ETV Bharat / state

Durga Puja 2022: বাস্তবের অর্ধনারীশ্বর! রূপান্তকামীদের পাশে দাঁড়াতে দুর্গা সাজলেন অভিনেতা সুমন - দুর্গা সাজলেন অভিনেতা সুমন

দুর্গাপূজার বেশ কয়েকদিন আগে থেকেই আগমনীর ফটোশুটের ধুম পড়ে যায় বিভিন্ন শহরে কাশবনে । দুর্গা সেজে ফটোশ্যুটে মাতেন বিভিন্ন মহিলারা । কিন্তু, দুর্গার বেশে কোনও পুরুষ ? সমাজের রূপান্তরকামী থেকে শুরু করে এলজিবিটিকিউ শ্রেণির বিভিন্ন মানুষের পাশে দাঁড়াতে দুর্গা সাজলেন আসানসোলের অভিনেতা সুমন চৌধুরী (Actor Suman Chowdhury)।

Etv Bharat
Durga Puja
author img

By

Published : Sep 18, 2022, 6:03 PM IST

Updated : Sep 19, 2022, 2:30 PM IST

আসানসোল, 18 সেপ্টেম্বর: অনেকেই রয়েছেন যারা পুরুষ হয়ে জন্ম নিয়েও মানসিকতায় নারী । সেই রূপান্তরকামীদের মধ্যে সুপ্ত ভাবনায় মায়ের বাস । তারাও দুর্গা, এই ভাবনা থেকেই রূপান্তরকামীদের পাশে দাঁড়াতে দুর্গা সাজলেন আসানসোলের অভিনেতা সুমন চৌধুরী । বাস্তবের অর্ধনারীশ্বর ৷ ঠিক যেন একই অঙ্গে রাধা-কৃষ্ণ, উভয়েরই বাস ৷ তাঁর বার্তা, রূপান্তরকামীদের নারী হওয়ার পথে সমাজের যে অসুর মানসিকতা অন্তরায় হয়ে দাঁড়ায়, সেই অসুরের নিধন হোক । সমাজ এবার প্রগতিশীল ভাবনায় উন্নীত হোক ।

প্রতি বছরই দুর্গাপূজার বেশ কয়েকদিন আগে থেকেই আগমনীর ফটোশুটের ধুম পড়ে যায় বিভিন্ন শহরে কাশবনে । দুর্গা সেজে ফটোশ্যুটে মাতেন বিভিন্ন মহিলারা । গত কয়েক বছর ধরে সোশাল মিডিয়ায় এই ট্রেন্ড দেখা গেলেও কোনও পুরুষকে দুর্গা সাজতে দেখেছেন বলে মনে করতে পারছেন না কেউই । এবার তাই করলেন সুমন (Actor Suman Chowdhury) ৷

রূপান্তকামীদের পাশে দাঁড়াতে দুর্গা সাজলেন অভিনেতা সুমন

দীর্ঘদিন ধরেই বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করছেন । পাশাপাশি 'দাদার দিদিগিরি' একটি অনুষ্ঠানও করছেন তিনি ৷ সমাজের রূপান্তরকামী থেকে শুরু করে এলজিবিটিকিউ শ্রেণির বিভিন্ন মানুষের পাশে দাঁড়াতে চান সুমন । ফলে নিজে পুরুষ হয়েও মহিলা সেজে ফটোশুট করেন । প্রচুর ট্রোলড হতে হলেও তাতে থোরাই কেয়ার ৷ তিনি সমাজের কাছে এই বার্তাই দেন, যে পুরুষরা মনে প্রাণে নারী তাঁদের সমাজ মেনে নিক । রীতিমতো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, প্রফেশনাল ক্যামেরাম্যানদের নিয়ে এই শুটিং করলেন তিনি ।

সুমন চৌধুরী বলেন, "আমি নিজে একজন পুরুষ । কিন্তু সমাজে এমন অনেক পুরুষ রয়েছেন যারা নিজেদেরকে নারী ভাবেন । তাঁদের পাশে দাঁড়াতেই আমার এই দুর্গা সাজা । কারণ আমি মনে করি, তারাও দুর্গা । তারাও তাঁদের মনের মধ্যে দেবী দুর্গাকে ধারণ করেন । রূপান্তরকামীদের নারী হওয়ার পথে যে অসুরেরা বাধা হয়ে দাঁড়ায়, সমাজে সেই অসুরদের নিধন করার বার্তা দিতেই আমার এই দুর্গার সাজ ।"

