আসানসোল, 15 সেপ্টেম্বর: কোরোনা আক্রান্ত আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালী তিওয়ারির আরোগ্য কামনা করলেন সব ধর্মের ধর্মগুরুরা। আসানসোলের আশ্রম মোড়ে একটি মঞ্চ তৈরি করে মেয়র ও মেয়র পত্নীর সুস্থতা কামনা করেন পুরোহিত, গীর্জার পাদরি, মসজিদের মৌলবি, গুরুদোয়ারার ধর্মীয় গুরুরা।
তিন দিন আগেই কোরোনা পজ়িটিভ রিপোর্ট এসেছে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির । প্রথমে বাড়ি থেকেই চিকিৎসা করাচ্ছিলেন তিনি । পরে মুখ্যমন্ত্রীর উপদেশ মতো কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি হন । আজ জিতেন্দ্র তেওয়ারির স্ত্রীরও রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁকেও কলকাতার ওই বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে । মেয়র এবং তাঁর স্ত্রী দু'জনেই অসুস্থ শুনে তাঁর অনুগামীরা মুহ্যমান হয়ে পড়েন । আর তাই দু'জনের সুস্থতা কামনায় এবার একমঞ্চে সব ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বরা হাজির হন । সবাই মিলে প্রার্থনা করলেন দ্রুত সুস্থ হয়ে উঠুন মেয়র ওবং তাঁর স্ত্রী ।
স্থানীয় তৃণমূল নেতা রবিউল ইসলাম জানান, "অনেকেই মেয়রকে এই কোরোনা পরিস্থিতিতে না বেরোনোর জন্য পরামর্শ দিয়েছিলেন । কিন্তু লকডাউনের শুরু থেকে একদিনের জন্যও নিজেকে বাড়িতে বন্দী করেননি মেয়র জিতেন্দ্র তেওয়ারি । পৌরনিগমের নিত্য কাজ থেকে শুরু করে দরিদ্র মানুষদের রেশন বণ্টন, কাজ হারানো গরিবদের পাশে বিভিন্ন ভাবে দাঁড়ানো, আমফানে ক্ষতিগ্রস্থদের সহায়তা দান, সবই করেছেন। শুধু তাই নয় বাংলা ঝাড়খণ্ড সীমান্তে দাঁড়িয়ে ভিন রাজ্য ফেরত শ্রমিকদের ফেরাতে তৎপরতা দেখিয়েছেন । কখনও বা রাজস্থানের কোটা থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য সমস্ত ব্যবস্থা করেছেন । তাই এই জনপ্রিয় জননেতার সুস্থতা কামনায় গোটা শহর একত্রে প্রার্থনা করছে । রবিউল আরও বলেন, "সবার উপরে সর্বশক্তিমান ঈশ্বর আছেন । তাই তাঁকে যে যেভাবেই প্রার্থনা করুন না কেন, তিনি চাইলে সব ঠিক হয়ে যাবে । আমাদের দৃঢ় বিশ্বাস মেয়র ও তাঁর স্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন ।"