আসানসোল, 1 জুন : রেশন ডিলার মনমরজি মাফিক দোকান খুলছে। জিনিসপত্রের দাম ঠিক নেই। উপরন্ত গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি। আর এই অভিযোগে বিক্ষোভ দেখাল কুলটির শ্রীপুর এলাকার বাসিন্দারা । শুধু তাই নয় রেশন ডিলারের অপসারণ দাবিও তোলে গ্রাহকরা ।
আসানসোল পৌর নিগমের 72 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রীপুর এলাকায় দীর্ঘদিন ধরেই রেশন ডিলার সুবোধ চন্দ্র মাজিকে নিয়ে অভিযোগ করে আসছে এলাকাবাসী । আজ এলাকার লোকজন একজোট হয়ে ক্ষোভে ফেটে পড়ে । রেশন দোকান খুলতেই গ্রাহকরা বিক্ষোভ দেখায় । তারা রেশন ডিলারের অপসারণের দাবি জানায় । স্থানীয় বাসিন্দা ধীমান মুখোপাধ্যায়, প্রভাত মাজিরা জানান, এই রেশন ডিলারের দোকান খোলার কোনও নির্দিষ্ট নিয়ম নেই । সকাল 6 টা থেকে গ্রাহকরা লাইন দিয়ে থাকলেও দোকান খোলেন ১১ টায় । অন্য গ্রামের রেশন দোকানে জিনিসের যা দাম, তার থেকে বেশি দাম নেন এই রেশন ডিলার । উপরন্তু কোনও রশিদ দেন না । রশিদ চাইতে গেলে দুর্ব্যবহার করেন ।
যদিও রেশন ডিলার সুবোধ চন্দ্র মাজি জানান, আমরা যারা পুরোনো দামে মাল কিনেছি তারা পুরোনো দামেই বেচছি। তবে রশিদ না দেওয়ার অভিযোগ স্বীকার করেছেন ওই রেশন ডিলার । জানিয়েছেন, আগামী দিনে এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না । রেশন ডিলারের আশ্বাস পাওয়ার পর বাসিন্দারা বিক্ষোভ তুলে নেয় ।