আরও পড়ুন: পুজোর আগে শঙ্কায় বাংলাদেশের উদ্যোক্তারা, নজরে রবিবাসরীয় বৈঠক

আসানসোলের প্রফেশনাল মেকআপ আর্টিস্ট শর্বাণী নাগ বলেন, "এই প্রথমবার কোনও পুরুষকে দুর্গা সাজালাম । বিষয়টি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল । তবে সুমনের এই উদ্যোগ আমাকে উৎসাহিত করেছে ।" একইভাবে ক্যামেরাম্যান সেবক সেনগুপ্ত বলেন, "আমরা বিষয়টি জানতে পেরেই উৎসাহিত হয়ে কাজ করতে এগিয়ে এসেছি । একজন পুরুষ হয়ে যদি রূপান্তরকামীদের জন্য এত ভাবতে পারে, তাহলে সমাজের যে কোন স্তরেরই মানুষ সেই ভাবনা ভাবা উচিত । সুমনের এই ভাবনাকে স্বাগত জানাই ।"

আসানসোল, 18 সেপ্টেম্বর: অনেকেই রয়েছেন যারা পুরুষ হয়ে জন্ম নিয়েও মানসিকতায় নারী । সেই রূপান্তরকামীদের মধ্যে সুপ্ত ভাবনায় মায়ের বাস । তারাও দুর্গা, এই ভাবনা থেকেই রূপান্তরকামীদের পাশে দাঁড়াতে দুর্গা সাজলেন আসানসোলের অভিনেতা সুমন চৌধুরী । বাস্তবের অর্ধনারীশ্বর ৷ ঠিক যেন একই অঙ্গে রাধা-কৃষ্ণ, উভয়েরই বাস ৷ তাঁর বার্তা, রূপান্তরকামীদের নারী হওয়ার পথে সমাজের যে অসুর মানসিকতা অন্তরায় হয়ে দাঁড়ায়, সেই অসুরের নিধন হোক । সমাজ এবার প্রগতিশীল ভাবনায় উন্নীত হোক ।

প্রতি বছরই দুর্গাপূজার বেশ কয়েকদিন আগে থেকেই আগমনীর ফটোশুটের ধুম পড়ে যায় বিভিন্ন শহরে কাশবনে । দুর্গা সেজে ফটোশ্যুটে মাতেন বিভিন্ন মহিলারা । গত কয়েক বছর ধরে সোশাল মিডিয়ায় এই ট্রেন্ড দেখা গেলেও কোনও পুরুষকে দুর্গা সাজতে দেখেছেন বলে মনে করতে পারছেন না কেউই । এবার তাই করলেন সুমন (Actor Suman Chowdhury) ৷

রূপান্তকামীদের পাশে দাঁড়াতে দুর্গা সাজলেন অভিনেতা সুমন

দীর্ঘদিন ধরেই বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করছেন । পাশাপাশি 'দাদার দিদিগিরি' একটি অনুষ্ঠানও করছেন তিনি ৷ সমাজের রূপান্তরকামী থেকে শুরু করে এলজিবিটিকিউ শ্রেণির বিভিন্ন মানুষের পাশে দাঁড়াতে চান সুমন । ফলে নিজে পুরুষ হয়েও মহিলা সেজে ফটোশুট করেন । প্রচুর ট্রোলড হতে হলেও তাতে থোরাই কেয়ার ৷ তিনি সমাজের কাছে এই বার্তাই দেন, যে পুরুষরা মনে প্রাণে নারী তাঁদের সমাজ মেনে নিক । রীতিমতো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, প্রফেশনাল ক্যামেরাম্যানদের নিয়ে এই শুটিং করলেন তিনি ।

সুমন চৌধুরী বলেন, "আমি নিজে একজন পুরুষ । কিন্তু সমাজে এমন অনেক পুরুষ রয়েছেন যারা নিজেদেরকে নারী ভাবেন । তাঁদের পাশে দাঁড়াতেই আমার এই দুর্গা সাজা । কারণ আমি মনে করি, তারাও দুর্গা । তারাও তাঁদের মনের মধ্যে দেবী দুর্গাকে ধারণ করেন । রূপান্তরকামীদের নারী হওয়ার পথে যে অসুরেরা বাধা হয়ে দাঁড়ায়, সমাজে সেই অসুরদের নিধন করার বার্তা দিতেই আমার এই দুর্গার সাজ ।"

আরও পড়ুন: পুজোর আগে শঙ্কায় বাংলাদেশের উদ্যোক্তারা, নজরে রবিবাসরীয় বৈঠক

আসানসোলের প্রফেশনাল মেকআপ আর্টিস্ট শর্বাণী নাগ বলেন, "এই প্রথমবার কোনও পুরুষকে দুর্গা সাজালাম । বিষয়টি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল । তবে সুমনের এই উদ্যোগ আমাকে উৎসাহিত করেছে ।" একইভাবে ক্যামেরাম্যান সেবক সেনগুপ্ত বলেন, "আমরা বিষয়টি জানতে পেরেই উৎসাহিত হয়ে কাজ করতে এগিয়ে এসেছি । একজন পুরুষ হয়ে যদি রূপান্তরকামীদের জন্য এত ভাবতে পারে, তাহলে সমাজের যে কোন স্তরেরই মানুষ সেই ভাবনা ভাবা উচিত । সুমনের এই ভাবনাকে স্বাগত জানাই ।"

Last Updated : Sep 19, 2022, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.