ETV Bharat / state

Protests Against Agnimitra Paul: আসানসোল বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা, জল প্রকল্পের উদ্বোধন না করেই ফিরলেন বিধায়ক - ISCO

Agnimitra Paul Faces Protests in Asansol: ইস্কোর তৈরি জলের লাইনের উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল ৷ গ্রামবাসীদের অভিযোগ তাঁদের আবেদনে ইস্কো কর্তৃপক্ষ জলের লাইন করে দিয়েছে ৷ কিন্তু, সেই জলের লাইনের উদ্বোধন করে কৃতিত্ব নিতে এসেছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 9:23 PM IST

আসানসোলে জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক অগ্নিমিত্রা পাল

আসানসোল, 10 নভেম্বর: ইস্কো সিএসআর প্রজেক্টের সাহায্যে গ্রামে পানীয় জলের লাইন তৈরি করা হয়েছে ৷ আর সেই জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে ফিরতে হল আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পালকে ৷ আসানসোল পৌরনিগমের 97 নম্বর ওয়ার্ডের নাকড়াসোতা গ্রামের ঘটনা ৷

জানা গেছে, আসানসোলের হিরাপুর থানার নাকড়াসোতা গ্রামে দীর্ঘদিন ধরে জলকষ্ট ছিল ৷ এই সমস্যা সমাধানের জন্য ইস্কো কারখানা কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা ৷ সেই মতো ইস্কো কর্তৃপক্ষ তাদের সিএসআর প্রকল্প দ্বারা পানীয় জলের ছয়টি কলের লাইন তৈরি করেছে ৷ গতকাল তার উদ্বোধন ছিল ৷ কিন্তু, সেখানে বিধায়ক অগ্নিমিত্রা পাল পৌঁছে যান ৷ সেই কারণে গ্রামবাসীরা প্রকল্পের উদ্বোধন করতে দেননি ৷

কথা ছিল আজ উদ্বোধন হবে ৷ কিন্তু, আজও অগ্নিমিত্রা পাল ওই গ্রামে যান এবং গ্রামে ঢোকার মুখেই গ্রামবাসীরা কার্যত ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকে ৷ বিক্ষোভকারীরা জানায় অগ্নিমিত্রা পালকে তাঁরা গ্রামে ঢুকতে দেবেন না ৷ অভিযোগ অগ্নিমিত্রা পাল গাড়ি থেকে নেমে বলপূর্বক গ্রামে ঢুকতে যান ৷ আর তখনই বিশৃঙ্খলা সৃষ্টি হয় ৷ অগ্নিমিত্রার দেহরক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কিও হয় গ্রামবাসীদের ৷ বহুক্ষণ ধরে গ্রামের মুখে দাঁড়িয়ে থাকেন বিধায়ক ৷ বারবার তিনি মাইকে ঘোষণা করতে থাকেন, তাঁকে এই প্রকল্পের উদ্বোধন করতে দেওয়া হোক ৷ কিন্তু গ্রামবাসীরা মানতে চাননি ৷

শেষ পর্যন্ত প্রকল্প উদ্বোধন না করেই ফিরে যেতে হয় অগ্নিমিত্রা পালকে ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, "বিধায়ক হওয়ার পর থেকে, আমরা অগ্নিমিত্রার দেখা পাইনি ৷ বিভিন্ন সমস্যা তাঁকে জানিয়েছি ৷ কিন্তু, কোনও সুবিধা আমরা পাইনি ৷ আজকে পানীয় জলের সংযোগ যখন ইস্কো কর্তৃপক্ষ করে দিয়েছে ৷ তখন তিনি আসছেন রাজনীতি করতে ৷ গ্রামের লোকেরা রাজনীতি চায় না ৷ কোনও রাজনৈতিক লোকের দ্বারাই এই উদ্বোধন হবে না ৷ প্রয়োজনে গ্রামের বয়স্করা এই প্রকল্পের উদ্বোধন করুক ৷"

অন্যদিকে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, "আমি ইস্কো কর্তৃপক্ষকে বলে এই পানীয় জলের লাইনের ব্যবস্থা করেছিলাম ৷ সেই কারণেই আমি উদ্বোধন করতে এসেছিলাম ৷ কিন্তু, তৃণমূলের কিছু হার্মাদ আমাকে গ্রামে ঢুকতে দেয়নি ৷" অন্যদিকে 97 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপ মাজি জানান, "এই ঘটনার পিছনে কোথাও তৃণমূলের হাত নেই ৷ গ্রামবাসীরা বিক্ষোভ করেছে ৷ অগ্নিমিত্রা পাল বিষয়টি নিয়ে রাজনীতি করতে এসেছিলেন ৷ আমরা চাইছি ইস্কো কর্তৃপক্ষ যখন এই জলের কল করেছে ৷ তারাই উদ্বোধন করুক ৷ এখানে যেন কোনও রাজনীতি না মেশে ৷’’

আরও পড়ুন:

