশপাশের ক্ষুব্ধ মানুষজন তাই হামলা চালিয়েছিল ৷"

দুর্গাপুর, 22 ফেব্রুয়ারি : দুর্গাপুর ইস্পাত কারখানার কুমারমঙ্গলম নামে এক শিশুউদ্যানে হামলা চালানোর অভিযোগ উঠল দুর্গাপুর নগর নিগমের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ৷ এই শিশুউদ্যান লিজ়ে নেওয়া একটি বেসরকারি সংস্থার কর্ণধার দেবাশিস রায়সহ আরও কয়েকজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ৷ ঘটনায় আক্রান্ত হয়েছেন BJP কর্মী অতুল বাগদি ৷ তাঁর অভিযোগ, কাউন্সিলর রাজীব ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মী শেখর রাম তিন রাউন্ড গুলি চালায় ৷ সঙ্গে পার্কের ভিতর দেবাশিস রায়ের রেস্তরাঁ ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে ৷ ভেঙে ফেলা হয়েছে রেস্তরাঁর ভিতরে থাকা CCTV, ল্যাপটপ, কম্পিউটার ও সমস্ত আসবাবপত্র ৷ সেই সময় পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থানে উপস্থিত হয়েছে দুর্গাপুর থানার পুলিশসহ কমব্যাট ফোর্স ৷

ঘটনার সূত্রপাত পার্কের ভিতর হিন্দি ভাষাভাষীদের একটি অনুষ্ঠানকে ঘিরে ৷ আগামীকাল সেই অনুষ্ঠান হওয়ার কথা ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা ও শান্তিরাম মাহাত ও তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারির ৷ স্থানীয় তৃণমূল নেতারা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ৷ তৃণমূলের অভিযোগ, সেই অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পার্কের লিজ় নেওয়া সংস্থার কর্ণধার দেবাশিস রায়ের বিরুদ্ধে ৷ তিনি সক্রিয়ভাবে BJP-র সঙ্গে যুক্ত ৷

কুমারমঙ্গলম শিশুউদ্যানে ভাঙচুর

স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুর ইস্পাত কারখানার সঙ্গে দেবাশিস রায়ের আইনি লড়াই চলছে ৷ তাই আগামীকালের এই অনুষ্ঠানে অনুমতি দেননি দেবাশিস রায় ৷ দেবাশিসবাবুর দাবি, তিনি যে অনুষ্ঠান করতে দেবেন না তা আগে থেকেই পুলিশকে জানিয়েছিলেন ৷ দেবাশিসবাবুর অভিযোগ, অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় আজ সকালে এই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ এতে তাঁরা তিন থেকে চারজন জখম হন ৷

ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন পশ্চিম জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই ৷ তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ বলেন, "এর সঙ্গে রাজনৈতিক যোগ নেই ৷ পার্ক কর্তৃপক্ষের মদতে অশালীন কাজকর্ম চলে ৷ আশপাশের ক্ষুব্ধ মানুষজন তাই হামলা চালিয়েছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.