দুর্গাপুর, 5 সেপ্টেম্বর: সোমবার, 5 সেপ্টেম্বর শেষ হল দুর্গাপুর পৌরনিগমের (Durgapur Municipal Corporation) বর্তমান বোর্ডের মেয়াদ ৷ এই পৌরনিগমের নির্বাচন যে নির্ধারিত সময়ে হবে না তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল । সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন হতে পারে । তাই আপাতত প্রশাসকমণ্ডলী দ্বারাই চলবে দুর্গাপুর পৌরনিগমের কাজকর্ম এই প্রশাসক মণ্ডলির চেয়ারপার্সন করা হয়েছে অনিন্দিতা মুখোপাধ্যায়কে (Anindita Mukherjee) ৷ তিনিই আগে এখানকার মেয়র ছিলেন (Administrator in Durgapur Municipal Corporation) ৷ ভাইস চেয়ারপার্সন করা হয়েছে ডেপুটি মেয়র থাকা অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে ।
এছাড়াও প্রশাসক মণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন, দীপঙ্কর লাহা, ধর্মেন্দ্র যাদব ও রাখি তিওয়ারি । তবে উল্লেখযোগ্য ভাবে এই প্রশাসকমন্ডলীর তালিকা থেকে বাদ পড়লেন শাসকদলের দু'বারের মেয়র পারিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায় ৷ বাদ গিয়েছে পৌরনিগমের প্রাক্তন চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পালের নামও । অন্যদিকে, ডিএমসি'তে আনুষ্ঠানিকভাবে প্রশাসক বসানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা । সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার অভিযোগ করে বলেন, "ভোট লুটের বোর্ডের মেয়াদ শেষ হল । আমরা ধারাবাহিক আন্দোলন করছি সময়ে ভোটের দাবিতে । কিন্তু এই প্রশাসক বসানোর সিদ্ধান্ত কেন, তা সাধারণ মানুষের কাছে আর বলার দরকার নেই । এরা জানে এখন ভোট হলে ফলটা 43-0 হবে । শাসকদের বিরুদ্ধে গর্জে উঠবেন মানুষ । কারণ তাঁরা এর আগে পৌরনিগমের ভোট দিতে পারেননি । আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব ভোট করানোর দাবিতে ।"
আরও পড়ুন: অভিষেকের রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টে, বাধা নেই বিদেশযাত্রাতেও
বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই জানান, "যেভাবে নেতাদের ঘরে ঢুকে ইডি, সিবিআই কোটি কোটি টাকা নগদ, সোনা উদ্ধার করছে তা সামলাতেই ব্যস্ত এই সরকার । ভোট এখন করাবেন না কারণ সেই বুকের পাটা তাদের নেই । মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে রায় মেনে গত পৌরবোর্ড তৈরি হয়নি । তাই চ্যালেঞ্জ করছি ভোট করুন, জিতে দেখান এই কাউন্সিলররা ।"
অন্যদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেসের 2 নম্বর বরো কমিটির সদ্য প্রাক্তন হওয়া চেয়ারম্যান বলেন,"উন্নয়ন দুর্গাপুরের মানুষের কাছে পৌঁছে দিয়েছি । বিজেপি আর তার দোসর সিপিএম নেতারা বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন পর্যন্ত খুব আশায় ছিল একজোট হয়ে সরকার গড়ার জন্য । তা না-পেরে এখন শাসকদলকে কলঙ্কিত করার খেলা দেখছেন সাধারণ মানুষ । বিরোধীদের মুখ ভোঁতা করে দুর্গাপুর পৌরসভায় মানুষের রায়ে আবার মা-মাটি-মানুষের বোর্ড গঠিত হবে ৷ এটা বিরোধীরা বুঝতে পেরেই এত চিৎকার শুরু করেছেন ।"