ETV Bharat / state

দীর্ঘ 8 মাস আর্থিক ক্ষতিপূরণ পেলেন দুর্গাপুরের মৃত শ্রমিকের পরিবার - DURGAPUR

কারখানায় দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবার 8 মাস পর ক্ষতিপূরণ পেলেন। দুর্গাপুরের এক বেসরকারি কারখানায় কাজ করতেন ওই শ্রমিক।

After months family of the deceased worker received financial compensation
After months family of the deceased worker received financial compensation
author img

By

Published : Jun 15, 2020, 8:11 AM IST

দুর্গাপুর, 14 জুন: 8 মাস পর ক্ষতিপূরণ পেল মৃত শ্রমিকের পরিবার। দুর্গাপুরের জয় বালাজি কারখানার 4 নম্বর ইউনিটের ঘটনা। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের বহু আবেদনের পরে রবিবার কারখানা কর্তৃপক্ষ আর্থিক ক্ষতিপূরণ তুলে দিল মৃতের পরিবারের হাতে।

ঘটনাটি ঘটে, 2019 সালের 6 নভেম্বর। দুর্গাপুরের এই বেসরকারি কারখানায় কাজ করতেন হেলা বাউরি (35) নামে এক কর্মী। কারখানার কর্মরত অবস্থায় পা পিছলে জলে পড়ে যান তিনি। এরপর মৃত্যু হয় তাঁরা। ঘটনার পরই কারখানার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC পক্ষ থেকে মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।যদিও কারখানা কর্তৃপক্ষের তরফে সেই সময় বলা হয়, কারখানায় কোনও দুর্ঘটনার কারণে এই শ্রমিকের মৃত্যু হয়নি।

মৃত শ্রমিকের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে বহুবার বেসরকারি কারখানা কর্তৃপক্ষের কাছে যান শ্রমিকনেতা প্রভাত চট্টোপাধ্যায়। দীর্ঘ আট মাস পর অবশেষে মৃত শ্রমিক হেলা বাউরির স্ত্রীর হাতে 7 লাখ টাকার চেক ক্ষতিপূরণ হিসেবে তুলে দেওয়া হয়। দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্য তথা শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে 7 লাখ টাকার টেক তুলে দেয় কারখানা কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগে মৃত শ্রমিকের শেষকৃত্য সম্পন্ন করার জন্য কারখানার তরফে 30 হাজার টাকা দেওয়া হয় বলে জানান প্রভাত চট্টোপাধ্যায়।

কারখানা কর্তৃপক্ষের তরফে অলক পাণ্ডে বলেন, “বেসরকারি বালাজি কারখানা সব সময় শ্রমিকদের পাশে আছে ।আমরা শ্রমিকদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য এর আগেও কারখানার মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছি।”

দুর্গাপুর, 14 জুন: 8 মাস পর ক্ষতিপূরণ পেল মৃত শ্রমিকের পরিবার। দুর্গাপুরের জয় বালাজি কারখানার 4 নম্বর ইউনিটের ঘটনা। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের বহু আবেদনের পরে রবিবার কারখানা কর্তৃপক্ষ আর্থিক ক্ষতিপূরণ তুলে দিল মৃতের পরিবারের হাতে।

ঘটনাটি ঘটে, 2019 সালের 6 নভেম্বর। দুর্গাপুরের এই বেসরকারি কারখানায় কাজ করতেন হেলা বাউরি (35) নামে এক কর্মী। কারখানার কর্মরত অবস্থায় পা পিছলে জলে পড়ে যান তিনি। এরপর মৃত্যু হয় তাঁরা। ঘটনার পরই কারখানার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC পক্ষ থেকে মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।যদিও কারখানা কর্তৃপক্ষের তরফে সেই সময় বলা হয়, কারখানায় কোনও দুর্ঘটনার কারণে এই শ্রমিকের মৃত্যু হয়নি।

মৃত শ্রমিকের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে বহুবার বেসরকারি কারখানা কর্তৃপক্ষের কাছে যান শ্রমিকনেতা প্রভাত চট্টোপাধ্যায়। দীর্ঘ আট মাস পর অবশেষে মৃত শ্রমিক হেলা বাউরির স্ত্রীর হাতে 7 লাখ টাকার চেক ক্ষতিপূরণ হিসেবে তুলে দেওয়া হয়। দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্য তথা শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে 7 লাখ টাকার টেক তুলে দেয় কারখানা কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগে মৃত শ্রমিকের শেষকৃত্য সম্পন্ন করার জন্য কারখানার তরফে 30 হাজার টাকা দেওয়া হয় বলে জানান প্রভাত চট্টোপাধ্যায়।

কারখানা কর্তৃপক্ষের তরফে অলক পাণ্ডে বলেন, “বেসরকারি বালাজি কারখানা সব সময় শ্রমিকদের পাশে আছে ।আমরা শ্রমিকদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য এর আগেও কারখানার মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছি।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.