  1. কেজরিওয়ালের মতো মমতারও জিজ্ঞাসাবাদ প্রয়োজন, দাবি বিজেপির অগ্নিমিত্রার
  2. 'আমার মাটি আমার দেশ' কর্মসূচি নিয়ে ধুন্ধুমার আসানসোল, আটক অগ্নিমিত্রা-সহ বিজেপি কর্মীরা
  3. প্রসূতি ওয়ার্ডে এদিক-সেদিক বেড়াল, অবাধ বিচরণ গরুর; হাসপাতালে গিয়ে ক্ষুব্ধ অগ্নিমিত্রা

আসানসোলে জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক অগ্নিমিত্রা পাল

আসানসোল, 10 নভেম্বর: ইস্কো সিএসআর প্রজেক্টের সাহায্যে গ্রামে পানীয় জলের লাইন তৈরি করা হয়েছে ৷ আর সেই জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে ফিরতে হল আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পালকে ৷ আসানসোল পৌরনিগমের 97 নম্বর ওয়ার্ডের নাকড়াসোতা গ্রামের ঘটনা ৷

জানা গেছে, আসানসোলের হিরাপুর থানার নাকড়াসোতা গ্রামে দীর্ঘদিন ধরে জলকষ্ট ছিল ৷ এই সমস্যা সমাধানের জন্য ইস্কো কারখানা কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা ৷ সেই মতো ইস্কো কর্তৃপক্ষ তাদের সিএসআর প্রকল্প দ্বারা পানীয় জলের ছয়টি কলের লাইন তৈরি করেছে ৷ গতকাল তার উদ্বোধন ছিল ৷ কিন্তু, সেখানে বিধায়ক অগ্নিমিত্রা পাল পৌঁছে যান ৷ সেই কারণে গ্রামবাসীরা প্রকল্পের উদ্বোধন করতে দেননি ৷

কথা ছিল আজ উদ্বোধন হবে ৷ কিন্তু, আজও অগ্নিমিত্রা পাল ওই গ্রামে যান এবং গ্রামে ঢোকার মুখেই গ্রামবাসীরা কার্যত ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকে ৷ বিক্ষোভকারীরা জানায় অগ্নিমিত্রা পালকে তাঁরা গ্রামে ঢুকতে দেবেন না ৷ অভিযোগ অগ্নিমিত্রা পাল গাড়ি থেকে নেমে বলপূর্বক গ্রামে ঢুকতে যান ৷ আর তখনই বিশৃঙ্খলা সৃষ্টি হয় ৷ অগ্নিমিত্রার দেহরক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কিও হয় গ্রামবাসীদের ৷ বহুক্ষণ ধরে গ্রামের মুখে দাঁড়িয়ে থাকেন বিধায়ক ৷ বারবার তিনি মাইকে ঘোষণা করতে থাকেন, তাঁকে এই প্রকল্পের উদ্বোধন করতে দেওয়া হোক ৷ কিন্তু গ্রামবাসীরা মানতে চাননি ৷

শেষ পর্যন্ত প্রকল্প উদ্বোধন না করেই ফিরে যেতে হয় অগ্নিমিত্রা পালকে ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, "বিধায়ক হওয়ার পর থেকে, আমরা অগ্নিমিত্রার দেখা পাইনি ৷ বিভিন্ন সমস্যা তাঁকে জানিয়েছি ৷ কিন্তু, কোনও সুবিধা আমরা পাইনি ৷ আজকে পানীয় জলের সংযোগ যখন ইস্কো কর্তৃপক্ষ করে দিয়েছে ৷ তখন তিনি আসছেন রাজনীতি করতে ৷ গ্রামের লোকেরা রাজনীতি চায় না ৷ কোনও রাজনৈতিক লোকের দ্বারাই এই উদ্বোধন হবে না ৷ প্রয়োজনে গ্রামের বয়স্করা এই প্রকল্পের উদ্বোধন করুক ৷"

অন্যদিকে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, "আমি ইস্কো কর্তৃপক্ষকে বলে এই পানীয় জলের লাইনের ব্যবস্থা করেছিলাম ৷ সেই কারণেই আমি উদ্বোধন করতে এসেছিলাম ৷ কিন্তু, তৃণমূলের কিছু হার্মাদ আমাকে গ্রামে ঢুকতে দেয়নি ৷" অন্যদিকে 97 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপ মাজি জানান, "এই ঘটনার পিছনে কোথাও তৃণমূলের হাত নেই ৷ গ্রামবাসীরা বিক্ষোভ করেছে ৷ অগ্নিমিত্রা পাল বিষয়টি নিয়ে রাজনীতি করতে এসেছিলেন ৷ আমরা চাইছি ইস্কো কর্তৃপক্ষ যখন এই জলের কল করেছে ৷ তারাই উদ্বোধন করুক ৷ এখানে যেন কোনও রাজনীতি না মেশে ৷’’

আরও পড়ুন:

  1. কেজরিওয়ালের মতো মমতারও জিজ্ঞাসাবাদ প্রয়োজন, দাবি বিজেপির অগ্নিমিত্রার
  2. 'আমার মাটি আমার দেশ' কর্মসূচি নিয়ে ধুন্ধুমার আসানসোল, আটক অগ্নিমিত্রা-সহ বিজেপি কর্মীরা
  3. প্রসূতি ওয়ার্ডে এদিক-সেদিক বেড়াল, অবাধ বিচরণ গরুর; হাসপাতালে গিয়ে ক্ষুব্ধ অগ্নিমিত্রা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.