ETV Bharat / state

আসানসোলে লাল চে হেঁশেলে ডফলি হাতে স্প্যানিশ গানে মাতলেন ঐশী - বাম ছাত্র সংগঠন

রেড ভলান্টিয়ারদের উদ্যোগে আসানসোলে শুরু হয়েছে লাল চে হেঁশেল ৷ এবার সেই লাল চে হেঁশেল পরিদর্শন করে গেলেন বাম ছাত্র সংগঠনের নেত্রী ঐশী ঘোষ । সেখানে গিয়ে চে গুয়েভারাকে নিয়ে একটি স্প্যানিশ গান গেয়ে শোনান ঐশী ঘোষ ।

আসানসোলে লাল চে হেঁশেলে ডাফলি হাতে স্প্যানিশ গানে মাতলেন ঐশী ঘোষ
আসানসোলে লাল চে হেঁশেলে ডাফলি হাতে স্প্যানিশ গানে মাতলেন ঐশী ঘোষ
author img

By

Published : Jun 22, 2021, 11:54 AM IST

আসানসোল, 22 জুন : রেড ভলান্টিয়াররা আসানসোলে শুরু করেছে লাল চে হেঁশেল । কোভিড আক্রান্ত রোগী, করোনার প্রকোপে যারা কাজ হারিয়েছে, যারা দুঃস্থ, দু'বেলা দু'মুঠো খেতে পায় না তাদের খাবার পৌঁছে দেয় লাল চে হেঁশেল । যদি কারোর সামর্থ্য হয় তাহলে খাবারের বিনিময়ে টাকা দিতে পারেন ৷ তাও মাত্র 15 টাকা ।

আসানসোলের রেড ভলান্টিয়ারদের লাল চে হেঁশেলের খবর প্রথম ইটিভি ভারতেই প্রকাশ হয়েছিল । তারপর সেই খবর ছড়িয়ে পড়তেই লাল চে হেঁশেলের কথা এখন কারোর কাছে অজানা নয় ।

আর এবার সেই লাল চে হেঁশেল পরিদর্শন করে গেলেন বাম ছাত্র সংগঠনের নেত্রী ঐশী ঘোষ । আসানসোলের মহিশিলায় লাল চে হেঁশেলের যেখানে রান্না হয় সেখানে তিনি যান । চে গুয়েভারার নামাঙ্কিত এই লাল চে হেঁশেল । সেই কারণেই চে গুয়েভারাকে নিয়ে একটি স্প্যানিশ গান গেয়ে শোনান ঐশী ঘোষ । তার পাশাপাশি নিজে ডফলি হাতে স্লোগান দিয়েও উজ্জীবিত করেন রেড ভলান্টিয়ারদের ।

আসানসোলে লাল চে হেঁশেলে ডফলি হাতে স্প্যানিশ গানে মাতলেন ঐশী ঘোষ

আরও পড়ুন...আন্দোলনকে দিকভ্রান্ত করতেই শোকজ : ঐশী

ঐশী ঘোষ জানিয়েছেন, "যেভাবে রেড ভলান্টিয়াররা কাজ করছে বাংলা জুড়ে, তাতে তারা অভিনন্দন পাওয়ার যোগ্য । মানুষও তাদের বিশ্বাস এবং ভরসা করছে । প্রথম দিনে মাত্র 80-90 জনকে খাওয়ানোর উদ্যোগ নেয় ভলান্টিয়াররা । এখন এই লাল চে হেঁশেল থেকে প্রতিদিন প্রায় 500 জন খাবার নিয়ে যায় । আসানসোলের রেড ভলান্টিয়ারদের এই পদক্ষেপকে কুর্নিশ ও অভিনন্দন জানাই ।"

আসানসোল, 22 জুন : রেড ভলান্টিয়াররা আসানসোলে শুরু করেছে লাল চে হেঁশেল । কোভিড আক্রান্ত রোগী, করোনার প্রকোপে যারা কাজ হারিয়েছে, যারা দুঃস্থ, দু'বেলা দু'মুঠো খেতে পায় না তাদের খাবার পৌঁছে দেয় লাল চে হেঁশেল । যদি কারোর সামর্থ্য হয় তাহলে খাবারের বিনিময়ে টাকা দিতে পারেন ৷ তাও মাত্র 15 টাকা ।

আসানসোলের রেড ভলান্টিয়ারদের লাল চে হেঁশেলের খবর প্রথম ইটিভি ভারতেই প্রকাশ হয়েছিল । তারপর সেই খবর ছড়িয়ে পড়তেই লাল চে হেঁশেলের কথা এখন কারোর কাছে অজানা নয় ।

আর এবার সেই লাল চে হেঁশেল পরিদর্শন করে গেলেন বাম ছাত্র সংগঠনের নেত্রী ঐশী ঘোষ । আসানসোলের মহিশিলায় লাল চে হেঁশেলের যেখানে রান্না হয় সেখানে তিনি যান । চে গুয়েভারার নামাঙ্কিত এই লাল চে হেঁশেল । সেই কারণেই চে গুয়েভারাকে নিয়ে একটি স্প্যানিশ গান গেয়ে শোনান ঐশী ঘোষ । তার পাশাপাশি নিজে ডফলি হাতে স্লোগান দিয়েও উজ্জীবিত করেন রেড ভলান্টিয়ারদের ।

আসানসোলে লাল চে হেঁশেলে ডফলি হাতে স্প্যানিশ গানে মাতলেন ঐশী ঘোষ

আরও পড়ুন...আন্দোলনকে দিকভ্রান্ত করতেই শোকজ : ঐশী

ঐশী ঘোষ জানিয়েছেন, "যেভাবে রেড ভলান্টিয়াররা কাজ করছে বাংলা জুড়ে, তাতে তারা অভিনন্দন পাওয়ার যোগ্য । মানুষও তাদের বিশ্বাস এবং ভরসা করছে । প্রথম দিনে মাত্র 80-90 জনকে খাওয়ানোর উদ্যোগ নেয় ভলান্টিয়াররা । এখন এই লাল চে হেঁশেল থেকে প্রতিদিন প্রায় 500 জন খাবার নিয়ে যায় । আসানসোলের রেড ভলান্টিয়ারদের এই পদক্ষেপকে কুর্নিশ ও অভিনন্দন জানাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.