দুর্গাপুর, 21 ডিসেম্বর: নির্যাতিতা কিশোরীর বয়ান বদলানোর চেষ্টায় তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে রেস্তোরাঁয় নিয়ে গিয়েছে পুলিশ ও তৃণমূল নেতানেত্রীরা ! এমনই বিস্ফোরক অভিযোগ বিজেপির ৷ এরই প্রতিবাদে দুর্গাপুরে 19 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও তাঁর দলের অন্যান্য নেতা কর্মীরা । অন্ডালের কাজোড়া মোড় সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ পুলিশ অবরোধ তুলতে গেলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় । এরপর ঘটনাস্থলে যায় অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী ।
এ দিন অগ্নিমিত্রা অভিযোগ করেন, নাবালিকাকে ধর্ষণের পরেও অভিযুক্তরা অধরা । সাধারণ ঘরের মেয়েরা বারবার ধর্ষণের শিকার হচ্ছেন, আর তৃণমূলের নেতানেত্রীরা পুলিশকে আড়াল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ তোলেন তিনি । অভিযোগ, বুধবার বিকেলে অন্ডাল জিআরপি সংলগ্ন এলাকায় 13 বছরের কিশোরী অন্ডাল পার্কে খেলতে গিয়েছিল । তখনই এলাকার দুই যুবক ঘুরতে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে কিশোরীকে পার্ক থেকে অন্ডাল রেল ব্রিজের জঙ্গলে নিয়ে যান বলে অভিযোগ । অভিযোগ, সেখানেই ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয় ।
এখানেই শেষ নয় ৷ অগ্নিমিত্রার আরও অভিযোগ, যৌন নিগ্রহের পর ওই নাবালিকা থানায় অভিযোগ জানাতে গিয়েছিল ৷ কিন্তু তার কিছু সময় পর তাকে এক পুলিশকর্মী ও স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখা যায় ৷ নাবালিকার বয়ান বদলের চেষ্টায় তাকে পুলিশ ও তৃণমূলের নেতারা রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা ৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি ।
এসিপি অন্ডাল ওমর আলি মোল্লা বলেন, তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তরা দ্রুত ধরা পড়বে । অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক এবং বেদনাদায়ক । পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে । বিজেপি এই ঘটনাকে ইস্যু খুঁজে রাজনৈতিক জমি পেতে চাইছে । অন্ডালের এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোরতম শাস্তি প্রদানের দাবি আমরা জানিয়েছি । কিন্তু যাঁরা এই ধরনের ঘটনাকে সামনে রেখে নোংরা রাজনীতি করতে চাইছেন, তাঁদেরকে জিজ্ঞাসা করুন উত্তরপ্রদেশের হাথরাসে যখন একের পর এক নাবালিকা ধর্ষণ হয়, তখন এঁরা রাস্তা অবরোধ করতে নামেন না কেন ?"
অগ্নিমিত্রা পালদের রাস্তা অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় বিজেপি নেতাকর্মীদের । তবে এসিপি (অন্ডাল এবং পাণ্ডবেশ্বর) ওমর আলি মোল্লা গোটা ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ।
আরও পড়ুন: