ETV Bharat / state

দামোদর নদ থেকে উদ্ধার 2 কিশোরের মৃতদেহ, এখনও নিখোঁজ 1

আজ ফের সকাল থেকে তল্লাশি শুরু হয় । কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রোশন সিং ও অভিষেক মিশ্রের মৃতদেহ উদ্ধার হয় । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

two students were recovered from Damodar river
দামোদর নদী থেকে উদ্ধার দুই ছাত্রের মৃতদেহ
author img

By

Published : Nov 18, 2020, 1:21 PM IST

রানিগঞ্জ , 18 নভেম্বর : রানিগঞ্জের চণ্ডী মন্দিরের কাছে দামোদর নদে স্নান করতে নেমে তিনজন তলিয়ে যায় । তারা হল রোশন সিং, অভিষেক মিশ্র ও অভিষেক মাহাত । আজ দু'জনের দেহ উদ্ধার করেন ডিজ়াস্টার ম্যানেজমেন্টের কর্মীরা ।

গতকালের পর আজ ফের সকাল থেকে তল্লাশি শুরু হয় । কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রোশন সিং ও অভিষেক মিশ্রের মৃতদেহ উদ্ধার হয় । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । অভিষেক মাহাতর খোঁজ চলছে ।

গতকাল দামোদরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তিনজন । রানিগঞ্জের চণ্ডী মন্দিরের কাছে দামোদর নদে ছটপুজো উপলক্ষ্যে স্নান করতে যায় চার কিশোর । তাদের মধ্যে নিখোঁজ হয়ে যায় তিনজন ।

স্থানীয়দের অনুমান, নদের মাঝের চরে স্কুল ব্যাগ, জামাকাপড় ও মোবাইল রেখে স্নান করতে নামে তারা । জল বেশি থাকায় তলিয়ে যায় । পড়ে থাকা জামাকাপড়, স্কুল ব্যাগ ও মোবাইল ফোন দেখে খবর দেওয়া হয় রানিগঞ্জ থানার পুলিশকে ।

রানিগঞ্জ , 18 নভেম্বর : রানিগঞ্জের চণ্ডী মন্দিরের কাছে দামোদর নদে স্নান করতে নেমে তিনজন তলিয়ে যায় । তারা হল রোশন সিং, অভিষেক মিশ্র ও অভিষেক মাহাত । আজ দু'জনের দেহ উদ্ধার করেন ডিজ়াস্টার ম্যানেজমেন্টের কর্মীরা ।

গতকালের পর আজ ফের সকাল থেকে তল্লাশি শুরু হয় । কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রোশন সিং ও অভিষেক মিশ্রের মৃতদেহ উদ্ধার হয় । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । অভিষেক মাহাতর খোঁজ চলছে ।

গতকাল দামোদরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তিনজন । রানিগঞ্জের চণ্ডী মন্দিরের কাছে দামোদর নদে ছটপুজো উপলক্ষ্যে স্নান করতে যায় চার কিশোর । তাদের মধ্যে নিখোঁজ হয়ে যায় তিনজন ।

স্থানীয়দের অনুমান, নদের মাঝের চরে স্কুল ব্যাগ, জামাকাপড় ও মোবাইল রেখে স্নান করতে নামে তারা । জল বেশি থাকায় তলিয়ে যায় । পড়ে থাকা জামাকাপড়, স্কুল ব্যাগ ও মোবাইল ফোন দেখে খবর দেওয়া হয় রানিগঞ্জ থানার পুলিশকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.